![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু কথা লিখতে গিয়ে শরীরটা রাগে কাপতে থাকে। চোখ ভিজে যায়! দেশে থাকতে সভা সমিতি, আড্ডায় কথা বলতাম, শত শত লোকের সমস্যা সমাধান করতে না পারলেও শুনতে চেষ্টা করতাম, সমস্যার মধ্যে থাকতে থাকতে গা সওয়া হয়ে গেছিল বোধ হয়। আর এ প্রবাসে সে সুযোগ নেই বললেই চলে, মাঝে মাঝে দুধের সাধ ঘোলে মেটাতে হয়। তাই ফেসবুক/ব্লগে লিখে নিজেকে কিছুটা হালকা করার চেষ্টা! যে কথা লিখতে গিয়ে এ ভুমিকা সেটা পড়তে প্লিজ নীচের লিংক ক্লিক করুন। একটা সরকার পাচটি বছর পার করে দিল কিন্তু সেই ভয়াবহ ২১ আগষ্টের গ্রেনেড হামলার মামলাটিও শেষ করে যেতে পারলো না। ঘাতকদের শাস্তিতো দুরের কথা! এর চেয়ে দুঃখজনক ব্যার্থতা আর কি হতে পারে! আমি জানি এরকম অনুভূতি স্বামী, সন্তান, মা, বাবা হারা প্রতিটা পরিবারেই একই রকম, তবুও এটা পড়ুন এবং রাজনীতির উর্ধে উঠে একটু ভাবুন প্লীজঃ
‘দুপুরের খাবার টেবিলে ইলিশ মাছ, বেগুন ভাজি আর ডাল ছিল। কিন্তু কাঁটা বাছতে সময় লাগবে বলে সে মাছ খেল না। বলল, নেত্রীর সভা আছে। এখনই যেতে হবে। রাতে এসে খাব। কিন্তু আর সে ফিরে আসেনি। এখন আর আমি মাছ খেতে পারি না।’
কথাগুলো বলেই কাঁদতে শুরু করেন শামীমা আক্তার। তাঁর স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল মাহবুবুর রশীদ ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সেই থেকে দুই ছেলেকে নিয়ে শুরু হয় শামীমার নতুন সংগ্রাম।
Click This Link
২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
আব্দুল হালিম মিয়া বলেছেন: দুঃখজনক!
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২০
আহলান বলেছেন: দেশ আর দেশ নাই ...