নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

নাইলে এসব ঘটনা কেমনে এখনো ঘটে?

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২

নরসিংদীর এক বোন, সবে সংসার জীবন শুরু করেছিলেন, টগবগে তরুনী প্রসব বেদনা নিয়ে দু'দিন আগে ভর্তি হয়েছিলেন এক নরপিশাচ লোভী ভুয়া ডাক্তারের ক্লিনিকে। ঔষধের দোকানে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা নিয়ে ঐ বদমাইশ ভুয়া ডাক্তারের এপ্রোন পরে শুধুমাত্র নখকাটার ব্লেড দিয়ে, কোন রকম এনেসথিসিয়া বা অজ্ঞান না করে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে। ফলে কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে বাচ্চাটা মারা যায়, আর দীর্ঘক্ষণ অচেতন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পরেন প্রসুতি। প্রশ্ন হলো, এ ধরনের মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটে কি করে, উত্তর হলো, আইনের শাষনের অভাবে। যে দেশে ভুয়া লাইসেন্স নিয়ে লক্ষ লক্ষ ড্রাইভার প্রতিদিন হাজারো মৃত্যুদানব বাস ট্রাক নিয়ে রাস্তায় অপেক্ষা করেন সাধারন মানুষের জান কবচ করার জন্য, আর তার পৃষ্ঠপোষক শ্রমিক নেতা কাম মন্ত্রীকে আমরা সংবর্ধনা দিয়ে বেড়াই সে দেশে আইনের শাষনের বদলে যুগের পর যুগ চলবে চামচার শাষন এতে অবাক হবার কি আছে? তবে অবাক হই যখন দেখি এটা নিয়ে কোন হইচই হয় না, ফেসবুকে স্টাটাস, পত্রিকায় হেডলাইন, রাস্তায় মানব বন্ধন হয় না, টকশোতে দাপাদাপি হয় না, কারন এটাতো রাজনৈতিক ঘটনা নয়। এখানে কারো পলিটিক্যাল গেইন, লসের ব্যাপার নাই। আল্লামা শফি, গোলাম মওলা রনি, সুরন্জিত বাবু, আবুল হোসেনের বিষয় হলে না হয় ভিন্ন কথা হতো। শাহবাগে গণজাগরণ হতো না হলে মতিঝিলে ইসলামী গণজাগরন হতো।



বাংলাদেশের সকল সরকার ধান্দাবাজ সরকার, তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন হলো ক্যামনে ক্ষমতায় যাওয়া যায় আর ক্যামনে ক্ষমতায় থাকা যায়। জনগনরে কিছু মূলা দেখিয়ে পথচলা আর লুটপাট অব্যাহত রাখা। নাইলে এসব ঘটনা কেমনে এখনো ঘটে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২০

লেখাজোকা শামীম বলেছেন: অতি সত্যি কথা বলেছেন। কিন্তু ধানের শীষ আর নৌকায় ভোট দেয়া বন্ধ না করলে এগুলো বন্ধ হবে না।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২২

আব্দুল হালিম মিয়া বলেছেন: শতভাগ সত্য বলেছেন আপনিও, ধন্যবাদ লেখাজোকা শামীম।

২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৩

স্পেলবাইন্ডার বলেছেন: ভাই, এসব শুনলে ক্ষোভে দুখে রাগে গা জ্বলে নিজের অক্ষমতায়...

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২০

আব্দুল হালিম মিয়া বলেছেন: আমরা সবাই দলকানা, কেউ দেশকানা নই। কি আর করা! থ্যাংকস ব্রাদার, স্পেলবাইন্ডার।

৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

খইকাঁটা বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: অতি সত্যি কথা বলেছেন। কিন্তু ধানের শীষ আর নৌকায় ভোট দেয়া বন্ধ না করলে এগুলো বন্ধ হবে না।
........................
ও ভাই তাহলে আপনার পরামর্শ কি? আমরা কি দাড়িপাল্লায় দেব নাকি ফিরে লাঙ্গলের কাছে চলে যাব?

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৫

আব্দুল হালিম মিয়া বলেছেন: বিষয়টা হলো বিগত চল্লিশ বছর ধরে জনগনের প্রকৃত সমস্যাগুলোর কোন সমাধান না করে গতানুগতিক কাজ করে লুটপাট অব্যাহত রেখেছে এইসব দলগুলো। যে কোন সভ্যতার প্রথম শর্ত হলো দেশে মামা,চাচা, খালু, আব্বা, আম্মা নির্বিশেষে আইনের শাষন কায়েম করা। সেটা করতে হলে 'ব্যাক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ'কে প্রাধান্য দিতে হবে। আর সেটা করতে হলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরিন গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ পরিবারতন্ত্রকে কবর দিতে হবে। যখন এটা সম্ভব হবে তখনই দলগুলো প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠবে, সে দলের প্রতীক আম, জাম, কলা, কাঠাল, নৌকা, ধানের শীষ কিংবা লাঙল যাই হোক না কেন! এ বিষয়গুলো যতক্ষণ এনসিওর করা না যাবে, ততক্ষণ জনগনকে স্হানীয়ভাবে বিচার বিবেচনা করে ভোট দেয়া উচিত, কোন বিশেষ প্রতীক দেখে নয়। যেখানে ভালো প্রার্থী না পাওয়া যাবে সেখানে ব্যালটের পরিবর্তে 'ব্লেড' ফালানো যেতে পারে অর্থাৎ না ভোট দেয়া যেতে পারে। ১৯৯০ সালে একবার সিলেটের মানুষ প্রতিবাদসরূপ উপজেলা চেয়ারম্যান হিসেবে একজন পাগলকে নির্বাচিত করেছিল। প্রধান দলগুলোর প্রার্থীদেরকে বর্জন করেছিল। কোনভাবেই গত বারের পরীক্ষিত ও প্রমানিত দূর্ণীতিবাজকে শুধুমাত্র বিশেষ প্রতীকের কারনে ভোট দেয়া উচিত নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.