![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডক্টর ইউনুস নাকি কখনো জাতীয় স্মৃতিসৌধে যান নি। বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে টুংঙ্গিপাড়ায় যান নি, যুদ্ধাপরাধির বিচার নিয়েও কথা বলেন নি, জানালেন আওয়ামী লীগ নেতা মোঃ নাসিম।
বিষয়টা খুব গুরুতর অভিযোগ বলে আমি মনে করি। বিশেষত যদি তিনি কখনো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে না গিয়ে থাকেন। কারন বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর যার যা কিছু অর্জন সবকিছুর পিছনেই স্বাধীনতা যুদ্ধের শহীদদের অবদান রয়েছে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যা কিছু নিয়েই কথা বলি না কেন, ঐ একটা জায়গাই আমাদেরকে দিতে পারে জাতীয় ঐক্যমত সৃষ্টির ভিত্তি। এটা নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে তিনি সত্য সত্যই পাকিস্তানে হিজরত করতে পারেন। শ্রদ্ধার সাথে, সন্মানের সাথে, বিনয়ের সাথে বলবো, প্রফেসর ইউনুস যদি না যেয়ে থাকেন, প্লীজ, প্লীজ এখনই জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সন্মান জানিয়ে আসুন। বিকজ, ইট ইজ অলওয়েজ বেটার লেইট দ্যান নেভার। আর যদি গিয়ে থাকেন, তাহলে নাসিম সাহেবের কথার প্রতিবাদ করুন। তা না হলে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষের কাছে ভুল সিগনাল যাবে।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
আব্দুল হালিম মিয়া বলেছেন: "কারন বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর যার যা কিছু অর্জন সবকিছুর পিছনেই স্বাধীনতা যুদ্ধের শহীদদের অবদান রয়েছে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যা কিছু নিয়েই কথা বলি না কেন, ঐ একটা জায়গাই আমাদেরকে দিতে পারে জাতীয় ঐক্যমত সৃষ্টির ভিত্তি। এটা নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে তিনি সত্য সত্যই পাকিস্তানে হিজরত করতে পারেন।"
উপরের কথায় ওটা বলেছি, অর্থাৎ, স্বাধীনতার প্রশ্নে বলেছি, জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার প্রশ্নে ওটা বলি নি বা 'মিন' করি নি। আমিও জানি বাংলাদেশের কোটি কোটি মানুষ জাতীয় স্মৃতিসৌধে কখনো যায় নি। তবে ইউনুস সাহেবের মত মানুষদের যেতে হয়। বিশেষ করে তিনি যখন রাজনৈতিক কথাবার্তা বলা শুরু করেছেন, এখন ওনাকে নিয়ে অনেকে অনেক কথা বলবেন, উনাকে প্রচন্ডরকম বিতর্কিত করার চেষ্টা করবেন যেটা আমি বা আমরা কামনা করি না। ধন্যবাদ, ভোরের সূর্য।
২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
ননদালীনাজ বলেছেন: "মিয়া" ভাই- এত মোটা মাথা নিয়া রাতে ঘুমান ক্যামনে?
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭
নিকষ বলেছেন: Click This Link
ডেইলি স্টারের এই ছবিটা আর নিউজটাই বলে যে ইউনুস জাতীয় স্মৃতিসৌধে গেছে। ২০০৬ সালে কথা।
মিথ্যা কথা আওয়ামীলীগের রক্তেই আছে।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫
আব্দুল হালিম মিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, নিকষ আপনাকে লিংকটা শেয়ার করার জন্য। আমি এটা ফেসবুকেও শেয়ার করছি। প্রফেসর ইউনুসের উচিত নাসিমের বক্তব্যের প্রতিবাদ করা। ভাল থাকবেন।
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৬
ভোরের সূর্য বলেছেন: Thanks @নিকষ।এই ছবিটা নাসিমের মুখে ছুড়ে মারেন।
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
তিক্তভাষী বলেছেন: @ লেখকঃ আওয়ামী লীগের এ টু জেড ভন্ডে ভর্তি। ওদের কথায় নেচে উঠবেন না। বরং ওদের বিপরীতে দাঁড়াবেন, দেখবেন সেটাই সত্যিকার অবস্থান।
২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১
আব্দুল হালিম মিয়া বলেছেন: আমি চেষ্টা করি ন্যায় ও সত্যের পথে অবিচল থাকতে, সত্যানুন্ধান করতে, প্রতিদিন, প্রতিক্ষণ। আমার বাকী পোষ্টগুলো ও ফেসবুকের একাউন্ট দেখলে বুঝতে পারবেন। কারো কথায় নেচে উঠার মানুষ না আমি। তবে এতবড় অসত্য তথ্য জাতিকে বলার জন্য নাসিম সাহেবের উচিত এখন রাজনীতি থেকে অবসর নেয়া। আর জনগনের উচিত এদের বয়কট করা।
৬| ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৯
এই আমি সেই আমি বলেছেন: কিন্তু ইদানীং দেখুন উনি কাদের সাথে। চিনি চুরা জাফরের সাথে
এরশাদের গৃহ পালিত বিরোধী দলের নেতা রব এর সাথে
জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের মেগা শিকার গামছার সাথে
নেড়ি কুত্তার মালিক শফিক রেহমানের সাথে ।
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭
আব্দুল হালিম মিয়া বলেছেন: তিনটা সরকারকেই মানুষ দেখলো। জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ। যে দিন যায় সেটা ভালই যায়। জাপার লুটেরারা কবেই ফেল মেরেছে বিএনপির লুটেরাদের কাছে। আর বিএনপির লুটেরারা এবার সেকেন্ড টাইম ফেল মারলো আওয়ামী লুটেরাদের কাছে। সুতরাং এই সব ছবি দেখিয়ে কাজ হবে না। বরং কে কোন দল করে সেটা না দেখে ভাল মানুষ সে যেখানেই থাকুক না কেন তাকে সাপোর্ট দিতে হবে। এছাড়া ইউনুস সাহেবকে বাধ্য করেছে আওয়ামী লীগ এসব রাজনৈতিক ব্যাক্তিদের সাপোর্ট নিতে। সামনে আরো অনেক সারপ্রাইজ রয়েছে। @ এই আমি সেই আমি
৭| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
মো ঃ আবু সাঈদ বলেছেন: এই আমি সেই আমি -তো??
আর আওমিলীগ এই পারতো উনা আরো কাছে যেতে....
এইটা লীগের ব্যার্থতা,জাতি হিসাবে আমরা র্দুভাগা উনা মত লোকদের দেশের কাজে লাগাতে পারি নাই।
আমি যদিও উনার সুদের কারবারের সর্মথক না ।
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১০
আব্দুল হালিম মিয়া বলেছেন: আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে বাধ্য করেছে এই অবস্হানে আসতে।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২
ভোরের সূর্য বলেছেন: ভাই এটা আপনি কি বললেন?বাংলাদেশের কোটি কোটি মানুষ জাতীয় স্মৃতিসৌধে যান নি তার মানে কি তারা দেশ কে ভালবাসেনা বা জাতীয় স্মৃতিসৌধকে সম্মান করেনা?তার মানে কি পাকিস্তানে হিজরত করতে হবে?আর জাতীয় স্মৃতিসৌধে না যাওয়া কি এতই গুরুতর অভিযোগ? যদি তাই হয় তাহলে তো বাংলাদেশের কয়েক কোটি মানুষ বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করা যায়।আর জাতীয় স্মৃতিসৌধে না গেলে কি দেশ কে ভালবাসা যায়না?ঠিক আছে,আপনি অনুরোধ করতে পারেন ড:ইউনুস কে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার জন্য কিন্তু জাতীয় স্মৃতিসৌধে না যাওয়া খুব গুরুতর অভিযোগ এবং পাকিস্তানে হিজরত করার কথা বলতে পারেন না।