নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রফেসর ইউনুস, জনাব এরশাদ, বি চৌধুরী এবং ডক্টর কামালকে বলছি, মনে রাখবেন মোষ্ট প্রোব্যবলি, এটাই আপনাদের জীবনের শেষ সুযোগ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

ভারতের জনগন কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক দুর্বৃত্তপনা, দূর্ণীতি ও কুশাষন থেকে মুক্তি খুঁজতে যেয়ে কয়েকবার সুযোগ দিয়েছে তৃতীয় রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে। যে কারনেই আমার প্রিয় নেতা বিশ্বনাথ প্রতাপ সিংহ (ভিপি সিংহ), চন্দ্রশেখর, আই কে গুজরাল ও দেবগৌড়াকে কয়েকবার সুযোগ দিয়েছিল। বাংলাদেশের জনগনকেও সে সুযোগটা দেবার একটা সুযোগ এবার এসেছে বলেই প্রতীয়মান হয়। নির্ভর করছে রাজনৈতিক কুশীলবদের উপর তারা সেটা সঠিকভাবে জনগনের পাতে তুলে দিতে পারবেন কিনা! চট্টগ্রামের লালদীঘি থেকে শুরু হলো। শুরুটা ভালভাবেই করেছেন সিপাহশালার, ডাকসুর দুইবারের ভিপি জনাব মাহামুদুর রহমান মান্না, গনতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরোওয়ার্দীর যোগ্য উত্তরাধিকারি ডক্টর কামাল হোসেনকে নিয়ে। যার প্রতিফলন দেখা গেল বরিশালের অশ্বিনী কুমার মাঠে। উপস্হিত হলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, বঙ্গ শার্দুল কাদের সিদ্দিকি, স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসু ভিপি আ স ম আব্দুর রব সহ আরো অনেকেই। এবার আশা করি, পরবর্তী কোন জনসভায় উনাদের সাথে যোগ হবেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনুস। না, না, ভ্রু কুচকাবেন না! একদা স্বৈরাচার, স্বৈরাচার করতে যিনি মুখে ফেনা তুলতেন, সেই প্রিয় ইনু ভাই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুতরাং সমস্যা নেই। সকল সংকীর্নতা ঝেড়ে ফেলে উনারা যদি সত্যিই একসাথে একটা মোর্চা করে নির্বাচন পর্যন্ত যেতে পারেন, তাহলে কে জানে, বাংলাদেশের ইতিহাসে দ্বিদলীয় রাহাজানি, দুর্বৃত্তপনার পরিবর্তে জনগন এবারই পেতে পারে একটা তৃতীয় গনতান্ত্রিক শক্তির সরকার। হোক না সেটা মাত্র নয় কিংবা ছয় মাসের! দীর্ঘদিনের একটা একঘেয়েমি থেকেতো মুক্তি পাওয়া যাবে! প্রফেসর ইউনুস, জনাব এরশাদ, বি চৌধুরী এবং ডক্টর কামালকে বলছি, মনে রাখবেন মোষ্ট প্রোব্যবলি, এটাই আপনাদের জীবনের শেষ সুযোগ। আপনাদের জন্যেতো বটেই, দেশের জন্যেও। জয় বাংলাদেশ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

ডাঃ নাসির বলেছেন: বিশ্ব সুদের প্রবর্তকে তৃতীয় শক্তির রাজনীতি থেকে বাদ রাখলেই জনগণের কাছে গ্রহণ যোগ্যতা পাবে নতুবা অন্যান্যরাও পস্তাবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

আব্দুল হালিম মিয়া বলেছেন: বিশ্ব সুদের প্রবর্তক! কে ইউনুস সাহেব? একমত হতে পারলাম না!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০

লেখাজোকা শামীম বলেছেন: ভোটের মাধ্যমে তৃতীয় শক্তি কখনই বাংলাদেশে ক্ষমতায় আসবে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

আব্দুল হালিম মিয়া বলেছেন: বলাও যায় না।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হাহাহাহ ভালো বলেছেন ভাই আপনি

এই দেশের ৭০ ভাগ মানুষ বলবে- এরা কারা ভাই,নাম শুনেছি শুনেছি মনে হয়।মার্কা কোনটা ধান নাকি নৌকা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

আব্দুল হালিম মিয়া বলেছেন: ভালই বলেছেন। তবে কষ্ট করতে হবে, যেতে হবে মানুষের কাছে। কারন এবার, ইনকেইছ যদি ত্বত্তাবধায়কের অধীনে নির্বাচন না হয়, তাহলে হিসাবটা কি হবে বলা যায় না। কারন, কারচুপি করেও পার পাওয়া যাবে না।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

হাসির মানুষ বলেছেন: বিশ্লেষন-

মাহমুদুর রহমান মান্না- চরম ধান্দাবাজ। কালকে হাসিনা কোন সিট থেকে নমিনেশন দিক। লেজ নাড়াতে নাড়াতে হাসিনার আচল তলে চলে যাবে। পরিক্ষীত। ঢাকা সিটি ইলেকশনের যখন রব উঠছিল তখন। উনি নাগরিক দল থেকে পদত্যাগ করেছিলেন।

কামাল হোসেন- নাক উচা। উনি কোনদিন সাধারন জনগনের সাথে মেশেন নাই। সারাজীবনে এসি রুমে গোল টেবিল বৈঠক করে পার করে দিলেন। জনগন এসি চেনে না। চেনে কোন নেতা নেত্রি তাদের গায়ের ঘাম নাকে নেবে। এব্যাপারে হাসিনা- খালেদা পরীক্ষিত। তারা জনগনের সাথে মেশে। ডাকাত হলেও।

বি চৌধুরী- হালুয়া রুটি পায় নাই বইলা লীগ খারাপ হয়ে গেছে। দুই মুখা সাপ।

কাদের সিদ্দীকি- বাঘডাশ। খালি ঘেউ ঘেউই করে। ১৮ দলীয় জোটে যায় নাই জামাত আছে বলে। আবার জামাতের মির কাশেমের টিভিতে উপস্থাপনা করে। সব টাকার খেলা।

আসম রব- এই ব্যাটা জানি কেডা???? দীলিপ বড়ুয়া টাইপের কোন জামানত লস্ট নেতা নাকি???

ড ইউনুস- যশোরে দাওয়াত থাকল লেখকরে। সুদখোরের হিলারী গ্রাম ঘুরিয়ে দেখাব। সুদখোর হারামী সুজলা সুফলা সহজ সরল মানুষের একটা গ্রামকে ভিক্ষুকের গ্রাম বানায়া দিছে। বিশ্বে সম্ভবত এটাই একমাত্র গ্রাম যেখানে সবাই ভিক্ষুক।

এরশাদ- বাংলাদেশের একমাত্র রাজনৈতিক বেশ্যা। পাবলিক বেশ্যাদের ভোগ করে বাট বউ করে ঘরে তোলে নাহ।

কাজেই এদের দ্বারা তৈরি দল দিলীপ বড়ুয়ার দলের মতো ভোটপাবে। নিশ্চিত থাকেন। পাবলিক পালসটা বোঝার চেষ্টা করেন। দূবৃর্ত্ত হলেও হাসিনা খালেদাই বেস্ট ফর বাংলাদেশ। ৯০ এ এরশাদের পতনের পর এত হানাহানির মধ্যেও এই দুই মহিলার উভয় সরকার দেশকে অনেক আগাইছে। যারা এইগুলা চোখে দেখেননা তারা টিনের চশমা পরে আছেন। দেশে ভুইফোড় অনেক আগাছা বামদল আছে। নতুন করে আগাছার জন্ম দিয়েননা। জ্বালাই বাড়বে তাতে..।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

আব্দুল হালিম মিয়া বলেছেন: নেতাদের সম্পর্কে আপনার বিশ্লেষন আংশিক সত্য, পুরোটা নয়। আর হাসিনা, খালেদার বিষয়ে যেটা বলেছেন সেটার সাথে আমি একমত নই। পরিবারতন্ত্রের নামে তারা দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যেটা গনতন্ত্রের সাথে যায় না। তারা দু'জন ৯০এ তিন জোটের আন্দোলনের সময় যখন এরশাদের বিরুদ্ধে যে সব অভিযোগ করেছিলেন সেগুলোর কয়েকগুন বেশী দুর্ণীতি, মানুষ খুন গুম করেছেন গত কয়েক বছরে। সুতরাং তারা বড় স্বৈরাচার কোন সন্দেহ নাই। এখন যদি স্বৈরাচারকে গনতন্ত্র বলে আনন্দ পান তাতে কোন আপত্তি নেই। তবে আম গাছরে আম গাছ বলাই ভাল, ওটাকে যতই জাম গাছ বলেন কিংবা ঐ গাছের গায়ের সাতে জাম গাছের ট্যাগ লাগাইয়া দেন সেটা জামই ফলাবে, আম নয়।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬

ভোরের সূর্য বলেছেন: @হাসির মানুষ নেতাদের নামে যা বলেছেন সবগুলো একসাথে মিশিয়ে যে প্যাকেজ বের হবে সেটাই হচ্ছে খালেদা আর হাসিনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫

আব্দুল হালিম মিয়া বলেছেন: চমৎকার বলেছেন, ভোরের সূর্য।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭

এই আমি সেই আমি বলেছেন: উনারা বইসা নাই । ফন্দি আটতাছে । এবার ২ বছর নয়। কিভাবে ২০ বছর নিদেন পক্ষে কমছে কম ১০ বছর ক্ষমতায় থাকা যায় । মিরপুরের ইউনুস কুঠিতে দৈনিক শলা পরামর্শ চলছে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

আব্দুল হালিম মিয়া বলেছেন: সেটা বাংলাদেশে কখনই সম্ভব না। তবে সে রকম কিছু ঘটলে তার জন্য দুই পরিবারের দুই নেত্রীই দায়ী হবেন।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩২

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শুধু মাত্র ইউনুস ব্যতিত যেই ক্ষমতায় আসুক সমস্যা নেই, সব শিয়ালের এক রা।এরা খেতে খেতে ছিটকে পরা খাবার খেয়ে জনগন বেঁচে থাকবে কোন রকম,দেশ বদলে না গেলেও বন্যায় ভেসে যাবেনা কিন্তু ইউনুসের মত রাজাকার ক্ষমতায় আসলে ১৬ কোটি মানুষের কপালে চরম দুঃখ আছে।

ইউনুস এই দেশের কেউনা,সে হলো দালাল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

আব্দুল হালিম মিয়া বলেছেন: মানুষ পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি চায় সেটার ব্যবস্হা করাই বর্তমান মুহুর্তের প্রধান করনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.