![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
আমার রাত জাগা পাখি
সমুদ্র ছোয়া আঁখি
ভাবনার শত ছবি
মন মাজারের রবি
ধনুক ছুড়া তীর
মেঘ কুয়াশার ভীড় ।
আমার শেষ রাতের আলো
লাগছে কেবল ভালো ,
দূর আকাশের তারা
মিথ্যে বুঝি ওরা
প্রভাত হলে কই
দেখছি না তো ওই,
আমার খেয়া ঘাটের তরী
রঙ্গিন সুতার ঘুড়ি
ছিন্ন তারার ছবি
কুল হারার রবি ।
আমার সাঝবেলার বাতি
এবার স্বীকার কর নতি ,
সত্যি করে বল
সব কি তবে ছল ।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমি কিন্তু আপনার পোস্টে মন্তব্য করি ।
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমার রাত জাগা পাখি
সমুদ্র ছোয়া আঁখি
ভাবনার শত ছবি
মন মাজারের রবি
ধনুক ছুড়া তীর
মেঘ কুয়াশার ভীড় ।
আমার শেষ রাতের আলো
লাগছে কেবল ভালো ,
দূর আকাশের তারা
মিথ্যে বুঝি ওরা
প্রভাত হলে কই
দেখছি না তো ওই,
আমার খেয়া ঘাটের তরী
রঙ্গিন সুতার ঘুড়ি
ছিন্ন তারার ছবি
কুল হারার রবি ।
আমার সাঝবেলার বাতি
এবার স্বীকার কর নতি ,
সত্যি করে বল
সব কি তবে ছল ।----------------সুন্দর!!
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর হয়েছে। আপনাকে আবার পোস্ট দিতে দেখে ভাল লাগছে।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: আমি পুরোপুরি কখনও যায় না ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মলাসইলমুইনা বলেছেন: এখন এতো ভাবাবির আর কিছু নেই আমাদের | ব্লগবুড়ি হ্যাজ রিটার্ন্ড ! খুবই খুশি আমরা সবাই | আমি আরো খুশি ব্লগবুড়ির খুবই সুন্দর কবিতা পড়ে |খুবই শান্ত শান্তি লাগছে এই শীতের সকালে |ধন্যবাদ বলবো? না থাক, বরং আবার বলি খুবই ভালো লাগছে আপনার কবিতা পড়ে -মানে আপনি এখানেই আছেন বলে | কোথাও যাবার দরকার নেই |
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: আপনি তো কবিতা বুঝেন না কোথায় জানি মন্তব্য করছিলেন হয়তো । হা এবার যাওয়া হলো না । ধন্যবাদ এতো সুন্দর ভাবে বলার জন্য ।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার লাগল। ধন্যবাদ
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
ওমেরা বলেছেন: আজই আমার লক্ষী আপু কত্ত সুন্দর কবিতা লিখেছে। ধন্যবাদ লক্ষী আপু।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ
৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮
আমি তুমি আমরা বলেছেন: ভাল লেগেছে
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ।অনেক দিন পর দেখলাম আপনাকে
৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩
আমি তুমি আমরা বলেছেন: অনেক ইরেগুলার এখন।ব্যক্তিজীবনে ব্যস্ততা, ব্লগের প্রতি আগ্রহও কমে গেছে।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০
নূর-ই-হাফসা বলেছেন: এইটা ঠিক ব্লগের প্রতি আগ্রহ কমে যাচ্ছে
৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৮
মলাসইলমুইনা বলেছেন: পাঠককে কবিতা বোঝানোর দায়িত্ব কবির | কবি নিজেই যদি কবিতা দুর্বোধ্য করে ফেলেন পাঠকের জন্য তখন কবিতার মজাটাও কিন্তু থাকে না | দুর্বোধ্যতা না থাকলে কবিতা ভালোও লাগে বেশি | ব্লগবুড়ি, আপনার কবিতায় সেই দুর্বোধ্যতা কখনো থাকে না |তাই সবসময়ই আমার আপনার কবিতা পছন্দ | এটা কিন্তু অনেস্ট ওপিনিয়ন | ও জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম প্রফেশনাল ডাক্তারি জীবন কি শুরু হতে যাচ্ছে শীঘ্রই ? একটা অনেক সুন্দর প্রফেশনাল জীবন চাওয়া থাকলো ব্লগবুড়ির জন্য |
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ ।জটিলতাপূর্ণ লেখা আমি ও কম বুঝি ।
১০| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০
হাতকাটা হাকিমুল বলেছেন: বাহ ! ছোট ছোট শব্দে দারুন কবিতা ।
ওরে আল্লাহ রে , প্রাগৈতিহাসিক ব্লগার !!
আচ্ছা আপা,এত দিন টিকে থাকার রহস্য কি, আপনার ?
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৭
নূর-ই-হাফসা বলেছেন: প্রথমেই আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল এই ব্লগ পরিবারে আপনার আগমনের জন্য ।
ব্লগের অদৃশ্য মায়ার টানে বারবার ফিরে আসি । আমার গল্প কবিতা পড়তেও ভালো লাগে
১১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
প্রেম, ভালোবাসা জীবনকে অর্থপুর্ন করে; তবে, উহাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । ভালোবাসায় ব্যর্থ হয়ে এতো যে অপমৃত্যু হচ্ছে ।তারা প্রকৃত অর্থে জীবনের মানে জানে না ।
১২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
আখেনাটেন বলেছেন: বেশ লিখেছেন ছড়া
আমার হল পড়া
মনের মতো লেখা
ছবির মতো আঁকা
পড়তে গিয়ে মজা
চোখের হয়নি সাজা
এ সব শুনে রাজা
বলে বাজা ব্যান্ড বাজা...বাজা...
ভালো লেগেছে। লেখা পড়ে ছোটকালের লাফালাফি খেলা ও সাথে ছড়ার কথা মনে পড়ল।
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: আপনার মন্তব্য পড়েও ভালো লাগল
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
অর্ক বলেছেন: এই কবিতাটি আমার সত্যি খুব ভালো লাগলো। ছন্দে ছন্দে দারুণ উপভোগ করলাম। শুভেচ্ছা জানাই কবিকে।
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর হয়েছে।