![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
এই যে শুনছো
কি এতো ভাবছো ?
বোকা বোকা চেহারা
ভাবখানা , কি যেন খুঁজছো ।
অাসনখানা কি পেতে দিব ?
দু খানা সন্দেশ , মুড়ি ভাজা করে নিব ।
এই যে শুনছো
পিছু ফিরে খুউব যে হাটছো ,
সময় কি নেই বুঝি
বলবে কি সোজাসোজি ,
তবে কাকে খুঁজছো ?
এই যে শুনছো
একটু কি বসবে ?
কালও কি অাসবে ?
মেঘ যে ডাকছে ,
খুউব যে হাকছে ।
চিঠিখানা দেও দেখি
একটু ছুঁয়ে দেখি ।
এই যে শুনছো
ভয় কি পাচ্ছো ,
তবে কেন যাচ্ছো ?
শালিক যে হাসছে
সেও বুঝি বুঝছে ,
তুমি কাকে খুঁজছো
অামাকেই ভাবছো ।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০১
নূর-ই-হাফসা বলেছেন:
ঠিক বলেছেন
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭
মলাসইলমুইনা বলেছেন: আমি কিন্তু শুনলাম/তাই ব্লগবুড়ির ব্লগে আসলাম/কবিতাটা পড়লাম/ মনটা ভালো লাগায় ভরলাম/ ভরা মনটা নিয়ে/এবার ফিরে চললাম |(সব কথার শেষ কথা হলো শালিখ যত পারে হাসুক আমার এই কবিতাটা খুবই ভালো লাগলো)|
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা আপুনি মজা পেলাম। অনেক ধন্যবাদ
৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাল লিখেছেন+
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ সুন্দর
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫
নূর-ই-হাফসা বলেছেন: আরেকজন পুরাতন ব্লগার পাওয়া গেল অবশেষে ।অনেক ধন্যবাদ
৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এত্তগুলা প্রশ্ন! উত্তর দেয়ার ই তো সময় দিলেন না তাকে।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
নূর-ই-হাফসা বলেছেন: সে উত্তর এমনিতেও দিবে না ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৮
প্রামানিক বলেছেন: খুবই ভালো লাগল। ধন্যবাদ
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেউ কাউকে খুঁজছে কিনা তা শালিক জানল কীভাবে?
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৮
নূর-ই-হাফসা বলেছেন: সে রোজ দেখছে তাই
৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১০
চিন্তক মাস্টারদা বলেছেন: ভাল লাগলো
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনে ভালো লাগল
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: শালিক বড় চালাক!!!