![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'বিএনপি ধরেই নিয়েছে যে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে সক্ষম হবে। কিন্তু এটা ধরেছেন কিনা জানি না যে গত পাঁচ বছরে তারা আওয়ামী লীগের সাথে যে আচরন করেছেন সে আচরনের জবাব আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে কি ভয়ংকর পরিমানে ফিরিয়ে দিবে! ফলাফল, যেই লাউ সেই তরকারী, খেসারত দিবে নিরীহ পাবলিক। তাহলে বিএনপির যদি এতটুকুও জনগনের প্রতি দরদ থেকে থাকে একজন সচেতন নাগরিক হিসেবে আশা করবো যে আওয়ামী লীগের সাথে যদি তাদের কোন ভাবে নির্বাচন বিষয়ক সমঝোতা হয়েই যায়, একই সাথে যেন তারা আগামীতে যেই সরকার পরিচালনায় আসুক না কেন, সরকার ও বিরোধী দল মিলে দেশটাকে কিভাবে পরিচালনা করবেন, বিশেষ করে দলমত নির্বিশেষে দেশে আইনের শাষন কায়েমসহ প্রধান প্রধান জাতীয় ইস্যুতে একমত হওয়া যায় কিনা, সে বিষয়গুলোর মীমাংসা করে নিবেন। সুশীল সমাজকেও এব্যাপারে এখুনি মুখ খুলতে হবে। না হলে যারা এখন আশায় বুক বাধছেন যে সরকার পরিবর্তন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সে গুড়ে কিন্তু বালিই বেশী পাওয়া যাবে। কষ্ট করে গোয়ালন্দের পদ্মার চরে গিয়ে বালি খুজতে হবে না!
©somewhere in net ltd.