নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

স্বচ্ছতা দরকার, গ্রহনযোগ্যতা ইচ্ছে করলেই বাড়ানো যেতে পারে.।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

অবস্হাদৃষ্টে মনে হচ্ছে শাহবাগ তথা তরুনদের আন্দোলন অনেক দিন চলবে। তাদের যুক্তিসংগত দাবীগুলো খুবসহজেই আদায় হয়ে নাও যেতে পারে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন টানাপোড়নের কারনে। তাই আমার মনে হয়, শাহবাগ আন্দোলনকে জনসাধারনের কাছে আরো বেশী গ্রহনযোগ্য করে তোলা প্রয়োজন। আরো ব্যাপক শ্রেনী পেশা, দলমত নির্বিশেষে মানুষের কাছে খুব সহজেই এটাকে এট্রাক্টিভ করে তোলা যায় যদি কিনা কয়েকটি জিনিষ এ মন্চ থেকে ইনক্লুড করা হয়ঃ

১) ধর্ম বিদ্বেষী নাস্তিকদেরকে প্রকাশ্যে নিন্দা জানানো, প্রয়োজনে তাদের নাম উল্লেখ করে শাহবাগের সাথে সংশ্লিষ্ট না রাখার/থাকার ঘোষনা দেয়া

২) যে কোন ধর্মের নামে কুতসা রটনাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্হা নেয়ার দাবী জানানো

৩) জামাতের খুনীদের সাথে সাথে অন্যান্য খুনীদের বিরুদ্ধে কথা বলা। বিশেষ করে অতি সাম্প্রতিক কালের বিশ্বজিত, সাগর-রুনী এবং নারায়নগন্জে তানভীর হত্যার বিরুদ্ধে কথা বলা।

৪) সকল দলের দুর্ণীতির বিরুদ্ধে কথা বলা



আমার ধারনা উপরের কাজগুলো করলে মানুষের কাছে আরো বেশি গ্রহনযোগ্যতা বাড়বে, মৌলবাদীদের মুখ বন্ধ হবে। সমস্যা কমবে। সবচেয়ে আজব হলো, নারায়নগন্জের জাগরন মন্চের নেতার ছেলে তানভীরের হত্যাকান্ডের সাথে সাথে শাহবাগ থেকে ধারনা প্রসুত জামাত-শিবিরকে দোষারোপ করা হলো, অথচ প্রকৃত খুনীর চেহারা যখন বেরিয়ে এসেছে তখন যদি চুপ করে থাকা হয়, তাহলে জনগন এটাকে ভালভাবে নাও নিতে পারে। অর্থাত আমি বলতে চাইছি, শাহবাগ আন্দোলনের একটা স্বচ্ছ ভাবমুর্তি থাকা দরকার। আর তা হলো, জয়বাংলা, নারায়ে তাকবীর, বন্দে মাতরম যে শ্লোগান দিয়েই মানুষ হত্যা করা হোক না কেন তার নিন্দা জানানো। কারন, এ্যাট দ্যা এন্ড, সবার পরিচয় একটাই, তা হলো খুনী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.