![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিপিবিকে কেন ভালো লাগে? কেন মুজাহিদুল ইসলাম সেলিম ও মন্জুরুল আহসান খানকে ভালো লাগে? কারন এই সিপিবি আর সেই সিপিবি এক নয়। মুজাহিদুল ইসলাম সেলিম আর মন্জুরুল আহসান খান আমার চোখে অন্যতম সেরা, দেশপ্রমিক ও সত রাজনীতিক। বিগত এক যুগ ধরে সেটা পর্যবেক্ষন করছি। সংক্ষেপে দু একটা উদাহরন দেই। প্রথমতঃ উনারা দেশের রাজনীতির 'আপদ ও বিপদ' কে নিরপেক্ষভাবে চিহ্নিত করতে পেরেছেন ও যথারীতি সমান দুরুত্ব বজায় রাখছেন। ভন্ড রাজনীতির স্বার্থে দেশের স্বার্থকে জলান্জলি দেন না ও দায়িত্বহীন বক্তব্য দেন না। যে মুহুর্তে কিছু অর্বাচীন, প্রতারক ও দায়িত্বহীন পলিটিশিয়ান কথায় কথায় দেশকে জংগীবাদি ও সন্ত্রাসীদের আখড়া বলে বিশ্ব সন্ত্রাসের মোড়ল সাম্রাজ্যবাদি শক্তির কৃপা লাভ করতে মরিয়া, প্রকারান্তরে এসব বলে তাদেরকে নো ভিসা সিল দিয়ে অগ্রিম ইনভাইটেশন দিয়ে রাখছে, নিজেদের আভ্যন্তরীন সমস্যা সমাধানের মোড়লগিরি ওদেরকে বন্ধক রাখছে সে মুহুর্তে তারা মৌলবাদ, জংগীবাদ বিরোধিতা করতে গিয়ে ভুলে যান না যে এ মুহুর্তে বিশ্বে একটা বিশেষ ধর্মকে, সম্প্রদায়কে ঐ সাম্রাজ্যবাদী মোড়লেরা টার্গেট করেছে সন্ত্রাসী বা 'ওয়ার এগেইনেস্ট টেরোরিজম' এর নামে মধ্যপ্রাচ্যের তেল ও সম্পদ দখলের জন্য। যার প্রমান ইরাক, লিবিয়া, মিসর, সিরিয়া ইত্যাদি। সুতরাং সত্যিকার মৌলবাদ ও জংগীবাদ বিরোধিতা যেন কখনই ঐ দুস্কৃতিকারীদের স্বার্থ হাসিলের হাতিয়ার হয়ে না যায় সে দিকটা তারা খেয়াল রেখেছেন চৌকষ রাজনীতিকের মতই। ২০০১ এর ৯/১১ এর পরে যখন সারা বিশ্বে ঐ সাম্রাজ্যবাদি দুস্কৃতিকারীর ভাষায় 'হয় তুমি আমার পক্ষে না হয় বিপক্ষে' ধুয়া তুলে আতন্ক সৃষ্টি করে, এমন কি বাংলাদেশেও কোন ইসলামিক নামধারী রাজনীতিকেরাও সাহস করে নি, সেই মুহুর্তে সিপিবির তৎকালীন সভাপতি মন্জুরুল আহসান খান ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমই সর্বপ্রথম ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঐ বিশ্বভন্ডদের মুখোশ খুলে দেয়, সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানায় সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নামে একটা বিশেষ ধর্মকে, সম্প্রদায়কে টার্গেট করার বিরুদ্ধে। সেই থেকে শুরু........আজও তাদের প্রতিটি কাজ ও প্রতিটি কথা দেশের সত্যিকার সিপাহসালারের মতই। সর্বশেষ তারা নিরপেক্ষভাবে চেষ্টা করছেন ভন্ডদের তৈরী করা দেশের এ কৃত্রিম সংকট নিরসনের। তাদের সফলতা কামনার পাশাপাশি আশা করি দেশের ভন্ড রাজনীতিকে শুদ্ধ করতে তাদের তরবারী চলতেই থাকবে মীরজাফরদের বিরুদ্ধে। জয় বাংলাদেশ।
২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
বোধহীন স্বপ্ন বলেছেন: ভাই আপনার সাথে দুটো কথা বলতে ইচ্ছে হল বলেই লগ ইন করলাম । ব্যাক্তিগতভাবে বামপন্থীদের প্রতি আমার সিম্পেথি আছে । তারা বাংলাদেশে এ পর্যন্ত খুব একটা সাফল্য দেখাতে পারেনি । এই বিশেষ সময়টাতে বাম রাজনীতি বলতে মনে হয় শুধু সিপিবি/বাসদকেই বোঝায়, বাকি সবাই ভোগবাদীদের দলে মিলিয়ে গিয়ে আপন স্বত্ত্বাই হারিয়ে ফেলেছে । আমার মনে হয় সিপিবি/বাসদ দেশের সত্যিকার রাজনৈতিক তৃতীয় শক্তি হতে পারত । অন্তত আমি সাপোর্ট করতাম, আর কেউ না আসুক । এটা হয়তো নিছক রাজনৈতিক আবেগ, কে জানে? দলটার মাঠ পর্যায়ে আরো বেশি সক্রিয় হওয়া উচিত্ । বড় একটা স্টেপ নেয়া দরকার । একেবারে শুন্য তো নয়, তাদের অঙ্গসংগঠনও আছে । যাইহোক, এটা নেতারা আছেন উনারা হয়তো ভালো বুঝবেন ।
মীরজাফরদের বিরুদ্ধে তাদের লড়াই চলুক । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:২১
বোধহীন স্বপ্ন বলেছেন: ভাই আপনার সাথে দুটো কথা বলতে ইচ্ছে হল বলেই লগ ইন করলাম । ব্যাক্তিগতভাবে বামপন্থীদের প্রতি আমার সিম্পেথি আছে । তারা বাংলাদেশে এ পর্যন্ত খুব একটা সাফল্য দেখাতে পারেনি । এই বিশেষ সময়টাতে বাম রাজনীতি বলতে মনে হয় শুধু সিপিবি/বাসদকেই বোঝায়, বাকি সবাই ভোগবাদীদের দলে মিলিয়ে গিয়ে আপন স্বত্ত্বাই হারিয়ে ফেলেছে । আমার মনে হয় সিপিবি/বাসদ দেশের সত্যিকার রাজনৈতিক তৃতীয় শক্তি হতে পারত । অন্তত আমি সাপোর্ট করতাম, আর কেউ না আসুক । এটা হয়তো নিছক রাজনৈতিক আবেগ, কে জানে? দলটার মাঠ পর্যায়ে আরো বেশি সক্রিয় হওয়া উচিত্ । বড় একটা স্টেপ নেয়া দরকার । একেবারে শুন্য তো নয়, তাদের অঙ্গসংগঠনও আছে । যাইহোক, এটা নেতারা আছেন উনারা হয়তো ভালো বুঝবেন ।
মীরজাফরদের বিরুদ্ধে তাদের লড়াই চলুক । ধন্যবাদ ।