নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

রাজাকার, জামাতের তকমা দেয়া শুরু হইছে, এবার ইউনুস সাহেব সেটা টেনে দেখুক, কেমন ঠ্যাকে!

২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩১

ড. মুহাম্মদ ইউনুস ১/১১ এর সময়ে নাকি দল গঠন করতে চেয়েছিল, দুই নেত্রীকে মাইনাস করতে চেয়েছিলেন! সে কথা যদি সত্য হয় তাহলেতো দুই নেত্রীরই তার উপর ক্ষ্যাপা থাকার কথা। অথচ আমরা দেখছি এক নেত্রী তার উপর এমন ক্ষ্যাপা খেপলেন যে তাকে ঠেলতে ঠেলতে দেয়ালে নিয়ে ঠেকালেন যেখান থেকে ইউনুস সাহেবের সামনে এগুনো ছাড়া আর কোন পথ রাখলেন না। সুতরাং যা হবার তাই। বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী মানুষটা যিনি কিনা ১/১১ এর সুযোগ নিয়েও রাজনৈতিক দল গঠনে ভয় পেলেন সেই তিনিই কিনা এখন আওয়ামী লীগের মত একটা বৃহত্তম রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে বাধ্য হচ্ছেন। নীট লাভ খালেদা জিয়ার। কলা খাচ্ছেন গাছ না লাগিয়েই। বলিহারি শেখ হাসিনার রাজনৈতিক দুরদর্শিতা। আর তার কট্টর সমর্থকেরা আশা করেছিলেন ইউনুস সাহেবকে যতই অপমান অপদস্হ এ সরকার করুক না কেন তারপরও তিনি হয় চুপ থাকবেন না হলে লজ্জা শরমের মাথা খেয়ে হলেও এ সরকারকেই সমর্থন দিয়ে যাবেন। এই তামাশার আশা যখন পুরন হলো না, তাইলে কি? ইউনুস সাহেবও রাজাকার। ছোটবেলার গল্পটা আবার মনে পড়ে। এক লোক মাথায় করে কি যেন নিয়ে হাটের দিকে যাচ্ছিল। একজন কাপড় বিক্রেতা তাকে দেখে জিজ্ঞেস করলো, এই যে তোমার মাথায় কি? লোকটা বললো, পান। সাথে সাথে প্রশ্নকারী বলে উঠলো, 'মলে দেব, দুই কান।' এতে করে পান ওয়ালা খুব অপমানবোধ করলো। বললো, তা তোমার কাধে কি? কাপড়, জবাব দিল প্রথম ব্যাক্তি। পান ওয়ালা বললো, তোমার কাধে চড়িয়ে দিলাম একখান ঢেকি। কাপড়ওয়ালা বললো, মিললো না তো! পান ওয়ালার উত্তর, মিলুক আর না মিলুক, টেনে দেখো গে! তো রাজাকার, জামাতের তকমা দেয়া শুরু হইছে, এবার ইউনুস সাহেব সেটা টেনে দেখুক, কেমন ঠ্যাকে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

সরদার হারুন বলেছেন: ভাই আপনার মতামতের জন্য নয় শুধুমাএ ভাসাটা একু সংজত করলে আপনাকে একাধিক ধন্যাদ দিতাম। আপনাকে ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪

আব্দুল হালিম মিয়া বলেছেন: সরদার হারুন ভাই, আমি সত্য কথাগুলো একটু তীর্যকভাবে বলেছি মাত্র। কিন্তু অসংযত কোন ভাষা ব্যবহার করেছি বলে মনে হয় না। ভাল থাকবেন। ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯

হ্যারিয়ার টু বলেছেন:
দুই নেত্রীকে জেলে ঢুকিয়ে ১-১১ নায়কদের বিপুল সহযোগিতা নিয়ে রাজনৈতিক দল গঠন করলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর্মি বিরোধী বিক্ষোবে ভয় পেয়ে পিছিয়ে আসেন।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

আব্দুল হালিম মিয়া বলেছেন: অনেক কারনের মধ্যে এটিও একটা কারন হতে পারে! ধন্যবাদ, হ্যারিয়ার টু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.