![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
বিষাক্ত এক তটিনীর তীরে
শত জনের কথার ভীড়ে
সন্ধ্যে হলে তরী ভাসে
হরেক রকম পাখি আসে,
তীব্র ঝাঝালো গন্ধে
সব পাখি ওড়ে পালায় ,
মাতালতা থাকে রন্ধ্রে ।
শশী আসে মেঘের ভেলায়
আলো সাজে ছন্দে ।
হঠাৎ ভয়ানক ক্রন্দনে ,
সব বাতি হারিয়ে যায়
ভয় তবু তাড়া জাগায় ,
কি সেই রহস্য !
যা আজও হয়নি জানা
মাঝরাতে কিসের এত আনাগোনা
জোছনায়ও যাকে হয়নি দেখা
সে কি কেবলি আড়ালে আসে ?
ক্ষনে ক্ষনে আচমকা হাসে ,
পাহাড়া বসেছেে সারা পাড়া জুড়ে
আতঙ্কে সারা গা যাচ্ছে পুড়ে ,
তবে কি সেই হবে
যাকে দেখেছি শেষ কবে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
আগা মাথা কিছুই বুঝলাম না!