নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

"যারা নলেজ শেয়ার করেন না, তাদের মুখে 'রেইন অব ফায়ার' নিক্ষেপ করা হবে"।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:২০

ডাউন টাউন টরন্টোর মসজিদে জুম্মার নামায সাধারনত মিস করি না। অফিস থেকে পায়ে হাটা ডিসট্যান্স। গত দু'বছরে এ অফিসটাতে আসার পর সম্ভবত দু'দিন মিস হয়েছে। ওখানে মাঝে মাঝে আমাদের টরন্টোর সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আহমেদ হোসেন সহ পরিচিত দু'একজনের সাথে দেখা হয়ে যায়। তো টরন্টো মসজিদের বেশ কয়েকজন ইমাম আছেন খুব ভালো বলেন। সাধারনত নামায শেষ করেই চলে আসতে হয় অফিসের কাজে। ইমাম সাহেবদের সাথে কথা বলা হয় না। যখন সৌদিতে একসাথে বেশ কয়েকজন বাংগালীর শিরচ্ছেদ করা হলো তখন খুব মেজাজটা বিগড়ে ছিল। তখন একবার একজন ইমাম সাহেবের সাথে কথা বলেছিলাম, ওনাকে আমার খুব পছন্দ। উনার বক্তব্য যতটুকু বুঝতে পেরেছিলাম, তাতে যারা শিরচ্ছেদের বিষয়ে পবিত্র কোরান শরীফকে রেফারেন্স হিসেবে আনেন তারা একমত হবেন না। যাহোক সেটা এক ভিন্ন আলোচনা।

আজকের জুম্মা নামাযের খুতবার অন্যতম একটা পয়েন্ট ছিল এরকমঃ 'যে বা যারা নলেজ শেয়ার করেন না, তাদের মুখে 'রেইন অব ফায়ার' নিক্ষেপ করা হবে। আর এক্ষেত্রে বেষ্ট নলেজ হলো 'হাদিসের নলেজ'। সুতরাং নলেজ শেয়ার করতে হবে, চুপ করে থাকলে হবে না। তবে অবশ্যই ভুল নলেজ না কিংবা কোন কিছুর অপব্যাখা নয়। সঠিক নলেজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মংগল করুন। আমিন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.