![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
চারটি বছর কেটে গেল,
অদূরে চাঁদের হাসি, মিষ্টি মেঘের খেলা
অপারে নিরুপমার মনমাঝারের ভেলা
তটিনীর হরেক রকম রঙ্গিন ঢেউয়ের মেলা
দেখতে দেখতে পাড় করেছি এমনিভাবে ,
সকাল থেকে সারা বেলা ।
চারটি বছর কেটে গেল
কত রোদ কত ঝড় বয়ে নিয়ে চলেছি একেলা
পথ পানে চেয়ে কেবল বাজিয়েছি সুরের বেহালা ।
চারটি বছর কেটে গেল,
এবার এল অভিমানের পালা
জানো ! হাজারো লোকের হাজারো ভিড়ে
কেউ বলেছে আসবে না আর ফিরে,
দু-চারটি হলেও কথা বলতে না তো তুমি
শত লোকের শত কথায় পুড়ে জ্বলেছি আমি ।
চারটি বছর কেটে গেল
তোমার আসার সময় হল,
এবার তোমায় দিব না কোথাও যেতে
হারিয়ে যাব দুজন দূর অজানাতে ।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০
নূর-ই-হাফসা বলেছেন: ঠিক করে নিয়েছি । ধন্যবাদ
২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ
৩| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি, আপনার কবিতাটা ভালো লাগলো | কালকে অল্প ক্ষণের জন্য কোনো একটা লেখা মনে হয় দেখেছিলাম যে কখনো দুই বছর ব্লগে আসা হয়নি এগারো বছরের মধ্যে ! এরকম কিছু লিখেছিলেন সেখানে | লেখাটাতে মনে করেছিলাম একটা মন্তব্য করবো কিন্তু লেখাটা আর পরে খুঁজে পেলাম না | ওটা কই? যাহোক, যতই মন খারাপ হোক ব্লগবুড়ি, আমরাও কিন্তু "এবার তোমায় দিব না কোথাও যেতে" | এই ব্লগেই থাকতে হবে আরো অনেক বছর আর লিখতে হবে কিন্তু হাজার কবিতা আর গল্প |
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:০১
নূর-ই-হাফসা বলেছেন: আমার ওই লেখা টা ভালো লাগছিল না তাই মুছে ফেলেছি । আমি বছর খানিক এর বেশি ব্লগ ছেড়ে থাকতে পারিনা । মন খারাপ হলেই চলে আসি ।
।আপু কেমন আছেন ।আপনার নতুন লেখার জন্য অপেক্ষা করছি
৫| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
মলাসইলমুইনা বলেছেন: এক বছর ! সেতো তিনশো পঁয়ষট্টি দিন ! আট হাজার সাতশো ষাট ঘন্টা !! ৩১৫৫৭৬০০ সেকেন্ড !!! ব্লগবুড়ি,এতদিন ব্লগ ছেড়ে থাকলে কারো ভালো লাগবে না | লুকিয়ে থাকতে হবে কম কম /নইলে আমরা কেমন করে/ কবিতা পড়ে/ স্বাদ পাবো টাঙ্গাইলের চমচম ? তাই ব্লগ ছেড়ে লুকিয়ে থাকার সময় কমাতে হবে |
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
নূর-ই-হাফসা বলেছেন: আপু আমি আহামরি কিছু লেখি না ।আমার আসা যাওয়া নীরবেই হয় । আপনি অনেক সুন্দর করে বললেন ।মন ভরে গেল ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম।
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৫৭
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৭| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২৩
আমানউল্লাহ রাইহান বলেছেন: কেটে গেলো চারটি বসন্ত!
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: হুমম
৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
মলাসইলমুইনা বলেছেন: ব্লগ বুড়ি, আমি এখন কফি খাচ্ছি সকালে | আপনার লেখায় মন্তব্য করার এখনই শ্রেষ্ট সময় |
তাই লগ ইন করলাম | আপনার "সকাল কিংবা মাঝরাতে ,ছাদে না হয় মন খারাপের দিনে নয়তো রাস্তায় হাটতে হাটতে চা আমার একমাত্র ভালো লাগা " কথাগুলো আমু খুবই বুঝলাম -আমার পড়ার সময় পারকুলেটারে কফি না থাকলে হয় না | গ্রীষ্ম বর্ষা বা রাতদিন নেই আমার পড়ার সময় বা একাডেমিক কাজের সময় কফি না থাকলে আমার কিছুই ঠিকমতো করা হয় না |
কফিতে চুমুক একটু পর পর
নইলে দুঃখ জীবন ভর
কফি বা চা নিয়ে এটাই আমার সাধারণ ধারণা | (চা নিয়ে সুন্দর লেখাটা কই গেলো ? আবার পোস্ট করুন প্লীজ ! )
০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: চাঁদগাজী ভাইয়ার কমেন্টস এর পর মুছে ফেলেছি । কেউ খারাপ বললে আমি সেই টা রাখিনা ।আমি জানি ওনি তেমন কিছুই বলেন নি। ধন্যবাদ আপুনি আপনি কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য ।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি, এটা একটা কথা হলো ? এমন করে কেউ মন খারাপ করে নাকি ? যদি ইচ্ছে হয় কোনো ওয়ার্ড চেঞ্জ করতে, সেটা করুন | লেখাটা ছোট কিন্তু সুন্দর ছিল | একজন অন্যরকম বলেছে |আবার আমিওতো বলছি লেখাটা সুন্দর হয়েছে |এখন এটা ড্র গেম |আপনার ভোটটা দিয়ে লেখা পোস্টকে করার ব্যাপারটাকে ইয়েস করে ফেলুন আর আবার পোস্ট করুন প্লীজ |
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: আপুনি আচ্ছা করব ।আপনার আর আমার আপুর বলার ধরন এক ।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯
মলাসইলমুইনা বলেছেন: থ্যাংকস এ লট |
১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি আমার খুব ভাল লেগেছে! আপনি বেশ ভাল কবিতা লেখেন!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:০২
নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্য শুনে খুশি হয়ে গেলাম
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
প্রামানিক বলেছেন: সুরের বেহুলা কথাটি কেমন কেমন লাগল। তবে ভালো হয়েছে