![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
জগতে কে আছে বলো
কে তোমায় করবে ধন্য?
রোজকার বেচাকেনার হাটে
না ভেবে পন্য ।
যদি কেউ থাকে
তবে দাড়াক না বুক ঠুসে
ভেবে নিক, কার খুশি কিসে?
শতছিন্ন কুড়েঘরে জন্মেছো তুমি বলে
মূল্য কি ডুবে গেল মলিনতার ছলে
কোন ছায়া কোন পরশের তরে
হীন হবে তুমি সমাজের দ্বারে ।
ধর্মের বিধানে সকলেই যদি ভাই
তবে কিসের এত অহমিকা লোকেদের মাঝে?
কিসের এত কার্পন্যতা উদারতার কাছে?
অর্থই কি সবকিছুর মাপকাঠি
নাকি সে বুঝে কোনটা নকল আর কোনটা খাঁটি।
লোকে তোমার পরিচয় দিতে না হয় করছেই দ্বিধা
সবার উর্ধ্বে তুমি মানুষ বলিতে যে নেই বাধা ।
মানুষ সৃষ্টি করেছেন যিনি
তিনিই করেছেন অর্থের সৃষ্টি
ব্যবধানের চূড়ায় যে রীতিনীতি
সে কেবল মানুষেরি সৃষ্টি ।
কুড়েঘর হোকনা ধূসর
সে তো তোমারি আবাস
জন্মিবার কালে কারি ছিল হাত
প্রাসাদে তোমায় দেখাবে প্রভাত ।
আজ কেন তবে, মিছেমিছি বদ্ধ শিকল
তুচ্ছ বলে ভেঙ্গে দেও সব ঘেরাকল ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেউ যদি থাকে তবে দাড়াক না বুক ঠুসে
ভাল লাগল কথাগুলো। অকপট প্রকাশভঙ্গির জন্য ধন্যবাদ নিন। শুভকামনা।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ কবি ভাই
৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৪
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো মানবতাবাদী কবিতা! বেশ কিছু টাইপো হয়ে থাকবে তাড়াহুড়োয়য়। অনেক শুভেচ্ছা। এভাবেই এগিয়ে চলুন কাঙ্ক্ষিত লক্ষ্যে।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ
৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৫
মনিরা সুলতানা বলেছেন: সকল কাঁটা ধন্য করে নিজেকেই ফুটতে হয়
সবার উপরে আশরাফুল মাখলুকাতের ই জয় ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪০
নূর-ই-হাফসা বলেছেন: বাহ ! সুন্দর বলেছেন তো ।ভালো লাগল অনেক ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন আপু। মুগ্ধতা জানিয়ে গেলাম কথামালায়।
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'
ওহে মানুষ-কিসের ভেদাভেদ করিসরে ভাই
একই স্রষ্টার সৃষ্টি মোরা এক আকৃতির সবাই
যেথা থেকে আসছি একদিন যাবোরে সেথাই!
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪২
নূর-ই-হাফসা বলেছেন: আপনার মন্তব্য শুনে ও মুগ্ধ হলাম ।
আপনার লেখাটাও দারুন লাগল
৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
তারেক ফাহিম বলেছেন: মানবতার জয় হক।
মানবতা বাদী কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
নূর-ই-হাফসা বলেছেন: মানবতার জয় ইনশাআল্লাহ হবেই । অনেক ধন্যবাদ
৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জনৈকঃ- লেখাটা ভাল হয় নি।
এনিওয়ে, ভাল লেগেছে, খুব শক্তিশালী কবিতা।
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ধন্যবাদ ।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: মানবতার জয় হোক !!!
কবিতা ভাল হয়েছে +
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবীর ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ