![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনসমর্থন কমার ভয়ে হরতাল প্রত্যাহার বিএনপির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম
প্রথম আলো পাঠকের মন্তব্যসুমহঃ
২০১৩.০৪.১৭ ১০:১২
মনে হচেছ হরতাল দিলেই উনারা খুশি হন। এটা পুরাই উসকানিমুলক কথা।
A.Forkan: ফটিকছড়িতে ব্যপক হত্যাকান্ডের পর জামাত সাংগটনিকভাবে অপরোসতুত তাই B.N.P জামাতের কাছে হরতালের অনুমতি পায় নাই। আপনারা এত কথা না বলে, হেফাজতের অবরোধ মোকাবেলা করার জন্য ১৪ দলকে তৈয়ার করুন।
mahfuza bulbul: আপনারাও বাস্তবতা বুঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন দিন।
Rimi: বাচালতা পরিহার করা উচিৎ।
mahmudul hasan: আপনারা আর দয়া করে মামলা না দিয়ে অদেরকে মুক্তি দিন, তাহলে সবার জননে মংল ।
rakib: এইসব উস্কানিমূলক কথা না বললে আমাদের মন্ত্রীদের রাতে ঘুম হয় না।
২০১৩.০৪.১৭ ১০:৩০ ভাল এইসব রাজনীতিবিদদের মুখে সব শোভা পায়। বি.ন.পি যখন হরতাল দেয় তখন বলেন এক কথা। না দিলে বলে ন আরএক কথা।
Lubaba Rahman: ইনিও দেখি কামরুল, হানিফের মত কথা বলছে, বিএনপি হরতলা দিলেও সমালোচনা না দিলেও সমালোচনা,.....
Mirza Pinku: জনসমর্থন কমার ভয়ে হরতাল প্রত্যাহার বিএনপির: আশরাফ, আপনার মনে হয় মন খারাপ হয়ে গেল ?
Shaheen_Raozan_Chittagong: এই সব উস্কানি মূলক বক্তব্য প্রত্যহার করে দেশ গটনের কাজে নিজেকে অর্পিথ করুন!
২০১৩.০৪.১৭ ১০:৪১ হরতাল গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কথাটা ক্ষমতার বাহিরে গেলে যেন মনে থাকে
২০১৩.০৪.১৭ ১০:৪৪ হরতাল গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কী সুন্দর কথা । ক্ষমতায় থেকে। বাহিরে গেলে আমরা হরতাল করতে বাধ্য হচ্ছি। বড় লাভের জন্য ছোট ক্ষতি মেনে নিতে হবে আরোকত কি .........................
Mahbub: শিরোনামটা অন্য রকম হলেও পারতো, মূল প্রবন্ধের সাথে শিরোনামটা অতিব ব্যামানান।
reaz rabbi: That is the reality of our illiterate and nasty politics .BNP thinking about the alternative of Hartal. and mr. Ashraf is motivating BNP to call hartal .
Akhteruzzaman Kujan: এ ধরনের উসকানি মুলক কথা বলা শুধু আপনার নয় পুরো আওয়ামীলীগের সভাব।
Mimnu Billah: সঠিক কথা বলেছেন সৈয়দ আশরাফ সাহেব ।
হিমেল ৭১৭: আশরাফ সাহেব ! উস্কানি কম দিলে ভাল হত ! আপনরা বর্তমানে একজন আরেকজন কে খুচাখুচি না করলে পেটের ভাত হজম হয় না - সেই কথা সবাই জানে ২০১৩.০৪.১৭ ১০:৫০ আপনারাযে দিনের পর দিন হরতাল অবরোধ করে ছিলেন তখন কী ছিল। ১/১১ আগে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের নাম শুনলেই বা সাংবাদিকদের সামনে দেখলেই মনে হত আবার বুঝি হরতাল অবরোধের ঘোষণা আসছে। কী দুর্ভিসহ ছিল দিনগুলো এখনকার মত ... । আপনা সবদলই এক ক্ষমতাই আপনাদের সব ....
Md. Tofazzal
২০১৩.০৪.১৭ ১০:৫১ সৈয়দ আশরাফুল ইসলামের পরবর্তী মন্তব্য গুলো অনেক চমত্কার কিন্তু শিরনামটা এভাবে দেয়া ঠিক হয়নি। সংবাদপত্রগুলো কেন জানি নেতিবাচক শিরোনাম করতেই পছন্দ করে। তথাপি সৈয়দ আশরাফুলের কাছ থেকে এরকম উসকানিমুলক বক্তৃতা আশা করিনা, কারন এই প্রেক্ষাপটে উনি বিরোধীদলের প্রশংসা করতে পারতেন হরতাল না দেয়ার জন্য। ২০১৩.০৪.১৭ ১০:৫১ আশরাফ সাহেব কি উস্কানি দিয়ে হরতাল নিতে চাচ্ছেন? আমরা এমনিতেই আপনাদের দুই দলের কর্মে বিরক্ত। দয়া করে এসব কথা না বলে কিভাবে সমাধান করা যায় সেটা ভাবুন। জনগন খুব কষ্টে আছে, তাদের একটু মুক্তি দিন আপনারা। ক্ষমতা যা নেওয়ার সব আপনারা ভাগাভাগি করে নেন। তাও আমাদের একটু শান্তিতে থাকতে দিন। ২০১৩.০৪.১৭ ১০:৫৪ জনসমর্থন কমার ভয়ে হরতাল না দিয়ে বাস্তবমুখী হয়েছে।- অত্যন্ত দু:খের বিষয় এমন একটা ভাল খবরেও খোচা মেরে কথা বলা হলো। কবে যে আমরা এর থেকে মু্ক্তি পাব..............................
shofiqul islam: আমাদের দেশের রাজনীতিবীদদের এই একটাই সমস্যা এরা ভালোকে বলতে পারে না। কথা শুনে মনে হচ্ছে হরতাল না দিলে আওয়ামীলীগই সবচেয়ে দুঃখ পায়।
আওলাদ হোসেন: ও আচ্ছা । জানা ছিলনা । জেনে নিলাম ।
Abdullah: সৈয়দ আশরাফ আরও বলেন, মুজিবনগর সরকার এক মাইলফলক। এখান থেকে সবারই অনেক কিছু শেখার রয়েছে—কীভাবে মন্ত্রিসভার মাত্র ছয়জন সদস্য মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একটি জাতিকে স্বাধীন করেছেন।
আর পরবর্তী সরকার এসে কি করেছেন, মুজিব নগরের সংগঠকদের এক ঘরে করে সুবিধাবাদীদেরকে নিয়ে সরকার চালিয়েছিল, যার পরমান তাজউদ্দীনের মন্ত্রিত্ব কেড়ে নেয়া! আওয়ামী লিগের চরিত্র আজো তাই আছে!!
Md. Maynul Islam: হরতাল প্রত্যাহার করায় বি.এন.পি-কে ধন্যবাদ। এবার অন্তর্বর্তীকালীন সরকার পদ্ধতি নিয়ে ভাবুন। গ্রহণযোগ্য রূপরেখা প্রস্তাব করুন। জনগণ শান্তির পক্ষে।
Md. Golam mamun Chy: I hate this man only for today's comment. He just simply thinking his party, not country.
He should thanks to BNP but instead he is encouraging for more strike...Just come in office and see his Bad comment. Lets Hate those leaders, We should come out really from Blind support, We should only Love our Country, our mother lands & our Liberation only.!!
No party, No leaders., Only country.!!! I once again Hate today's Bad Comment by Mr. Ashraf
Shams Shohel: আপনার কাছে অন্ততঃ এমন উস্কানিমুলক মন্তব্য আশা করিনি।
rahman: Mr. Asraf. It seems you are requesting BNP for hartal. Can you please clarify if Hartal is best or 2nd best ??
২০১৩.০৪.১৭ ১১:১৫ দেশে গন্ডগোল না হলে উনা মনে হয় ভাল লাগেনা। সে জন্য খালি উস্কানি দেন। হেফাজত ইসলামী দের বলে লেজ গুটিয়ে চলে গেছে। হরতাল করার জন্য বিএনপিকে দিচ্ছেন উস্কানি। মন্ত্রী মসাই আপনিতো জনগণের টাকায় জনগণের পুলিশ পাহারায় বালোই আছেন । আমাদেরতো পেটের দায়ে ঘর থেক বের হতে হয় আমাদের কথা একটু ভইবেন ...
Lubaba Rahman: উস্কানি মূলক বক্তব্য না দিয়ে মা, মাটি আর মানুষের চাওয়া কেয়ার টেকার সরকার মানুষের মধ্যে ফিড়িয়ে দিয়ে ফেয়ার ইলেকশন দিন, মানুষ মনে রাখবে এবং গণতান্ত্রিক পথে দেশকে চলতে দিন, আর কতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করে দেশটাকে শশান বানাবেন,
২০১৩.০৪.১৭ ১১:২৩ মাননীয় মন্ত্রি হরতাল না দেয়াতে কি আপনি হতাশ? কিন্তু আমরা খুশি।
Shahabuddin Ahmed: মনে হয় বিএনপি হরতাল না দেয়াতে অাপনি মনে কষ্ট পেয়েছেন ! তাহলে কি অাপনারাই চাচ্ছেন বিএনপি হরতাল দিক ?
Kawsar: বাংলাদেশ আওয়ামীলীগই পারে এই ধরনের মন্তব্য করতে। কারণ তাদের রাজনৈতিক চরিত্রটাই এই রকমের হয়ে থাকে।
Mike: উসকানি না দিয়ে নিজের গদি বাচানোর দিকে মন দেন। ওনাদের জনসমর্থন আছে তাই তা বাচানোর চেষ্টা করতেছে। আপনারা তো গায়ের জোড়ে গদি বাচানোর চেষ্টায় আছেন। দেখা যাক কে জিতে।
Aminul Islam: এতদিনে খোলাসা হলো আসলে আওমীলীগই হরতাল চায় যেন দেশটার বারটা বাজে।
SALAM: যে সব লোক হরতাল চায় না ...আশা করি তারা বুজতে পেরেসেন হরতাল কে দিতেসেন 00.
Kawsar: সমাদৃত ব্যক্তি হিসাবে সৈয়দ আশরাফ সাহেবকে আমরা সবাই জানি। তার কাছ থেকে এই ধরনের অবিবেচিত বাক্য মোটেও রাজনিতির জন্য শোভন নয়। আমরা তাহার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য আশা করি।
Shahinur Rahman: আপনাদের জনন আমাদের আ্বামিলিগ করতে লযযা লাগে
Prodip: অাপনি একজন সজ্জন ব্যক্তি, কিন্তু বিএনপি কে ধন্যবাদ না জানিয়ে একটা খোচা মারলেন । পাটকেল না খেলে অামাদের রাজনীতিবিদদের ভাল লাগে না ।
Manowar Hossain: What type of words!!!!!!!!!!
shirin: What a nonsense talking!!! You shouldn't comment like that. It seemed Hartal is needed all the time. If they realize Hartal is not good for people,you should welcome them .Why you try to tease them. Please don't try to tell such a things that will lead them to go to aggressive path.
২০১৩.০৪.১৭ ১১:৫৪ We didn't expect such a cheap statement from you. Please do not forget who you are?
Mahmud Chowdhury Shubhra: জনসমর্থনের কথা বাদ দিয়ে আপনি আপনার উস্কানিমূলক বক্তব্য চালিয়ে যান।
Idris: Immature comments. You should congratulate them and inspire them to stop the strike. Dear Mr. Ashraf, Please do no play with the people. Whatever you are eating, wearing and where are you leaving all are paying by people. Please love them and think to do better for them. Wish same from you..
Afsar Ahmed: শিরোনামটা অন্য রকম হলেও পারতো, মূল প্রবন্ধের সাথে শিরোনামটা অতিব ব্যামানান।
Munadil Fahad: জন সমর্থন কমার ভয়ে যদি বিএনপি হরতাল পরিহার করে তাতে তো আপত্তির কিছু দেখি না। কিন্তু আপনার এসব বক্তব্য আওয়ামিলীগের জনসমর্থন কমার কারণ কিন না তা চিন্তা করুন। দয়া করে নিজের চরকার তেল দিন।
Shahinur Rahman: আপনাদের বক্তববের জননে আপনারা জনসমরথন হারাবেন তা কি ভাবেন নি ?
Shubhro Ahmed: আপনি আপনার দলের একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত স্থানে রয়েছেন। সেখান থেকে কেবল দ্বায়ীত্বপূর্ণ কথাই আসা উচিত। কি দরকার দলকে এবং নিজেকে নিচে নামানোর? মনের কথা মনেই রাখুন। এসব কথা বলে নিজেকে হাল্কা করবেন না। কে যেন লিখেছেন হরতাল গনতান্ত্রিক অধিকার। হ্যা, অধিকার তো বটেই, তবে তা এক সময় ছিল, এখন আর নেই, সস্তা হয়ে গেছে। এখন এটি গনতন্ত্রের ওপর অত্যাচার। যাদের কাজকর্ম নেই, বাপের হোটেলে থাকে, খায় দায় আর ঘুমায়, রাজনীতিকে যারা অর্থ আয়ের পেশা হিসেবে গ্রহণ করেছেন, গঠনমূলক চিন্তা ভাবনা করার ক্ষমতা নেই তাদের কাছে হরতাল হলো প্রতিবাদের এক সহজ উপায়। আজকাল হরতালের আগে এবং হরতালের দিন গাড়ী ভাঙ্গা, গাড়ং পোড়ানো, মানুষ মারা নিত্যনৈমেত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে কেন জানেন? কারন জনগন আর হরতাল চায় না। জনগনকে ভয়ভীতি দেখিয়ে জীবনধারা অচল করার জন্যই এসব জ্বালাও পোড়াও আর মারোর পথ বেছে নেওয়া হচ্ছে। এতে বুদ্ধি লাগে না। খালি কিছু পয়সা লাগে, এইই যা।
sipu ahmed: এটা শুধু উস্কানিমূলক বক্তব্যই নয়, এটা একটা নোংরা কথা ।...
saidur rahman: এদেশের সকলের দাবি তত্ববধায়ক সরকার; এ সরকারকে ভয় পাওয়ার কিছু নেই। আওয়ামী লীগ অনেক ভাল কাজ করেছে; তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগই জিতবে; সে নির্বাচন সকলের কাছে গ্রহনযোগ্যও হবে। বর্তমান সংকটও কেটে যাবে; আমাদের দেশের ১ নং সমস্যা তত্বাবধায়ক সরকার; অন্য কিছুই নয়।
Md. Atauar Rahman: মনে হয় হরতাল দিলেই উনারা খুশি হন। এইসব উস্কানিমূলক কথা না বললে রাতে ঘুম হয় না।
Kiron Ahmed: এ সকল নোংরা কথাবার্তা বাদ দিয়ে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন।
anik: প্রত্যাশা থাকলেও জাতিকে আপনারা হতাশা, নিরাশায় আচ্ছন্ন করে রেখেছেন। জাতি এখন মুক্তি চায়।
Eyaqub: "জনসমর্থন কমার ভয়ে হরতাল প্রত্যাহার বিএনপির": আশরাফ, আমরা দেশের জনগন একটু ভাল থাকলে কি আপনাদের ভাল লাগে না? আপনাদের এ রকম উসকানি মুলক কথা বার্তা কখন বনধ হবে?
Md. Arifur Rahman: নোংরা বক্তব্য। অযথা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধীদলকে না ক্ষেপালে হয় না? এসব কথা পরিহার করে আলোচনা করে জনগনকে শান্তি দিন। জনগন শান্তি চায়।
Fahim Hasan: বিএনপি হরতাল প্রত্যাহার করে নমনীয়তা দেখিয়েছে । আপনাদের উচিৎ এই সব উস্কানি মূলক বক্তব্য না দিয়া আলোচনার ক্ষেত্র তৈরি করার মাধ্যমে আরও একধাপ এগিয়ে যাওয়া। আলোচনার ক্ষেত্র তৈরির মূল দায়িত্ব সরকারের। ২০১৩.০৪.১৭ ১২:৪৬ এটা উসকানিমুলক কথা।
mohmmad ibrahim: মাঝে মাঝে নিজেকে একটা প্রশ্ন করি আজ যদি বি এন পির জায়গায় আওয়ামীলীগ থাকতো তাহলে ওনারা কি চাইত বা কি করতো ? ২০০৭ তো ওনাদের কর্মকান্ড দেখেছি। ভাবতে অবাক লাগে কি করে মানুষ সবকিছু ভুলে যায়। চক্ষু লজ্জা বলে একটা কথা আছে। ক্ষমতায় থাকার এত লোভ কেন দুইটি দলের ? এরা কি একুটু ধৈর্যর পরিচয় দিয়ে এ দেশটার মানুষদের একটু শান্তি দিতে পারেনা। ঘুরে ফিরেতো ওনারাই আসবেন হয়তো কয়দিন আগে কিংবা কয়দিন পরে। আর প্রধান মন্ত্রীর কথা শুনলে মনেহয় ওনার দলের লোকজনই খালি দেশের ঠেকা নিয়ে রেখেছেন। ওনারাই এদেশের একমাত্র চিন্তক বাকীরা সব হাওয়া দিয়ে এসেছেন। ভুল সব ভুল সময় থাকতে সুধরে যান ভালবাসা পাবেন। যে কোন কারনেই হোক আর কোন হরতাল নয় যদি এ পথ বিরোধী দল অনুসরন করেন। আমি নিষ্চিত এ সরকার যতই কলকাঠি নাড়ুক না কেন বিরোধী দলের জয় নিশ্চিত।
ariful islam: The attitude of almost every Al leaders are very heinous against opposition leaders.They think that this country is only for themselves and the people who do not support Al, are Razakar.That's why they always provoke opposition parties so that they can impose emergency and stay in power for long time.
পলি সাহা
২০১৩.০৪.১৭ ১২:৫৫ "বিরোধী দল জনসমর্থন কমার ভয়ে হরতাল না দিয়ে বাস্তবমুখী হয়েছে।"" এটা ভালো কথা।এজন্য তাদেরকে ধন্যবাদ দিতে পারতেন। কিছুটা সৌজন্যমূলক ও সহনশীল আচরন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে।যার ফলে আমরা সাধারন জনগন উপকৃত হব। সরকারী দল ও বিরোধীদলের কাছে এটাই আমাদের চাওয়া।
md.mashiur rahman: Please stop this kind of eresponsible talk to seat in a responsible post.
Morshed Alam: নাহ্ আর থাকতে দিলেন না , আশা করেছিলাম অন্তত কয়েকদিন শান্তিতে থাকব কিন্তু আপনার এই বক্তব্যের পর নিশ্চয়ই বিরোধীদল বসে থাকবে না । ২/১ দিনের মধ্যেই ................
Rimi: বিএনপি ঠিকই বলে - আগে পরিবেশ তারপর আলোচনা। প্রকাশ্যেই আওয়ামী লীগের নেতারা যেভাবে কথা বলেন তাতে সংসদে না জানি কিভাবে তুলোধুনা করেন।
মোহাম্মদ জমির হায়দার বাবলা: দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশাকরি। এ ধরনের উস্কানীমূলক বক্তব্য যে কোন প্রেক্ষাপটে নেতিবাচক ফল বয়ে আনবে।
A. M. M. Mukaddes: জনপ্রিয়তা হারাতে সরকার বিরোধীদলকে হরতাল দিতে বাধ্য করছে। সুতরাং বিরোধীদলের উচিত হরতালকে পরিহার করা। সিংহভাগ জনগন বিরোধীশিবিরের দাবীর সাথে একমত । তবে হরতালের মাধ্যমে সে দাবী আদায়ের সাথে কেউই একমত না। গনসংযোগ, সমাবেশ, জনমত গঠন ইত্যাদির মাধ্যমে দাবী করা উচিত। হরতালের মত এনালগ পদ্ধতিতে ডিজিটাল সরকারের কাছে দাবী আদায় সম্ভব নয়। ডিজিটাল পদ্ধতিতে জনমত গড়ে তুলুন। হরতাল পরিহারে চেতনা গড়ে তুলুন।
MD.AL MOMIN: সৈয়দ আশরাফুল ইসলাম কে বলছি ভাই এই সব উসকানিমুলক কথা বলেন না , তাতে আপনার আমার দেশের সবার শান্তি ,
সবার মঙ্গলের জন্য এই সব পরিহার করন ।
Mohiuddin Maswood: হরতাল প্রত্যাহার করে থাকলে তারা অভিন্দনের কাজ করেছেন তাকে বাঁকা চোখে দেখার মধ্যে রাজনীতির শিষ্টাচার কোথায়? মুজিবনগর সরকার মাত্র ছয়জন দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিলেন, আজ সত্তুরজন মিলে স্বাধীন দেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারছেন না । এ দায় কে নেবে ?নিশ্চয়ই বিরোধীদের মাথার উপর চাপিয়ে দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করা যায় না। রাজনীতির শিষ্টাচারে আস্থা না রাখলে গণতন্ত্রে বিশ্বাস এবং কায়েম থাকা যায়না।
Mamun: মনে হচেছ হরতাল দিলেই উনারা খুশি হন।
জনসমর্থন কমার ভয়ে নয়, আমরা জনগন মনে করি জনসাধারণের স্বার্থেই হরতাল প্রত্যাহার করেছে BNP হরতাল না দেয়ার জন্য বিরোধীদলের প্রশংসা করতে শিখুন.
Ziaul Islam: তাহলে তো আপনারা fair Election এর ব্যবসতা করতে পারেন।
TARIN WAHAB: কিভাবে যে আওয়ামী লীগ এর মত দলের সাধারন সমপাদক হয় !!
shahan: এ লোকটা কি বলে!!!! তাহলেতো আওয়ামিলিগ ইচ্ছা করে বি এন পি নেতাদের আটক করে হরতাল করাচ্ছে।আর আমরা পাবলিকের ষত সমস্যা হচ্ছে।আসলে ক্ষমতায় বসানো আমাদের ভুল হয়েছে।
২০১৩.০৪.১৭ ১৩:৪২ looks they don't like to stabilize the country. Think about general people!!
IQBAL HUSSAIN: The whole world laughs when our politician talks. When these people will learn only god knows.
M. Geasuddin Ahmed: We thank BNP for their good decision. Sayed Ashraful Islam may appreciate BNP. Curtsy cost nothing.
২০১৩.০৪.১৭ ১৩:৪৮ আপনারা কি আরেকটু সিভিলাইজড হতে পারেন না?
shamsul arefin: উসকানিমুলক আচরন .তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন দিন।। তাখন বুজবেন জনগন কাকে vote দেি.
Ahmed
২০১৩.০৪.১৭ ১৪:০০ We didnt expect this kind of statement from you. Plz be respectful on each other.
Muizzur Rahman Robi
২০১৩.০৪.১৭ ১৪:০১ এটা উনার উসকানিমুলক কথা যা থেকে ওনাকে নিরবোধ বলা যায়। তার মানে ওনারা চান দেশ অস্থিতিশীল হোক।
Champak Anthony
২০১৩.০৪.১৭ ১৪:০৪ হরতাল দিলে বলে দেশের সারথে হরতাল দিয়েন না আর প্রত্যাহার করলে খুচানো শুরু হয়ে জায়। ২০১৩.০৪.১৭ ১৪:০৫ যে ব্যাক্তি ীমান্তে ফেলানি হত্যাকে দেশের তেমন গুরুত্বপূর্ণ সমস্যা নয় বলে মন্তব্য করে তার কাছ থেকে আর কি ভাল কিছু আশা করা যায়।
Aminul Ahesan
২০১৩.০৪.১৭ ১৪:০৫ আপনার মন্তব্য সঠিক। তবে তা নেতিবাচকভাবে না করে ইতিবাচকভাবে করলে আপনার নিজের জনপ্রিয়তা বাড়ত।
Mohammad Shah Alam: সৈয়দ আশরাফুল ইসলামের কথায় যতটা হতাশ হয়েছি ততটাই বিপরিত প্রতিক্রিয়া হয়েছে পাঠক মন্তব্য পড়ে। ধন্যবাদ সকল পাঠকবৃন্দদের সচেতন মন্তব্য প্রধানের জন্য সেই সাথে প্রথম অালোকেও মন্তব্যগুলো প্রকাশের জন্য।
JOIYETA ANONDI: উসকানিমুলক কথা কেন বলেন ? আপনি কি চান তারা যেন হরতাল দেয় ?? বাস্তবমুখী হন ....
Sultana: এভাবে না বললে হত না? এখন তো বিএনপি হরতাল দিবেই দিবে।
md.mashiur rahman: Why are you giving this kind of statement?
Alam: নোংরা মন্তব্য।
nazmul: মুখটা বন্ধ রেখে ভদ্রতা বজায় রাখুন।
Mahbubul Hoque: সৈয়দ আশরাফ আরও বলেন, মুজিবনগর সরকার এক মাইলফলক। এখান থেকে সবারই অনেক কিছু শেখার রয়েছে—কীভাবে মন্ত্রিসভার মাত্র ছয়জন সদস্য মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একটি জাতিকে স্বাধীন করেছেন।.......... এখান থেকে আপনারা কি শিখেছেন সেটা আগে বলুন? এত বড় মন্ত্রী সভা নিয়ে আপনারা কোন ঘোড়ার ঘাস কাটলেন তা জনগনকে জানান।
২০১৩.০৪.১৭ ১৫:০৮ এরপর যত হরতাল হবে, ধরে নেব সেটা আপনার উসকানীর জন্যই।
Shunthono: আওমীলীগ ক্ষমতায় না থাকলেও হরতাল দেয়! ক্ষমতায় থাকলেও হরতাল দেয়ার জন্য অনুপ্রেরনা দেয় এবং মাঝে মাঝে নিজেরাই হরতাল/আবরোধ করে!
হেলাল: দয়া করে আর আপনারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না ! আমরা আর হরতাল চাই না। বিএনপিকে ধন্যবাদ তাদের হরতাল প্রত্যাহার করে নেওয়ার জন্য
Md. Ruhul Alam Sharif: জনাব আশরাফ, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি একজন মন্ত্রী, আর এদেশের জনগনের টাকা থেকে আপনাকে বেতন দেয়া হয়, তাই দেশ ও দেশের মানুষের কথা ভাবুন, দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে ব্যাস্ত রাখুন।
Burhan Uddin Ahmed: Oh! our minister, Oh! our political leader. Please say somthing and do some thing to solve the problem of Bangladesh political crisis.
Md.Akter Ali: ব্যক্তিগতভাবে আমি আপনাকে অনেক পচ্ছন্দ করি কিন্তু আপনার মুখে এমন বাজে কথা শুনে খুব কষ্ট পেলাম। আপনার মুখে এমন বাজে কথা মানায় না ।
H.M.Shahadut: উস্কানিমূলক কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কি জনগণের ক্ষতি চান? মনে রাখবেন, এ জনগণই আপনাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছিল।
Faruk Alam: আহারে বেচারার খুব মন খারাপ হয়েছে ।
Habib
২০১৩.০৪.১৭ ১৯:৪৫ ওদের জনসমর্থন আছে তাহলে? এতদিন বলতেন জনগন আপনাদের সাথে।
rahman: I am in 100% and sure that BAL wants to damage the country by such evil act
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: Valo laglo. .