![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
খোলা চিঠি আজ লিখতে বসেছি
লেখা হলে উড়িয়ে দিব ঐ আকাশে
নীলিমার মাঝে ভেসে ভেসে
ঠিক পৌছে যাবে
তোমার কাছে ।
সময় মত পড়ে নিও
কাজের ছুতোয় রেখো না ফেলে
ছাড়পোকারে খেয়ে যাবে
চুপিচুপি তোমার আড়ালে ।
চিঠির শুরু মনগড়া নয়
মাঝের লেখা পড়ে তুমি,
হতেও পারও একটু উদাস ।
শেষের লেখা পড়ে দেখ
সময় হলে চলে এসো ।
মিষ্টি গন্ধ পেতেও পার
প্রিয় পারফিউম মেখে দিয়েছি,
ছুয়ে দিলেও দিতে পার;
লাল গোলাপের পাপড়ি ছিড়ে
পিন লাগিয়ে দিয়েছি তাতে
ইচ্ছা হলে রেখে দিও ।
নীল টিপটি তোমার প্রিয়
লাগিয়ে দিলাম আঠা দিয়ে ।
কাল নীলিমায় শুভ্র কাজল
একে দিলাম আলতো করে
হাত বুলিয়ে দেখে নিও ।
শিশির ভেজা কাশফুল
হলুদ মাখা বুনোফুল
মেখে দিলাম প্রতিটি পাতায়
নাক বুলিয়ে শুকে নিও ।
বলার আমার অনেক আছে
চাইনা কিছু বলতে আজ ,
পড়বে কিনা এই চিঠিটি
তাই ভেবে পাই না কূল,
সময় পেলে পড়ে নিও
ইতি তোমার খোলা আকাশ ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৩
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ নিশাত ।আবার পোষ্ট দেওয়া শুরু করুন
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবিতার মত চিঠিটি।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: জি আপু। কবিতা এটা ।অনেক ধন্যবাদ
৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো চিঠি, লিখেছেন সুন্দর কথাগুলোই
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনে ভালো লাগল ।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০
মিথী_মারজান বলেছেন: সুন্দর,আবেগী,অস্তিত্বমাখা খোলা চিঠি কবিতা।
শুধু পড়লে হবেনা, অনুভব করতে হবে ভীষণভাবে।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
নূর-ই-হাফসা বলেছেন: জি আপু ঠিক বলেছেন । অনেক আবেগ আর অভিমান জড়িয়ে আছে ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটাও আপনার ক্লাস নাইনের লেখা।(আন্দাজে ঢিল মেরেছি। লেগেছে?)
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা কাছাকাছি হয়েছে । ক্লাস টেনে 2009হয়তো।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
চিঠি ভাল লিখেছেন।
শুভ কামনা রইল।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ভাই ।আপনার জন্য ও অনেক শুভ কামনা রইলো
৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
চিঠির রূপে অনুভব ! ভাল লেগেছে ।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । অনেক দিন কবিতা লিখছেন না । আপনার ব্লগ ঘুরে আসলাম
৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২
জাহিদ অনিক বলেছেন:
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় - এই গানটাই মনে এলো আপনার খোলা চিঠি পড়ে।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
নূর-ই-হাফসা বলেছেন: হা ভালো কথা মনে করেছেন তো । আজকে আবার শুনতে হবে । ধন্যবাদ ।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক আবেগমাখা বিশেষ চিঠি। জানিনা প্রাপকের হাতে পড়েছে কিনা। প্রাপক নিতান্ত বোকা না হলে সাদরে গ্রহণ করে প্রতিউত্তর করার কথা।
সুন্দর লিখেছেন, শাবীবা।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ আমার প্রিয় নাম বলার জন্য । চিঠি হয়তো এখনও পৌঁছে নি ।
১০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৬
মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি :খুব সুন্দর হয়েছে চিঠি | আহা আমাকে কেউ যদি এমন চিঠি লিখতো ! আমি আকাশে উড়তাম, সাগরে ঝাপিয়ে পড়তাম, খালি পায়ে মরুভুমি পারি দিতে পারতাম তবে |
১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
নূর-ই-হাফসা বলেছেন: ভালোই বলেছেন । আপনাকে অনেক দিন পর দেখলাম মনে হচ্ছে । নতুন পোষ্ট শীঘ্রই দিন ।
১১| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি: এখন সব লেখালেখি বন্ধ, শুধু পড়াতেই খুঁজি ছন্দ !!
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭
নূর-ই-হাফসা বলেছেন: সময় নিয়ে লিখে ফেলুন ।নাহলে কবিতা লিখুন ।আপনার কবিতা ও ভালো ছিল
১২| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক ভাই । অনেক শুভেচ্ছা রইল
১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন ++
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১
নূর-ই-হাফসা বলেছেন: আপনার মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ । অনেক শুভকামনা রইলো
১৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯
তারেক ফাহিম বলেছেন: ধীর গতিতে পড়লাম।
অনুভব ও ছিলো।
কবিতায় ++
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ধীর গতিতে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
১৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২২
রাইসা হাছনাত নীলুফার বলেছেন:
ভাল লিখেছেন।
শুভ কামনা রইল।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ।ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম ।আপনার জন্যে অনেক শুভেচ্ছা রইলো
১৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮
উম্মে সায়মা বলেছেন: আহ আবেগী চিঠি...
ভালো লাগলো আপু।
১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক খানি আবেগ মাখা চিঠি
আপু চলেন চা খাই
কাল আপনার পোষ্ট পড়ে চা খাওয়ার ইচ্ছে জাগিয়ে দিয়েছিলেন ।
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ
১৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,
বাহ... এতো কোলাজ কবিতা হয়েছে ! সব কিছুই তো সেঁটে দিয়েছেন !
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: জি ঠিক বলেছেন ।
১৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
এবং শুভ্র সরকার বলেছেন: ভালো
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শুভ্র ভাই ।
২০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আকাশের ঠিকানায় খোলা চিঠি? হঠাৎ যে বৃষ্টি শুরু হয়েছে, পৌঁছবে তো সে-ই চিঠি?
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ভালো কথা বললেন । অনেক শুভেচ্ছা রইল
২১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
তপোবণ বলেছেন: চিঠিটা কি আকাশের ঠিকানায় লেখা? আমি চাই চিঠিটা আকাশ গঙ্গায় বিলীন না হয়ে প্রাপকের হাতে এসে ধন্য হোক। দারুণ লিখেছেন।
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: জি আকাশ এর ঠিকানায় লেখা । প্রাপক উদাসীন বলেই তো ঠিকানা দেইনি ।
২২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮
গেম চেঞ্জার বলেছেন: শুধু এটুকু বলব- পড়তে ভাল লাগছিল। সহজ শব্দের স্বচ্ছন্দ আয়োজনের মধ্যে লিখাই ভাল!
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনে ভালো লাগল ।ধন্যবাদ ।
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
অলিউর রহমান খান বলেছেন: বেশ হয়েছে আপু।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১০
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮
নিশাত১২৩ বলেছেন: কবিতায় +++