![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
আকাশ আঁধার করে নামল বৃষ্টি
মৃদু হাওয়ার , অপরূপ সে কি সৃষ্টি !
আঙ্গিনা ভিজে একাকার হল সারা পাড়া ,
উচাটনে ভিজে আজ হব বাঁধন হারা ।
সুতার বুননে নকশি কাঁথা
ছুঁয়ে দেখব নিখুত গাঁথা ,
সন্ধে হলে মেঘের ধমকে
কথা হবে চায়ের চুমুকে
আলতো হাতে ছিন্ন ডালে
ছুঁঁয়ে দিব ভাবনা আড়ালে
রাত্রি হলে সাগর পথে
যাত্রা হবে অচীন রথে
স্বপ্ন আমার দুচোখ ভরে
জোয়ার আসে দুকূল ধরে
নিশি হলে কাব্য লিখি
ভুল করে তোমায় দেখি ।
সময় বুঝি এমনি হয়
ভাবনা যদি সত্যি রয়
রই না ভুলে সকল কাজ
ভুবন খুঁজে নতুন আজ ।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল লিখেছেন+++
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২
নূর-ই-হাফসা বলেছেন: আপনিও পুরাতন ব্লগার । অসংখ্য ধন্যবাদ
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বৃষ্টি নিয়ে কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আরো সুন্দর হতো যদি বর্ষাকালে পোষ্ট করা হতো। কারণ, সময় বিশেষে বৃষ্টি দুর্যোগও বটে।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: বৃষ্টির রেশ টা কিন্তু এখনও রয়ে গেছে । হা ঠিক সময় বিশেষে বৃষ্টি দুর্যোগও বটে।
৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭
মলাসইলমুইনা বলেছেন: ওকে, আপনার কোনো একটা কবিতায় আমার করা "খরার" দোয়া সম্পর্কিত মন্তব্যটা ডিলিট করে দিন বা আরো বৃষ্টি হোক এই কথা দিয়ে রিপ্লেস করে দিন | আরো বৃষ্টি ঝরুক, আরো বৃষ্টির কবিতাও লিখা হোক | আমরা পড়ি | সবার ভালো লাগুক |কোনো সমস্যা নেই | মানে কবিতা ভালো লেগেছে তাই বলতে চাইলাম | বলতে পেরেছিতো ?
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: বুঝতে পারছি আপুনি । আপনার মন্তব্য গুলো মজার হয় অনেক ।ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মৃদ্যু <মৃদু, কাথা< কাঁথা ,ছুয়ে< ছুঁয়ে
কবিতা ভাল লিখেছেন।
শুভ কামনা।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শব্দ গুলো ঠিক করে দেওয়ার জন্য ।
৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগল।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০
নূর-ই-হাফসা বলেছেন: আপনিও পুরাতন ব্লগার । অনেক ধন্যবাদ আপুনি
৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একটুখানি আশার খোঁজে, বৃষ্টিময় হয় এ নিশি
ছন্দে ভেসে চায়ের আড়ালে,
চকিতে তারে দু'হাত বাড়ালে,
খুশি হয়ে দিবা রোজে, ছুঁয়ে দেই অহর্নিশি।
তারে কি এতোই ভালোবাসি?
তবে কেন হই যে দূর পরবাসী!
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০২
নূর-ই-হাফসা বলেছেন: বাহ চমৎকার লিখেছেন । অল্প সময়ে সুন্দর ছন্দ সত্যিই অবাক করার । ধন্যবাদ ।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা কেমন হয়েছে বলার আগে হোঁচট খেতে হয় ভুল বানান দেখে।
মৃদু হাওয়া।
চন্দ্রবিন্দু দিয়েই কিছু বানান দেখে দেখে অভ্যস্ত। এখনো খুঁজলে পাবেন। কাঁথা, ছুঁয়ে, বাঁধন।
রই না ভুলে সকল কাজ -- রইনা এক সাথে হবে না।
ধন্যবাদ
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২১
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ঠিক করে নিয়েছি
১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম!
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ কবি
১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার আইপ্যাডে ভাঙ্গা ভাঙ্গা আসছে কেন বুঝতে পারলাম না। এ কার আর হ্রস্ব ই কার সব অক্ষরের পরে দেখাচ্ছে।
আকাশ আঁধার করে নামল বৃষ্টি
মৃদু হাওয়ার , অপরূপ সে কি সৃষ্টি !
আঙ্গিনা ভিজে একাকার হল সারা পাড়া ,
উচাটনে ভিজে আজ হব বাঁধন হারা ।
সুতার বুননে নকশি কাঁথা
ছুঁয়ে দেখব নিখুত গাঁথা ,
সন্ধে হলে মেঘের ধমকে
কথা হবে চায়ের চুমুকে
আলতো হাতে ছিন্ন ডালে
ছুঁঁয়ে দিব ভাবনা আড়ালে
রাত্রি হলে সাগর পথে
যাত্রা হবে অচীন রথে
স্বপ্ন আমার দুচোখ ভরে
জোয়ার আসে দুকূল ধরে
নিশি হলে কাব্য লিখি
ভুল করে তোমায় দেখি ।
সময় বুঝি এমনি হয়
ভাবনা যদি সত্যি রয়
রই না ভুলে সকল কাজ
ভুবন খুঁজে নতুন আজ ।
এভাবেই আসছে।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: এখানে তো ঠিক দেখাচেছ
১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দ ভালো লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪
নূর-ই-হাফসা বলেছেন: পুরাতন ব্লগার স্বাগতম আপনাকে। আপনাকেও ধন্যবাদ
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সকালে পিসিতে লগইন করে দেখি ঠিকই দেখাচ্ছে। তার মানে আইপ্যাডে কোন সমস্যার কারণে অমন হয়েছিল।
কবিতা সুন্দর হয়েছে। শুভেচ্ছা গ্রহণ করুন।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: হুমম । আপনাকেও শুভেচ্ছা জানালাম ।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
অশ্রুত প্রহর বলেছেন: স্বপ্ন আমার দুচোখ ভরে
জোয়ার আসে দুকূল ধরে
নিশি হলে কাব্য লিখি
ভুল করে তোমায় দেখি ।
সুন্দর।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভালো লিখেছেন। বিশেষ করে ছন্দ মিল করণে।