![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুদিন আগে চ্যানেল আইতে তৃতীয় মাত্রা দেখছিলাম। একমাত্র অতিথি, বহুল বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মহিউদ্দিন খান আলমগীর। কথা হচ্ছিল এ সময়ের সবচেয়ে গনধিকৃত একটি বিষয় হরতাল নিয়ে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের তৎকালিন বিতর্কিত উপপ্রধানমন্ত্রী জনাব শাহ মোয়াজ্জেম হোসেন যাকে বলতেন 'ভয়তাল'। জনাব ম,খা সাহেব হরতালে যানবাহন পুড়িয়ে, মানুষের গায়ে আগুন দিয়ে হরতাল করে প্রতিবাদ জানানোর বিষয়ে সম্ভবত আমার শোনা এ যাবত কালের সবচেয়ে এবং একমাত্র ভালো কথাটি বললেন। তিনি বললেন, যদি সরকারের কোন কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কোন গাড়ীতে আগুন দিয়ে বা মানুষ পুড়িয়ে করতে হয়ে, তবে অন্যের গাড়ীতে আগুন না দিয়ে বা অন্য মানুষকে না পুড়িয়ে নিজের গাড়িতে বা নিজেকে পুড়িয়ে অন্তত শুরুটা করা দরকার। এ প্রসংগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে নিজের গায়ে আগুন দিয়ে প্রতিবাদ করার উদাহরন টেনে আনেন। খুব চমৎকার এবং যুক্তিসংগত কথা। ফখরুল সাহেব কিংবা জামাত-শিবির যেই হন না কেন এ বিষয়টা ভেবে দেখতে পারেন। কারন বিগত চল্লিশ বছরে এ দেশে হরতালে যাদের গাড়ি পুড়ানো হয়েছে বা যাদের সম্পদ ধংস করা হয়েছে অথবা বাসের মধ্যে গান পাউডার ছিটিয়ে, পেট্রল বোমা নিক্ষেপ করে যাদের হত্যা করা হয়েছে কিংবা নিদেন পক্ষে হরতালের দিনে কোন নিরীহ পথচারী বা বাধ্যতামুলক অফিসগামী ব্যাক্তিকে দিগম্বর করা হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা বা তাদের পরিবারের কেউই পরবর্তি সরকারের হালুয়া, রুটি, লুটপাট, দুর্ণীতির ভাগীদার হন নি। তাহলে তারা কেন বছরের পর বছর ক্ষতিগ্রস্হ হবেন? এখন শুধু ম, খা আলমগীর সাহেব তার বলা এ খাটি কথাটা স্মরণে রাখলে হয়, কারন কিছুদিন পরইতো তাকে বা তাদেরকেই এ মহত ও অনুকরনীয় কাজটি করে দেখানোর সুবর্ণ সুযোগ জনগণ দিবে বলে আশা করা যায়। ইতিহাসতো তাই বলে।
২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
ঢাকাবাসী বলেছেন: ফখরুদ্দিনের মাইনসের মাইর খাওনের পরে সে দুদক চে.ম্যানরে ধরবার লাইগা বহুৎ ট্রাই করসে মাগার তার চুলটাও বেকা করতে পারেনি। সেই রাগটাই এখন পাব্লিকের উপরে ঝাড়তাসে।
৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
আব্দুল হালিম মিয়া বলেছেন: পাষ্ট পারফেক্ট এবং ঢাকাবাসি, আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫০
পাস্ট পারফেক্ট বলেছেন: ম খা'য় হইলো বদমাইশ দূর্নীতিবাজ। ফখরুদ্দিনের আমলে যেই সব কুরাজনীতিকরা আর্মির হাতে বাশ ডলা খাইছিলো, ম খা তার মধ্যে অন্যতম।