![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
অপলক চোখে আজও জাগ্রত
মৃত্যু মুহূর্ত এখনও সাড়া দেয়
সময় যা কেবলি কেটে গেল
দ্বারপ্রান্তে আজও অপেক্ষার পালা
পথিক বেশে অজানা কে খুঁজা
সব জেনো এখনও আগের মত
মাঝে মাঝে অচেনা লাগে নিজেকে
ভুল ভাবে তাড়া করে ভাবনা গুলো
সময় এর চাকায় ঘুরে ঘুরে
অগ্নি দগ্ধে পুড়ে ছাই হল
নিজের অস্তিত্ব
প্রহরের শেষ বেলা এসে
ভাবি কে আমি ?
আলো নাকি অন্ধত্ব
অচেতন দিবানিশি
সুখ নাকি দুঃখ
মিথ্যে নাকি সত্যি
লড়াই নাকি শান্তি
আচার নাকি ভ্রান্তি
প্রশ্নের সহস্র ভীড়
তাড়া করে সময় ক্ষনে
মায়াময় আচ্ছন্নে
প্রশ্ন কেবলি জাগে
ফিরছি কোন পথে
চড়ে যাবো নাকি রথে
খুঁজছি কিসের নীড়,
ধুর, অযথা কি ভাবনা
যেমন আছি থাকনা
রাত্রি হলে হারাই বনে
ঘুনে ধরা শূন্য কোনে ।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
নূর-ই-হাফসা বলেছেন: আপনার লেখা টাও খুব ভালো লাগল। আর মন্তব্য শুনেও মুগ্ধ হয়ে গেলাম
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে++
শুভ কামনা রইল, আপু।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভকামনা রইলো
৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২০
মেহেদী হাসান তামিম বলেছেন: ছন্দ ছাড়া যে কবিতা হয়না তা নয়। আপনার কবিতায় যথেষ্ট ধার থাকলেও ছন্দের কাঠামোতে লেখা নয়। নিদেনপক্ষে অক্ষরবৃত্ত ছন্দে লিখার চেষ্টা করে দেখুন, আপনার কবিতা অমর হবে।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ
৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাত্রির আগমনী, জীবনের সেই বাণী
শুধায় আমি কে?
ওগো অন্তর্যামী, জানাও যা না জানি,
কাছে নিয়ে ডেকে।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর বলেছেন তো ।ভালো লাগল
৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬
মলাসইলমুইনা বলেছেন: আপনি না বললেন মাত্র গ্রাজুয়েশন শেষ করেছেন? এতো বিষন্ন কবিতা কেন ? প্রসন্ন হন | প্রসন্ন কবিতা হোক না কিছু লেখা | বিষন্ন কবিতাটা পরে অবশ্য মনটা প্রসন্ন হলো খুব অর্থাৎ ভালো লেগেছে আপনার কবিতা |
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮
নূর-ই-হাফসা বলেছেন: কবিতার সাথে নিজ জীবনের মিল নেই । তাই না মিলানোই ভালো ।আপনার মন্তব্য সবসময় এ ভালো লাগে ।অনেক ধন্যবাদ ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিষণ্ণতায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। কবিতা ভাল লেগেছে। লিখতে থাকুন।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫
নূর-ই-হাফসা বলেছেন: এই টা ঠিক আজকাল আমরা অল্প তে বিষন্ন হয়ে পড়ি ।অন্যের সাথে সুখ দুঃখের তুলনা করতে গিয়ে ভালো থাকার সংজ্ঞা আমরা ভুলে যাই । কবিতা র সাথে আমার মিল নেই ।ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
মৃত্যু অবধারিত..
হৃদপিন্ডের কম্পন থমকে
মস্তিস্কের শিরা ছিন্ন হয়ে
লিভার কিংবা কিডনিতে
স্টোন সিরোসিস হয়ে
বুকে নিউমোনিয়া
গায়ে কয়েক ডজন টিউমার পুষে
মৃত্যু অবধারিত..
তাই
অচেতন দিবানিশি
সুখ নাকি দুঃখ
মিথ্যে নাকি সত্যি
লড়াই নাকি শান্তি
আচার নাকি ভ্রান্তি
প্রশ্নের সহস্র ভীড় কেন?
আমিও আপনার মত ঘুমালাম
রাতের কোনে!
প্রশংসনীয় জীবনবোধ! কবিতায় মুগ্ধতা!