নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

ছলেমানের গল্প.....................

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৬

অন্যের ঘাড়ে কাঠাল ভেংগে খাওয়ার অভ্যাস আমাদের নুতন না।

৭১ এর যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের প্রহসনের ও পাতানো রায়ের প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবীতে স্বতস্ফুর্তভাবে গড়ে উঠা স্মরণকালের ঐতিহাসিক শাহবাগ গণজাগরণকে একটা বিশেষ দল যেমন নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অপপ্রয়াস চালিয়েছে, নিজেদের চার বছরের অপকর্মকে চাপা দিতে সর্বাত্নক চেষ্টা করেছে, ঠিক তেমনী অপর একটা দল বিগত চারটি বছর সংসদ বর্জন করে, একের পর এক হরতাল, নৈরাজ্য করে, দিনের পর দিন রাষ্ট্রীয় ও জনগণের ব্যাক্তিগত সম্পত্তি ধ্বংস করেও যখন সরকারের চুলগাছও হেলাতে পারলেন না, ঠিক তখনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের ঘাড়ে চেপে তাদেরকে বিভ্রান্ত করে সরকার পতনের বিপদজনক খেলা খেলতে গিয়ে তাদের নেতৃত্বের ও দলের চরম দেউলিয়াপনা দেখে, সেইসাথে দেশে ও দেশের বাইরে কিছু অর্বাচীনদের দায়িত্বহীন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও 'গায়ে মানে না আপনি মোড়ল' টাইপের মন্তব্য দেখে ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল।



আমাদের ছোট্ট শহরে সপ্তাহে দুদিন হাট বসতো। শনি ও বুধবার। হাটের দিন এলেই ছলেমান নামে একজন ফুটপাতের ঔষধ বিক্রেতা গান গেয়ে 'মজমা' জমাতেন বটগাছের নীচে। প্রত্যন্ত অন্চল থেকে হাট করতে আসা গ্রামের লোকজন 'ধামা' কাধে নিয়ে কিছুক্ষণ দাড়িয়ে ছলেমানের গান শুনতেন। তারপর যখন মানুষের ভীড় বেড়ে যেত সে হটাৎ গান বন্ধ করে বর্তমানের টিভি অনুষ্ঠানের মাঝে যে রকম কমার্শিয়াল বিরতি নিয়ে বলা হয় 'আমাদের সংগেই থাকুন, ফিরে আসছি....' সে রকমভাবে ঔষধ বিক্রি শুরু করতেন, বলতেন এখুনি গানে ফিরে আসবেন। ফিরে আর আসতেন না। তো এরকম কিছুদিন চলার পরে জনগণ বিষয়টা টের পেয়ে গেল। এরপর হাটের দিনে যতই সে গান গাওয়ার চেষ্টা করে মানুষ আর ভীড় করে না। একদিন সে খুব হতাশ হয়ে কয়েকজন দ্রুত হেটে যাওয়া হাটের লোকজনকে বেরিকেড দিলেন, প্রশ্ন করলেন, কি রে ভাই তোমাদের কি হয়েছে যে আমার গান শুনতে আর দাড়াচ্ছ না? হাটের সাধারন মানুষ, বেশি প্যাচ জানে না, তারা শুধু জবাব দিল, ভাইরে, আমাদের সময় নাই, আমরা হাট করতে থাকি, তুমি আমাদের পিছ পিছ গাইতে গাইতে আসো! সম্ভবত, খুব তাড়াতাড়ি এমন দিন আসবে, যখন নেতা নেত্রীরা মাইকের সামনে দাড়াবে, বক্তব্য দেবার চেষ্টা করবে, কিন্তু দর্শক থাকবে না, শ্রোতা থাকবে না, হাততালি, শ্লোগান দেবার মানুষ থাকবে না। ফুটপাত ধরে হেটে যাওয়া মানুষকে প্রশ্ন করলে বলবে, ভাই সময় নাই, আমি কাজে যাইতেছি, খুব জরুরী আর জ্বালাময়ী কিছু থাকলে, আমি হাটতে থাকি আর আপনি আমার পিছু পিছু চিল্লাইতে চিল্লাইতে আহেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.