![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে থেকেই ছিল, তবে তা ছিল শুধু রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ। বলছিলাম মিথ্যাচার, কুৎসা রটনা ও গীবতের কথা। ফেব্রুয়ারীর ৫ তারিখের পর থেকে তা ছড়িয়ে গেছে সমাজের সকল শ্রেনীর মানুষের মধ্যে। ব্লগার, আবৃত্তিকার, ছড়াকার, নাট্যকার, সুরকার থেকে শুরু করে মাওলানা, পুরোহিত, নাস্তিক, আস্তিক, ছাত্র, ছিনতাইকারী, সাংবাদিক, লুটেরা, কালো বিড়াল, দেশপ্রেমিক সকলেই যার যার হীন স্বার্থে প্রচন্ড মিথ্যাচার, বুলসিট প্রপাগান্ডা করেই চলেছেন। বোঝাই মুশকিল, কে আসল, কে নকল! কে সঠিক, কে বেঠিক। তবে একথা ঠিক যে, একজন বাংগালী আর একজন বাংগালির বিরুদ্ধে, একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে, একজন হিন্দু আর আর একজন হিন্দুর বিরুদ্ধে যেভাবে কুৎসা রটাচ্ছেন, ভূল তথ্য দিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে সমাজকে, দেশকে ক্ষত বিক্ষত করার চেষ্টা করছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। এমনকি পবিত্র কোরান হাদিসকেও কোট করছেন নিজের বা দলের হীনস্বার্থে, এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে যা চিন্তা করলেও গলা উগরিয়ে বমি চলে আসে!
২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, সুন্দর বলেছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: যারা আল্লাহ মানেনা সেই নাস্তিক
**************************
আল্লাহর হুকুম মানেনা সে শয়তানের দুস্ত
আর যারা ভাল লোক কে অযথা নাস্তিক সাজায় বা মিথ্যা কথা কয়ে
পরিচিত হয় বা স্বার্থ সিদ্ধি তে লিপ্ত থাকে তারা মুনাফেক ।
আর মুনাফেক এর স্থান জাহান্নামের সর্বনিম্নস্তর।
ইসলামী আইন বা ফতুয়া
যে না মানবে সেও ক্ষতিগ্রস্থদের দলভুক্ত ।
মুফতি আল্লামা ডঃ সিরাজ শাহি ছুন্নি আল কাদরি ।