নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

কারন আমার কাছে আমার দেশ বড়, আপনি বা আপনার দল নয়!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৭

দেশের স্বার্থে আপনাকে নিরপেক্ষ থাকতেই হবে, নিরপেক্ষ কথাই বলতে হবে। যখন যে ভালো কথা বলবে, ভালো কাজ করবে তখন তাকে আন্তরিকভাবে সাপোর্ট করতে হবে। খারাপটাকে সাথে সাথে পদদলিত করতে হবে, নিন্দা করতে হবে তা যদি আপনার নিজের দলের বা নেতা নেত্রীর বিরুদ্ধেও হয়। সারা বিশ্বে উন্নতির শিখরে উঠা দেশগুলোর দিকে তাকান। সেখানে কাউকে এ যুগে আর দলের ডান্ডা বেড়ী পড়িয়ে মুখ বন্ধ করে দেয়া বা রাখা যায় না। আমেরিকা, কানাডার রিপাবলিকান, ডেমোক্রেটিক কিংবা লিবারেল বা কনজারভেটিভ পার্টির কথাই ধরুন। প্রচুর উদাহরন আছে দেশের, জাতির স্বার্থে তারা ফ্লোর ক্রসিং করে নিজ দলের বিরুদ্ধে অবস্হান নিয়েছেন, কখনো কখনো দল থেকে বের হয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে বাকী মেয়াদ পার করেছেন। বাংলাদেশে এটা আজ জরুরী হয়ে দাড়িয়েছে। আমি বিশ্বাষ করি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ প্রতিটি দলেই সৎ ও নিষ্ঠাবান মানুষ রয়েছেন। শাহবাগে যেমন আছেন, হেফাজতেও তেমনী আছেন। তাই যারা বলেন, আপনি নিরপেক্ষতার খোলস ছেড়ে বেরিয়ে আসুন, তাদের বলি, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, অতীতে বা বর্তমানে আপনার দল, সরকার কিংবা নেতারা কোন দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যা, খুন, গুম করেন নাই বা করছেন না? যদি বলতে পারেন তা হলে আযান দিয়ে আপনাদের সাথে নেমে পড়বো। কিন্তু যদি না বলতে পারেন, তাহলে আমার 'কালো কে কালো, সাদাকে সাদা বলার' অধিকার নিয়ে টানাটানি করবেন না প্লিজ। কারন আমার কাছে আমার দেশ বড়, আপনি বা আপনার দল নয়!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.