নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

ছাগু যুদ্ধাপরাধির সাথে পিগু (পিগ) দুর্ণীতিবাজদের বিরুদ্ধেও কথা বলতে হবে...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

তরুনরা জাতীয় বীরের কাজ করছে, ৭১ এর চেতনায় দেশকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ঘাতকদের শাস্তি কার্যকর করার আন্দোলন অব্যাহত রেখেছে। ছাগুদের কাঠাল পাতা দিয়ে বিতারিত করার চেষ্টা করছে। স্বাধীন দেশের রাজনীতির স্টারটিং পয়েন্ট হতে হবে ১৯৭১, মুক্তিযুদ্ধ। এতে কোন বিরোধ থাকতে পারে না। এটা যারা মানতে পারবে না, তাদের ভিন্ন এক বা একাধিক দেশের প্রতি আনুগত্য আছে, শুধু নেই আমাদের এই রক্তে ভেজা দেশ ও দেশের মাটির প্রতি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই দুর্ণীতির প্রতি দেখাতে হবে 'জিরো টলারেন্স'. আর এ জিরো টলারেন্স মানে জিরো টলারেন্স, সে যেই হোক না কেন। তাই স্বাধীনতার পর থেকে গত চল্লিশ বছরে যারা মিলিয়ন মিলিয়ন ডলার দুর্ণীতি করে আমার সোনার বাংলাকে তামার বাংলা করে রেখেছে, জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ব্যাক্তি, পরিবার, দলের স্বার্থ দেখেছে, দূর্ণীতির পাহাড় গড়েছে তাদের অবশ্যই আখ্যায়িত করা যায় 'পিগু' হিসেবে। পিগু মানে পিগ, শুয়োর। যার কাজ হলো যেখানেই দুর্গন্ধযুক্ত কিছু পায়, দুর্ণীতির গন্ধ পায় সেখানেই ঘোত ঘোত শব্দ করে ঝাপিয়ে পড়ে। তাই শাহবাগের স্মরণকালের ঐতিহাসিক এ গনজাগরনে তরুন বন্ধুদের ৭১ এর ঘাতকদের ফাসির দাবীর সাথে সাথে আমাদের এই 'পিগু' দের বিরুদ্ধেও কথা বলা অব্যাহত রাখতে হবে। পদ্মা সেতু নিয়ে দেশ ও দেশের মানুষের আত্নসম্মান যেভাবে ধুলায় লুটিয়ে দেয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।



৭১ এর ঘাতকদের ফাসির দাবীর সাথে সাথে জাতি এদেরও দৃষ্টান্তমুলক শাস্তি চায়। দেশের প্রতি যদি সরকারের সামান্যতম দরদ থাকে, তবে অবশ্যই পদ্মা সেতু কেলেংকারীর সাথে জড়িত ব্যাক্তিবর্গের বিচার করবেন এবং দেশীয় মুদ্রায় বা বেশী সুদে অন্য দেশের টাকায় পদ্মা সেতু করে জাতিকে বিলিয়ন ডলারের লোনে আবদ্ধ করার আগে অবশ্যই গণভোটের ব্যবস্হা করতে হবে, জনগণের মতামত নিতে হবে। কারন নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভুয়া ভিত্তিপ্রস্তর স্হাপন করে জনগনের চোখে ধুলা দেয়ার যতই চেষ্টা করা হোক, বিভিন্ন অজুহাতে জনগনের দৃষ্টি ভিন্নখাতে দেয়ার কোন খায়েসই পুরন হবে না। দুর্ণীতিবাজ পিগুদের আজ হোক কাল হোক বিচারের কাঠগড়ায় দাড়াতেই হবে। ইতিহাস কাউকেই ক্ষমা করে না, কখনো করে নাই।



জাতীয় স্বার্থ কিভাবে বিসর্জন দেয়া হয়েছে, গুটি কতক ক্রিমিনালের ব্যাক্তি স্বার্থে, ডিটেইলস দেখুন কানাডার বহুল প্রচারিত 'গ্লোব এন্ড মেইল' পত্রিকায়, গত ২২শে ফেব্রুয়ারী, শুক্রবারের সংখ্যায়।



"After the meeting, World Bank investigators allege, two things happened: With the help of a code, Mr. Shah jotted down how much would go to the minister and to a senior bureaucrat as a bribe. SNC then went from being second in contention for the project to first...................The authorities, Mr. Ocampo wrote, “must proceed to investigate irrespective of a person’s political status or possible political ramifications.”



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

হাঁড় = ঘাঁড় বলেছেন: আহেন, নিরামিষ রান্ধি।
সব অনিয়মের অবসান হবে যদি আপনে আমি নিজে ভিত্রে বদলাই।
কিন্তুক এহন কামের কামের লগে দশটা লাগাইলে কোন কামই হইব না।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

আব্দুল হালিম মিয়া বলেছেন: জীবনের, যৌবনের পুরাটা সময় কাটালাম অন্যায়, দুর্ণীতির বিরুদ্ধে সংগ্রাম করে, আন্দোলন করে। যেখানেই থাকি, কষ্ট হলেও নিজে সৎ থেকে অন্যকে উদ্বুদ্ধ করেছি, সংগঠিত করেছি, দুর্ণীতির বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করার জন্য। আর এখন সব ভুলে গিয়ে শুধু ৭১ এর ঘাতকদের বিরুদ্ধে বলব আর এই ফাকে গত চার বছর যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নিজেদের পকেট ভারী করেছেন, লুটপাট করেছেন, তারা শুধু সেগুলো হজমই করে যাবেন তা নয়, আবার ক্ষমতায় এসে লুটপাটের স্বর্গরাজ্য তৈরী করবেন তা হতে পারে না। ৭১ এ মুক্তিবাহিনী যেমন পাকিদের বিরুদ্ধে লড়াই করেছে, তেমনই প্রচুর চোর ডাকাতকেও মেরেছে যেটা আমি নিজে দেখেছি। তাই রাজাকারদের ফাসির দাবীর পাশাপাশি দেশের স্বার্থ বিরোধি যে কোন কাজও রুখে দিতে হবে। যে রাধে সে চুলও বাঁধে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ @হাঁড় = ঘাঁড়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.