নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে স্বাগত

হালি্

হালি্ › বিস্তারিত পোস্টঃ

পাওলিকে নিয়ে হইচই

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

পাওলি দামকে নিয়ে ফের হইচই পড়ে গেছে টলিপাড়ায়! তা, এবারে কী এমন কাণ্ড ঘটালেন নায়িকা? নতুন কোনও ভিডিও ফুটেজ এল নাকি তাঁকে নিয়ে বাজারে? নাকি মুম্বইয়ে বিশেষ সুবিধে করতে না পেরে টলিপাড়াতেই বিতর্কের খাতা খুলছেন নায়িকা আর সেই সঙ্গে খুলছেন পোশাক?

উঁহু, এর কোনওটাই নয়। পাওলি দাম এবারে তাঁর পোশাক ছোট করে বাজারে হইচই ফেলে দেননি, হইচইটা শুরু হয়েছে তাঁর মেঘের মতো একঢাল ঘন চুল ছোট করে ফেলায়! আসলে কখনও চলতি হিট হিন্দি ছবিতে অভিনয় করে, আবার কখনও বাজার জ্বালানো গরম-গরম শরীরী মায়াডোলের কারিকুরি দেখিয়ে- যেভাবেই হোক না কেন, পাওলি দাম তো বিনোদনী খবরের শীর্ষেই থাকেন। তারই মাঝে নতুন করে সাড়া জাগাল হইচই-এর সংবাদ। ঠিকই অনুমান করছেন, এই ‘হইচই’ আদতে নায়িকার নতুন বাংলা ছবির নাম। ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’ ছবিতে মুম্বইয়ে কাজ করার পরে আবারও বাংলা ছবির দিকে মুখ ফেরালেন পাওলি। তবে কি নিন্দুকদের রটনাটাই ঠিক? মুম্বইয়ে বড় কোনও ব্রেক না-পাওয়াতেই নায়িকার এহেন ঘরের টান?



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

হেডস্যার বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন।


তাই সিদ্ধান্ত নিলাম উক্ত পোষ্টখানা ছ্যাপ দিয়া ষ্টিকি না করিলে আজ রাতের আহার গ্রহন করিব না।

মানে রাইতে ভাতই খামু না

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

হালি্ বলেছেন: :-B :-B

২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

পাগলামৃদুল বলেছেন: হেডস্যার বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন।


তাই সিদ্ধান্ত নিলাম উক্ত পোষ্টখানা ছ্যাপ দিয়া ষ্টিকি না করিলে আজ রাতের আহার গ্রহন করিব না।

মানে রাইতে ভাতই খামু না ।

০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

হালি্ বলেছেন: :-P :-P

৩| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মুক্তকণ্ঠ বলেছেন: এইসব বালছাল চুতমারানি পোস্ট না দিলে হয় না?

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

হালি্ বলেছেন: :|| :||

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

ভালোরনি বলেছেন: এ টুটাল বাল্পোস্ট

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

নিষ্‌কর্মা বলেছেন: হেডস্যার বলেছেন:
জনাব/জনাবা,
আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন।


তাই সিদ্ধান্ত নিলাম উক্ত পোষ্টখানা ছ্যাপ দিয়া ষ্টিকি না করিলে আজ রাতের আহার গ্রহন করিব না।

মানে রাইতে ভাতই খামু না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.