নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি বিদ্রোহী, তবে রণক্লান্ত নই!

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

আমি বিদ্রোহী, তবে রণক্লান্ত নই!

সেই দিন হবো ক্ষান্ত,

যেদিন আমার বাংলায়

চালু হবে আইনের শাষন,

সকলের জন্যই তা সমানভাবে প্রয়োগ হবে।

সকলে মানে কারা?

রাষ্ট্রপতি, ভিখারী, প্রধানমন্ত্রী আর রাস্তার ফুল কিংবা বই বিক্রেতা

বিরোধী দলীয় নেতা অথবা কুড়িগ্রামের ফুলবানু, কদে, সবুরা

হাইকোর্টের বিচারপতি কিংবা বেকার ভবঘুরে!

রমনা, লালবাগ কিংবা প্রত্যন্ত অন্চলের ডাকসাইটে পুলিশ অফিসার

এইসব 'সকলে'!

অন্যায় করলে সকলেরই দুহাত পিছনে নিয়ে

হ্যান্ডকাফ লাগিয়ে কোর্টে নেয়া হবে,

সিদ্ধান্তগুলো সেখানেই হবে, জামিন হবে কি হবে না!

কারো চোখের ইশারায় নয়, নয় কোন নুতন কচকচে নোটের

মাতাল করা গন্ধে!

দূর্ণীতি, খুন গুম কিংবা সিচকে পকেট মারা,

কোন কিছুতেই আর হাইকোর্ট থেকে

অগ্রিম জামিন নেয়ার দরকার হবে না।

দোতলা, তিনতলা রাস্তার চকচকে উদ্বোধনে

আমি বিভ্রান্ত নই,

বরং আমি প্রচন্ডরকম ভীত, না জানি কখন যেন সমুলে খসে পড়ে

নিরীহ পথচারীর উপর, ঘটে যায় কোন এক পরিবারের সলিল সমাধি!

চকচকে, ভারত থেকে সদ্য আমদানী করা বাস কিংবা ট্রাক দেখে আমি পুলকিত নই,

কারন 'ট্রেনিং বিহীন' গরু ছাগল চেনা ড্রাইভারদেরকে আমার বড্ড ভয়,

কখন কার যে 'তারেক-মিশুক' এর পরিনতি হয়!

তাই আমি চিরকাল বিদ্রোহী, রণক্লান্ত নই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ভাই মাথা ঠিক করেন!! এইটা বাংলাদেশ!!! আল্লায় চালাইলে চলে না চালাইলে শ্যাষ... :P

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

আব্দুল হালিম মিয়া বলেছেন: বুঝতে পারছি, তবে ভালো কিছু কল্পনা করতেও ভাল লাগে! ধন্যবাদ, খালিদ সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.