![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
ঘাটে আছে বাঁঁধা তরী
আধো আধো জলে আড়ি
যাবোনা আজ অচিন পাড়ে
মিথ্যে কোন ভুবন দ্বারে ,
সত্যি কি আছে ?
নাকি ভুল ভেবে পাছে
হারাবো যে দূকূল
আঁখি না বুঝে
যাবো কোন সাজে ,
আনবো যে বকুল
নীল পাহার খুঁজে ।
যাবে কি সাথে ?
চড়ে যাব রথে ,
অচিন কোন সাঁঝবেলাতে
থমকে থাকা পথ আলোতে
অতীত কোন আবেগ ঝড়ে
ঘুম ভাঙ্গা আবেশ ঘোরে ,
হোচট খাওয়া পথ ভুলাতে
নীল জোছনার আলো ছায়াতে
যাবে কি ভুলো মন ?
চেষ্টা তব প্রানপন
পদ্ম পাতার অসীম টানে
নকশাহীন ফুলেল ঘ্রানে
ফিরতি পথের আবেশ ভুলে
দূর ছায়ার মেঘের কূলে ।
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার হিন্দু বাড়ি নামায একটা অসাধারন কবিতা । যত বার চোখে পড়ে তত বার আমি পড়েছি ।
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২
অন্তরন্তর বলেছেন: কবিতার ছন্দে ছন্দে ভাল লাগা। শুভ কামনা।
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
আপনি তো পুরাতন ব্লগার । কিন্তু একটা পোষ্ট ও নেই কেন ?
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪
সকাল রয় বলেছেন: ছন্দমেলানো
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
নূর-ই-হাফসা বলেছেন: হুমম । মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
আখেনাটেন বলেছেন: গীতল একটি ভাব রয়েছে। চমৎকার।
*টাইপো দেখলাম অনেকগুলো।
*অচীন
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
জি অচিন ঠিক করে নিয়েছি ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
করুণাধারা বলেছেন: ভাললাগা গান শেষ হবার পরও যেমন মনে ভাললাগার রেশ রয়ে যায় কবিতাটি পড়ে তেমন অনুভূতি হচ্ছে।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
শাহিন বিন রফিক বলেছেন: খুব ভাল হয়েছে।
নতুন এলাম কি মন্তব্য করব ভাল বুঝতেছি না।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: যা মনে হবে তাই করবেন । ধন্যবাদ
নতুন সদস্য হিসেবে আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল ।
৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
জাহিদ অনিক বলেছেন:
আহ ! চমৎকার।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । আপনাদের ঝিকিমিকি বাবুর জন্য অনেক শুভেচ্ছা রইল ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নিবে কি সাথে?
৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: আপনি যেয়ে কি করবেন ।
বাচ্চাদের যাওয়া বারন ।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি, ঘটে বাঁধা তরী, অচিন পার, নীল পাহাড়, সাঁঝবেলা, নীল জ্যোসনা সব আছেতো দেখি এই কবিতায় সাথে শীতের সকালে আমার এখানে টিপটিপ বৃষ্টি ও সেই সাথে করা এক কাপ কফি (ডার্ক রোস্ট) খেতে খেতে আপনার কবিতা খুবই ভালো লাগলো | এই রকম আরেকটা কবিতা তাড়াতাড়ি লিখুন | আমার আরো এককাপ ডার্ক কফি খেতে কোনো আপত্তি হবে না | গুড ডে |
৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার নতুন পোষ্ট যে আর দিচ্ছেন না । অনেক দিন তো হল ।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাড়া নাই। নিবেন কেম্নে?
৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনি মজার মানুষ । আচ্ছা ভাই নিবো নে
১২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো । ভালো থাকবেন ।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনেকদিন ধরে আড্ডা হচ্ছেনা। সম্রাট ভাই কোথায় গেল!
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই । অনেকক্ষন ধরে নটরডেম এ ঢোল বাজনা বাজছিল । আজ সারাদিন বাসায় ছিলাম। তাই বুঝতে পারলাম না কেন হচ্ছে ।
চাঁদগাজী ভাইয়ের পোষ্ট এ মন্তব্য থেকে জানতে পারলাম ।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই হয়তো ব্যাস্ত । আজ তো পোষ্ট আর অনলাইনে দেখলাম না
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকে তো পোপ কলেজে যাবে না। তাহলে ওরা লাফাচ্ছে কেন?
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯
নূর-ই-হাফসা বলেছেন: তা তো জানি না । কেবল সাউন্ড এ কানে ভাসলো ।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডা প্লেস হলে ভাল হত।
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনি আর কুড়ে বাদশাহ ভাইয়ের মন্তব্য গুলো মজার হয় ।
ব্লগে আড্ডা প্লেস ! সামু পাগলা তো আছে ।
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওখানে তো ফিক্সড কয়জনই আড্ডা দেয়। আচ্ছা বাদ দেন। কে না কে আবার সিন্ডিকেট এর ট্যাগ দিয়ে দেয়!
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫
নূর-ই-হাফসা বলেছেন: সেটাই , ঝামেলায় পড়তে হবে । আপনার গল্পের নতুন পর্ব কবে দিবেন ।
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
কুঁড়ের_বাদশা বলেছেন: আমি যেতে চাই !
এ কবিতাটা কি কপি করতে পারি?
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ভাই নিবো নে ।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরের পর্ব বানাতে গিয়ে তো আটকে যাচ্ছি।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: চেষ্টা করুন হয়ে যাবে । ইনশাআল্লাহ
১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
কুঁড়ের_বাদশা বলেছেন: কেন নিবেন না ? আমি যামু আপনার লগে....
এবার আমি এস, এস,সি পরিক্ষা দিবো। খালি পরিক্ষা সময় না গেলে হয়েছে
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১
নূর-ই-হাফসা বলেছেন: এস এস সি । বাহ । আপনার চেয়ে ছোট আর কোনো ব্লগার আছে ?
অবশ্যই নিয়ে যাবো । পরীক্ষা ভালো করে দিন ।
২০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
কুঁড়ের_বাদশা বলেছেন: তা জানিনে !! এখন এ ব্লগে কে আছে না,নাই !!
তয়, আপনার ব্যগ টানার জন্য যামু না কিন্তু.... আপা আপনি কয় ক্লাসে পড়েন!!
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ঠিক আছে ব্যাগ টানতে হবে না । আপনাদের টেস্ট এক্সাম হয়ে গেছে ?
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরে! আমাদের থুত্থুরে বুড়ি এত সুন্দর কবিতা লিখেছে আর আমি খবর পেলাম না? এটা তো মানা যায় না! কী করা উচিত?
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে অয়ন ভাই খোঁজ করছিল । ওনার জন্য আড্ডা প্লেস বানাতে বলল আপনাকে ।
২২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অয়ন ভাই তো বাচ্চা ছেলে। আরেক দুধের শিশুকে শিষ্য বানিয়েছেন। অয়ন ভাই আর বাদশা মিয়া মিলে সাথে নেয়ার জন্য আপনাকে তো রাজি করিয়ে ফেলেছে দেখলাম!
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৪
নূর-ই-হাফসা বলেছেন: ২ জনের জুটি টা দারুন মজার । কথাও বলে মজার ভঙ্গিমায় ।
যেভাবে বলল না নিয়ে কি আর উপায় আছে ।
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। জুটি ভাল হয়েছে। ওদেরকে দু'একটা ধমক-ধামক দিয়ে হাতে ললিপপ ধরিয়ে দিয়ে অনেক ফাই-ফরমাশ খাটিয়ে নিতে পারবেন। আমার পক্ষ থেকে দু'জনের জন্য দুটো হাফপ্যান্ট পাওনা থাকল।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ওনাদের বড় আপুর ভালো দিক কাউকে ধমক দেই না , আর অন্য কে দিয়ে কাজ করায় না ।
ওরা দিব্যি গল্প করে কাটাতে পারবে । তবে সমস্যা হচ্ছে আমাকে জায়গা চিনিয়ে নিতে হবে । আমার জায়গা মনে থাকেনা ।
আর বাচ্চারা হারিয়ে গেলে আমার দোষ নাই ।
২৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: না না, হারিয়ে গেলে সমস্যা আছে। বাদশা মিয়া তো আবার রোবট সোফিয়ার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। আর অয়ন ভাইয়ের তিন গোয়েন্দা লেখার কী হবে? ওদেরকে আঁচলের সাথে গিট্টু দিয়ে বেঁধে রাখতে হবে।
০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা রোবট সোফিয়া । অয়ন আর কুঁড়ের বাদশার ঐ জুটি টা দারুন মজার ।
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল
০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: ভাই এইটা কি চা দিলেন । আমার এই চা পছন্দ না । তারপরও ধন্যবাদ ।
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
ছন্দে ছন্দে দুলি আনন্দে .
০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫১
নূর-ই-হাফসা বলেছেন: আপু অসংখ্য ধন্যবাদ ।
২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা নিশ্চয়ই ঘষেটি বেগমের আর সম্রাট ভাই মীর জাফরের বংশধর।
০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: ভাই এইটা কি বললেন । আমি আপনাদের নিতে রাজি হলাম । আর আমাকেই ঘষেটি বেগম বানিয়ে দিলেন ।
২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হইছে!
সাদা ভাই চা দিল না খেজুর রস কিছুই বুঝতেছিনা
০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: আমি ওনাকে ভালো চা দিয়েছি ।
২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
মিথী_মারজান বলেছেন: ইস! কেউ আমাকে এভাবে ডাকলে তো একদৌড়েই চলে যেতাম।
অনেক ভাললাগা আপু।
সবসময় সুন্দর থাকুন।
০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।
আপনার দেয়াল কবিতা টা খুব সুন্দর ।
ডাকায় হয়তো ভুল আছে নাহলে তো সে সাড়া দিত ।
৩০| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ২৯ নং কমেন্টটা দারুণ।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২০
নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা
৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০২
কুঁড়ের_বাদশা বলেছেন: টেষ্ট পরিক্ষায় ফেল করেছি !!
তারপরেও পরিক্ষা দিমু !!
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
নূর-ই-হাফসা বলেছেন: টেস্ট ফেল করলে পরীক্ষায় বসতে দিবে কেন ? সারাদিন ব্লগে থাকলে এমনটা তো হবেই
৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য সাবধানে থাকবে। তোমাকে আর আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।
৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২০
কুঁড়ের_বাদশা বলেছেন: মোহেবুল্লাহ অয়ন
ওস্তাদ, কি ধরণের ষড়যন্ত্র চলছে? আর যে ষড়যন্ত্র করবে, তাকে খালি হমকি দিবেন, যে আপনার প্রোফাইল পিক আর ঝান্ডু বামের প্রোফাইল পিক এক। মারব এখানে লাশ পড়বে গিয়ে শশানে
৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, এদের এত সহজে মারা যাবে না। এরা মীর জাফরের বংশধর। তবে চিন্তা কইর না। সোফিয়া থাকতে কোন চিন্তা নাই। ও লাশ শ্মশানে কেন আইসল্যান্ডেও ফেলতে পারবে। দেখ তুমি সোফিয়াকে পটাতে পার কিনা।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫
নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই মীর জাফর হতে পারে । ভাই আমাকে টানতেছেন কেনো ।
আপনাদের নিয়ে যেতে রাজি হলাম । আর আমাকেই ফাসিয়ে দিলেন ।
৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
কুঁড়ের_বাদশা বলেছেন: মোহেবুল্লাহ অয়ন ,
ওস্তাদ,সোফিয়া সুন্দরীর প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি! কিন্তু সোফিয়া সুন্দরী অনুবূতি রোবট হওয়ার কারণে, সে আমায় পাত্তা দিচ্ছে না। আমার হৃদয়ের কথা শুনতে পাচ্ছে না
এখন ভাবছি সোফিয়াকে যাদু করে বশ করমু।তাও সোফিয়া সুন্দরীকে আমার চাই।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
নূর-ই-হাফসা বলেছেন: যাদু টানা শিখেন । তারপর আমাকে শিখাবেন ।
৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, আমি একটা উপায় বাতলাতে পারি। কাজে দিবে কিনা জানি না। দেওয়ানবাগীর থেকে সোফিয়ার জন্য ব্যাটারি পড়া নিতে পার। কাজ হতেও পারে।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
নূর-ই-হাফসা বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন । দেওয়ান বাগী তো অনেক ক্ষমতা রাখেন । ওনি চাইলে বাদশা ভাই আর সুফিয়া র ভালো বন্ধুত্ব হতেও পারে ।
৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নূরাফা, আপনি না আবার সম্রাটের আস্তানায় নিয়ে যান সে চিন্তায় আছি আমরা। তাই সবাইকেই সন্দেহের চোখে দেখছি।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
নূর-ই-হাফসা বলেছেন: আপনারা সম্রাট ভাই কে ভয় পান ? বাদশা ভাইয়ের সুফিয়া থাকতে ভয় কিসের । সুফিয়া এসে না হয় সিনেমাটিক স্টাইলে আপনাদের উদ্ধার করবে ।
৩৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কার কথা বলছেন? সুফিয়া কামাল? সে তো কবি। সে আমাদের জন্য কিছুই করতে পারবে না।
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
নূর-ই-হাফসা বলেছেন: সোফিয়া সুন্দরী রোবট । বাদশা ভাইয়ের ভাষ্যমতে
৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২
কুঁড়ের_বাদশা বলেছেন: আফা, আপনি কি ঝগড়া পারেন? আমার ঝগড়াটে মেয়ে খুব ভাল লাগে!!! আগে এর উত্তর বলেন তারপরে, বিস্তারিত সব পরে বলছি.......
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
নূর-ই-হাফসা বলেছেন: আমার অল্পতে কারো কথা গায়ে লাগে । সেই অর্থে ঝগড়া ও লাগে বেশি । তবে ঝগড়ায় হার মানতে হয় ।
আপনার না জানুয়ারি তে এক্সাম । এখনো ব্লগে থাকা ঠিক না । পরীক্ষা দিয়ে আবার আসবেন ।
৪০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯
কুঁড়ের_বাদশা বলেছেন: এবাররে পরিক্ষায় ফেল করমু, আদুভাই হমু। না, মানে আপনাকে অয়নের সাথে একটু ঝগড়া করতে বলেছি; সে খালি আমার নামে বদনাম করে।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪
নূর-ই-হাফসা বলেছেন: বদনাম করে আপনার আমি কেন ঝগড়া করব ?
৪১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫০
কুঁড়ের_বাদশা বলেছেন: আমার পক্ষে নিয়ে ওস্তাদের সাথে ঝগড়া করবেন। আমার কারো সাথে ঝগড়া বিবাদ করতেও আলসামী লাগে
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৮
নূর-ই-হাফসা বলেছেন: আমি বাচ্চাদের সাথে ঝগড়া করিনা ।
৪২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৫
উম্মে সায়মা বলেছেন: এমন আহ্বানে সাড়া না দিয়ে উপায় কী!
ভালো লেগেছে ছন্দ মেলানো কবিতা...
০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু
৪৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
কুঁড়ের_বাদশা বলেছেন:
৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১
শিবলী আখঞ্জী বলেছেন: দারুণ ছন্দময়
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
৪৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫
কুঁড়ের_বাদশা বলেছেন: আফা কেমন আছেন???
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: ভালো আছি । ভাই আপনি তো সত্যি সত্যি পরীক্ষায় খারাপ করবেন । সোফিয়া ও তো হাত ছাড়া হয়ে যাচ্ছে ।
৪৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০
কুঁড়ের_বাদশা বলেছেন: কেন সোফিয়া কি পরকীয়া প্রেম করে? আর আমি এবার ssc পরিক্ষা দিমু না।। আগামী বার দিমু... আচ্ছা,আপনি কোথায় থকেন?
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: ঢাকায় থাকি কেন ভাই ?
আপনি মিথ্যা বলছেন ?
সত্যি কি আপনার এস এস সি পরীক্ষা আছে ?
৪৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭
কুঁড়ের_বাদশা বলেছেন: না এতো রাতে ব্লগে, তাই জিগাই আপনি কোথায় থাকেন। আর এবার এস এস সি পরিক্ষা দেওয়া কথা ছিল কিন্তু দিবো না, দিলে পাশ করতে পারবো না বলে।
আপা, আপনার লেখাগুলো খুব সুন্দর। আপনার কবিতা পড়ে মনে হয় কোন জাত কবি কবিতা লিখেছেন।দিনদিন আপনার লেখার ভক্ত হয়ে যাচ্ছি এবং আপনি মানুষ হিসাবেও অসাধারণ।আপনার ব্যবহারে আমি মুগ্ধ। আমি নতুন ব্লগার হিসাবে, আপনি খুব সহজে আমাকে আপন করে নিয়েছেন ।আপনি কি কোন জব করেন? এতোকিছু সামলান কিভাবে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪
নূর-ই-হাফসা বলেছেন: ভাই চাপা মারার জন্য ধন্যবাদ ।
৪৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৯
কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার কছে আমার চাপা মেরে লাভ কি?আমি আপনার সাথে প্রেম করব?যে আপনার কাছে আমার ভাল সাজতে হবে! আপনার কথা শুনে কষ্ট পেলাম। যাক আমি ছোট মানুষ ;আমার মনের কষ্টের বা কি দাম আছে।
তবে আপনি খুব ভাল মানুষ।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনি এস এস সি পরীক্ষার্থী ? পরীক্ষায় বসুন । এখনও সময় আছে । সারাদিন পড়লে সম্ভব ।
৪৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৬
কুঁড়ের_বাদশা বলেছেন: না,আপা এতো পড়াশোনা করে বা কি হবে? খালি টাকা নষ্ট,তারচেয়ে ভালো বিদেশ কাজ করে খাবো। ভাবছি এক দুই বছর পরে বিদেশ যাবো। সেখাম থেকে কিছু টাকা ইনকাম করে তারপরে দেশে এসে ব্যবসা করবো। আর আমরা খুব গরিব মানুষ। পাশ করে পরে,আবার পড়ালেখার খরচ কোথায় পবো?
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫০
নূর-ই-হাফসা বলেছেন: বাহ দারুন বলেছেন । বুদ্ধি টা ভালো লাগল ।
৫০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭
কুঁড়ের_বাদশা বলেছেন: গরীব মানুষে নিয়ে বড়লোক মানুষ একটু উপহাস করে, আপনিও তার ব্যতিক্রম নন।
আমার জায়গা আমি থাকলে এ রকম প্রতিউত্তর কথনো দিতাম না। এবার আমি যাই। আমার ফোনের চার্জ শেষ।ভালো থাকুন। সুস্থ থাকুক। এই কামনা রইল সবসময়।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
নূর-ই-হাফসা বলেছেন: কি বলবো বুঝতে পারছি না ।
৫১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৯
কুঁড়ের_বাদশা বলেছেন: গরীব মানুষে নিয়ে বড়লোক মানুষ একটু উপহাস করে, আপনিও তার ব্যতিক্রম নন।
আপনার জায়গা আমি থাকলে এ রকম প্রতিউত্তর কখনো দিতাম না। এবার আমি যাই। আমার ফোনের চার্জ শেষ।ভালো থাকুন
৫২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯
কুঁড়ের_বাদশা বলেছেন: বুঝতে হবে না... একটা গান শুনেন!!
০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
নূর-ই-হাফসা বলেছেন: বাহ এটাই বেশি ভালো । আসল টার চেয়ে ।
৫৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১
চানাচুর বলেছেন:
নীল জ্যোৎস্নার আলো ছায়াতে,
যাবে কি ভুলো মন?
নাইস
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ আপু । কেমন আছেন ?
৫৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৫
অলিউর রহমান খান বলেছেন: চমৎকার ছন্দের মেলা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
৫৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
নূর-ই-হাফসা বলেছেন: আপনার আগমনে আমিও মুগ্ধ হলাম ।
৫৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০
খায়রুল আহসান বলেছেন: "যাবে কি সাথে?" -প্রশ্ন না হয়ে আমন্ত্রণ হলে ভাল হতো।
আপনার সবচেয়ে পুরনো, প্রথম চারটে পোস্টে মন্তব্য রেখে এসেছিলাম। পড়েছেন কিনা জানিনা, কারণ কোন নোটিফিকেশন পাইনি।
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্য গুলোর প্রতি উত্তর দিয়েছি ।
অনেক পুরাতন পোষ্ট এর নোটিফিকেশন আসে না । আমিও পাইনি ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য গুলোর জন্য ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১
প্রামানিক বলেছেন: ভালো লাগল।