![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবজমিন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বোস্টনে বোমা হামলার পর নিউ ইয়র্ক সিটিতে এক বাংলাদেশী প্রতিহিংসাত্মক হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। ৩০ বছর বয়সী আবদুল্লাহ ফারুক নামের ওই বাংলাদেশী বলেছেন কেবল গায়ের রঙের কারণেই তার ওপর এ ধরনের হামলা করা হয়েছে। ফারুক বলেছেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিউ ইয়র্ক সিটির অ্যাপেলেবি রেস্টুরেন্ট থেকে তিনি সিগারেট খেতে বাইরে বের হওয়ার সময় সেই বারে অবস্থানকারী তিন চারজনের একটি হিসপানিক তরুণের দল তাকে অনুসরণ করে বাইরে আসে। রেস্টুরেন্টের বাইরে এসে তারা ফারুকের মুখোমুখি হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ফারুক নিউ ইয়র্ক পোস্টকে বুধবার বলেছেন, তাদের একজন তাকে জিজ্ঞেস করেছিল তিনি আরব কি-না। জবাবে ফারুক মাথা নাড়িয়ে ছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন আরব হয়েছি তাতে কি হয়েছে। ফারুক বলেছেন, তাদের কথার জবাব দিয়ে রেস্টুরেন্টে ফিরে যাওয়ার সময় তাদের একজন চিৎকার করে বলে ওঠে ও একটা আরব। এই বলেই তারা সবাই ফারুকের মাথা, শরীর লক্ষ্য করে এলোপাতাড়ি পেটাতে থাকে। পেশায় নেটওয়ার্ক প্রকৌশলী ফারুক সোমবারের ওই ঘটনা সম্পর্কে বলেছেন, সারা দিন ব্যস্ত ছিলেন বলে তিনি বোস্টনের বোমা হামলার ব্যাপারে কিছু জানতেন না। ফারুক বলেন, তাকে এক মিনিটের কিছু বেশি সময় ধরে পেটানো হয়েছে। তবে তিনি এতেই কাঁধে বেশ ব্যথা পেয়েছেন। হামলার কারণে তিনি প্রায় অচেতন হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন। পোস্টকে তিনি বলেছেন, সংখ্যায় তারা ভারী ছিল বলে তিনি কেবল আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। বাড়িতে ফিরে তিনি টেলিভিশনের সংবাদের মাধ্যমে পরে বোস্টনের বোমা হামলার বিষয়টি জানতে পারেন। নিউ ইয়র্ক পুলিশের হেডক্রাইম ইউনিট এ হামলার বিষয়টি খতিয়ে দেখছে।
Click This Link
২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১
সত্য কথা বলি বলেছেন: এবার দেখেন , তারা কতটা সাম্প্রদায়িক। বোমা হামলা কে না কে করেছে, তার খবর নেই । অথচ আরব বা মুসলিমরা টার্গেট হয়ে গেলো। তাদের মাতালরা এ ধরনের ঘটনা অহরহ ঘটায়। স্যান্ডি হুকের ঘটনাতো একজন খ্রিস্টানই ঘটিয়েছে , যাতে এই খ্রিস্টান শিশুসহ মোট ২৮ জনকে হত্যা করেছে। উইকিপিডিয়াতে দেখে নেন.....
Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখজনক।