![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শতভাগ নিশ্চিত যে এ ধরনের বড় দুর্ঘটনা আরো ঘটবে। ঘটতেই থাকবে, যতক্ষন পর্যন্ত না সত্যিকার দেশপ্রেমিক, জনদরদী ও জনগণের কাছে 'একাউন্টেবল' সরকার ক্ষমতায় আসবে। কখনও ঘটবে রাজনৈতিক হীন স্বার্থে, কখনো দায়িত্বে অবহেলা, কখনো দুর্নীতি, কখনো ব্লা, ব্লা, ব্লা, ইত্যাদি কারনে। কারন যাই হোক, সচেতন নাগরিক হিসেবে আমরা কি করছি, আমাদের জীবদ্দশায় কি কিছুই করার নেই শুধু ঐসব অভিশপ্ত নেতা, লোভী ব্যবসায়ী, অসৎ সরকারী কর্মচারীদের গালি দেয়া ছাড়া?
এখন আমরা যারা এসব মর্মান্তিক, হ্রদয় বিদারক ঘটনা বছরের পর বছর, যুগের পর যুগ দেখেই চলেছি আর নিরবে চোখের পানি ফেলছি, চলুন যে যেখানে আছি সবাই কিছু না কিছু করার চেষ্টা করি। জাতির দুঃসময়ে বাংগালী যে অসাধ্য সাধন করতে পারে সেটা আমরা বহুবার প্রমানও করেছি। এবারও হাজার হাজার মানুষ স্ব স্ব অবস্হান থেকে দুর্গতদের প্রাণান্তকর সাহায্য করে চলেছেন। তাই চলুন বিশেষ করে যারা প্রবাসে আছেন, চলুন একটা কাজ করি। কথায় কথায় বলি ওরা আমাদের বৈদেশিক মুদ্রার প্রধান অবলম্বন। অথচ তাদের জীবনের নিরাপত্তায় সরকার সামান্যতম পদক্ষেপটুকু নিচ্ছেন না। তাই বলছি, দেশের স্বার্থে ওদেরকে বাচাতে হবে। আর তার জন্য দরকার প্রতিটি গার্মেন্টসে 'ওয়ার্ক প্লেস সেইফটি' কমপ্লায়ান্স শতভাগ নিশ্চিত করা। সরকার ও তার দোসর মালিকেরা সেটা করেন না, কোন দিন করবেনও না। কারন অতি লোভ। তাহলে আমরা কি বিভিন্ন দেশের 'বায়ার' যারা আছেন, তাদের সাথে এ বিষয়ে আলোচনা কিংবা জনমতের মাধ্যমে যে কোন ভাবে একটা প্রেসার ক্রিয়েট করতে পারি না যাতে তারা যে কোন গার্মেন্টস এর প্রোডাক্ট কেনার আগে তার শতভাগ 'ওয়ার্ক প্লেস সেইফটি' কমপ্লায়েন্স আছে কিনা দেখে নিতে বাধ্য হন? বলে রাখা ভালো, এটা কিন্তু তাদর নিজেদের দেশে পুরোপুরি কার্যকর আছে, তাহলে গরীবের দেশে সেগুলো তারা দেখবে না কেন? এ বিষয়ে যারা কাজ করতে চান, বা আগ্রহীদের মতামত দেবার অনুরোধ রাখছি। সরকারের কাজটা এখন আমাদেরকেই করতে হবে, বসে থাকার সময় নেই। মানুষের জীবন বাচানো 'ফরজে কেফায়া' হয়ে দাড়িয়েছে।
©somewhere in net ltd.