নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

কিছু কঠিন সত্য ................

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

দুঃখজনক হলেও কিছু কঠিন সত্য বলতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে বারবার সম্পুর্ন পারিবারিক ও ব্যাক্তি স্বার্থে সংবিধানকে কাটাছেড়া করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। বলাই বাহুল্য, এটা করা হয়েছে, ক্ষমতাকে চিরস্হায়ীভাবে ভোগ করার জন্য। আর তার বলি হয়েছে, হাজার হাজার বোকা সাধারন মানুষ, দলীয় কর্মী। সংক্ষেপে তিনটি উদাহরন দেয়া যায়, ১) ১৯৭৫ সালে সকল দলকে বিলুপ্ত করে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠা করা ২) ২০০৬ সালে, প্রথমে দলীয় আজ্ঞাবহ বিচারপতি হাসানকে ত্বত্তাবধায়ক প্রধান করার চেষ্টা, পরে ততোধিক আজ্ঞাবহ ইয়াজউদ্দীনকে ত্বত্তাবধায়ক প্রধান করা ৩) সর্বশেষ, ২০০৯ সালে ত্বত্তাবধায়ক প্রথা তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্হা করা। পাঠক, একটু খেয়াল করে দেখুন, শুধু এ কয়েকটি কারনেই বিগত বছরগুলোতে যত হরতাল, যত ভাংচুর, যত হত্যাকান্ড হয়েছে কি-না! আর সেগুলোর সংখ্যাটা একটু যাচাই করে দেখুন। সামরিক শাষকেরাও তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দান করতে সংবিধান কাটাছেড়া করেছেন, সেটার জন্যও প্রাণহানীর সংখ্যা নেহায়েত কম নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.