![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ এ যারা দেশমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, হত্যা লুন্ঠন তথা পাকিস্তানি হায়েনাদেরকে সহযোগীতা করেছিল, তাদেরকে আমরা রাজাকার বলি। যদিও রাজাকার, আলবদর নামক কিছু বাহিনী গঠন করে তারা এগুলো করেছিল, তথাপি আজ মীরজাফরের ন্যায় রাজাকারও একটা ঘৃনিত গালিতে পরিনত হয়েছে। চল্লিশ বছর পর হলেও সেই রাজাকার আলবদরদের বিচার শুরু হয়েছে, যদিও স্বাধীনতার পরপরই যাদের এই বিচার শুরু ও শেষ করার কথা ছিল তারা সেটা করতে পারেনি, এখন আবার তারাই একাজটা করছে, তারপরও সেটাকে বাহবা দিতেই হবে। শুধু তাই না, আমরা চাই এই বিচার কাজটা পরবর্তী সরকারও অব্যাহত রাখবে, তবে, এই সরকার আগামী তিন চারমাসের মধ্যেই আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্তদের সাজা কার্যকর করবে বলে আশা করি। ঝুলিয়ে রেখে রাজনৈতিক ফায়দা লুটবে না।
এখন দেখুন, যারা ৭১ এ দেশের বিরোধিতা করলো তারা দেশের শত্রু সন্দেহ নেই। তাহলে বিগত চল্লিশ বছর যারা প্রমানিত দুর্ণীতিবাজ, হত্যাকারী, কালোবাজারি, দেশের টাকা বিদেশে পাচার করে, জাতীয় স্বার্থকে নিজের ও পরিবারের স্বার্থে জলান্জলি দেয় তারা তাহলে কি? তারাওতো রাজাকার। এখন যারা মনে করেন, অন্যায়ের বিরুদ্ধে বললে মানুষ ভোট দিবে না, গনবিচ্ছিন্ন হয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য অত্যন্ত পরিস্কার। লুটেরা বণিক গোষ্ঠি কোটি কোটি টাকা লুট পাট করে 'ভাত ছিটালে কাকের অভাব হয় না' নীতি নিয়ে ভোট পান, আর সৎ ও দেশপ্রেমিক নাগরিকেরা টাকার অভাবে সংসার চালাতে হিমশিম খান। তো, আপনি যুগের পর যুগ জেনে শুনেও লুটেরাদেরকে দলীয় তকমা দিয়ে, বিএনপি, আওয়ামী লীগের নামে বিভক্তি টেনে বংশংবদ গোলামী করতে পারেন, কিন্তু আমি কেন করবো। আমিতো জানি, সৎ মানুষের একটা ভোটের দাম এক কোটি। অসৎ লোকের দশকোটি ভোটের উপর আমি বিষ্ঠা মারি। তো এগুলো নিজস্ব চয়েসের ব্যাপার। এমনতো না যে, 'সতি কেন বাশতলা, এইবারই পেরথম!' তারা বারবার দুর্ণীতি করবে, বারবার খুন গুম রাহাজানি করবে, কানাডা আমেরিকায় অবৈধ টাকায় মিলিয়ন ডলারের বাড়ী করবে রাতারাতি, আর আমি আপনি ২০/২৫ বছর সৎভাবে চাকুরী করেও একটা এপার্টমেন্টের মালিকও হতে পারবো না, তারপরও ওইসব দুর্ণীতিবাজদের জন্য এয়ারপোর্টে যাবো, কে কার আগে ফুল দিয়ে ধন্য হবো, এসব গোলামীতো সবাই করতে পারে না। তাই একজন মান্না, কিংবা ডক্টর কামাল কয়টা ভোট পেল না পেল অন্তত আমার কাছে তার কানাকড়িও মূল্য নেই। আমি দেখবো তারা মাঠে আছেন কি না, সত্য কথাটা বলছেন কিনা! দ্যাটস ইট। জয় বাংলাদেশ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, ভোরের সূর্য।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আর এ যুগে যারা জনগনের স্বাধিণতা নস্ট করছে তারা? ধর্ষনকারী, ডাকাত, ঘুষখোর এরা কি রাজাকারের মত ঘৃনিত না ? তাদের কি বিচার হবে না ?
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
আব্দুল হালিম মিয়া বলেছেন: সেটাই বলেছি। তারাও রাজাকার। একদিন ঠিকই বিচার হবে। ধন্যবাদ, সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
আলাপচারী বলেছেন: জানি না আপনার বয়স কতো। জানিনা এই দ্রোহ ধরে রাখতে পারবেন কিনা।
তবে স্যালুট।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
আব্দুল হালিম মিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আলাপচারী।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
বাবু ইসলাম বলেছেন: জানি তাদের বিচার হবে না,কারন তারা সবাই এই রতম,প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতি করে,দেশ প্রেমের জন্য না,ক্ষমতার জন্য। আপনাকে সালাম জানাই।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭
বাবু ইসলাম বলেছেন: বলেছেন: জানি তাদের বিচার হবে না,কারন তারা সবাই এই রকম,প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতি করে,দেশ প্রেমের জন্য না,ক্ষমতার জন্য। আপনাকে সালাম জানাই।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
আব্দুল হালিম মিয়া বলেছেন: আপনাকেও সালাম ভাই বাবু ইসলাম। ক্ষমতাই সব, কারন ক্ষমতা পেলে কাজ কাম না করেও 'পয়সা' উপার্জন করা যায়, রাতারাতি ফকিন্নি থেকে বাদশাহ হওয়া যায়।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯
মধুর বাণী বলেছেন: অনেক ভালো লাগলো ভাই লেখাটা পড়ে। সত্যিই আমাদের একটা ভোট এক কোটি ভোটের চেয়ে দামি। তাই ভোটটার সঠিক মূল্যায়ন করবো ইনশাল্লাহ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯
আব্দুল হালিম মিয়া বলেছেন: সহস্র ধন্যবাদ আপনাকে, মধুর বাণী।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫
ভোরের সূর্য বলেছেন: সহমত। আর ধন্যবাদ জয় বাংলাদেশ বলার জন্য। কারন এই দেশটি যেমন আমরা যারা বাংলায় কথা বলি তাদের,ঠিক তেমনি যারা চাকমা,মারমা ভাষায় কথা বলে তাদেরও।
বাঙালী বলতে আমি যেমন গর্ববোধ করি তার চেয়েও আরও বেশি গর্ববোধ করি যখন বলি আমি বাংলাদেশি।