![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষাট ঘন্টার হরতালে ১৭ জন মানুষের প্রাণহানি। এই প্রাণগুলো শুধু দুইজন মহারাণী ইচ্ছে করলেই সেইভ করতে পারতেন। জেনেশুনেই তারা এগুলোর বলিদান করলেন। এখন উনাদের উচিত ১৭ টা লাশের পোষ্টমোর্টেমের সময় একটা পাত্রে ওদের রক্ত জমিয়ে রাখা। তারপর দুই মহারানীর কেউ না কেউ যেদিন নুতন সরকারের প্রধান হবেন, যেদিন তাদের নুতন সরকারের অভিষেক হবে, প্রথম যখন 'পা' বাড়িয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাবেন তখন ঐ ১৭জন মানুষের রক্তের বাটিতে পা'টা চুবিয়ে নিবেন। তারপর সাদা ধবধবে সফেদ কার্পেটের উপর এক পা দু পা করে ওদের রক্তের ছোপ ছোপ পদচিহ্নের আলপনা একে একে সিংহাসনের দিকে এগিয়ে যাবেন............আর চারপাশে অসহায়ের মত ১৭জন আত্মাহুতি দেয়া মানুষের পরিবার পরিজন করুন কণ্ঠে গেয়ে উঠবেন ওদের ক্ষমতার হলি খেলার জয়গান, বাজাবেন জোরছে হাততালি!
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
নূর আদনান বলেছেন: