নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন দুঃসময় চলছে। এই দুঃসময়ের ধরন দ্রুত পাল্টে যাচ্ছে। এ দুঃসময় মানুষ্য সৃষ্টি, প্রাকৃতিক নয়। এসব মানুষ নামের বদমাইশগুলো বিদেশী প্রভুদের টাকায় লালিত, পালিত। দেশকে ধ্বংসে তাদের রয়েছে নানা রকম পরিকল্পনা, ব্যবহার করছে মারাত্নক সব অস্ত্র। আর এ অস্ত্রের সবচেয়ে ভয়ানকটা হলো গুজব। গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কয়েকদিন আগে পেলাম একটা ভিডিও, যেখানে কিছু মানুষ নামের জানোয়ার জোর করে কয়েকজন মানুষকে পুড়িয়ে মারছে। বলা হলো এটা বার্মায় মুসলিমদেরকে করা হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখি ওটা আসলে আফ্রিকান কোন দেশের ভিডিও, শুনলাম ভুত তাড়াতে অন্ধ বিশ্বাষে ওরা এটা করছে। জানি না, সত্য কিনা। তাড়াতাড়ি ওটা ডিলিট করলাম। এছাড়াও বাংলাদেশের কিছু ভয়ানক, নজিরবিহীন ভিডিও দেখেছি যা অতীতে কখনো দেখিনি, যেটা সত্য ঘটনা, ক্ষমার অযোগ্য অপরাধ। তারপরো বলবো, আসুন আমরা এসব শেয়ার না করি। গুজবে কান না দিই। আগুনে যেন আর ঘি না ঢালি। এতদিন ছিল একপক্ষের, গত দু'দিনে শুরু করেছে অন্যপক্ষ। পক্ষ যেই হোক, দেশ আমার, আপনার সবার। দয়া করে উস্কানিতে কান দিবেন না, উস্কানিমুলক কোন প্রচারে জেনে বা না জেনে অংশ নিবেন না। কারন এ্যাট দ্যা এন্ড, ক্ষতিটা কিন্তু আমাদের দেশেরই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: ফকিরের দেশে দুঃসময় এলে
বড় বাবু কয় , কি মজা , কিমজা
গরিবের ঘরে সস্তা খানা খেলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.