নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

ভাবুন এবং ভাবতে থাকুন।

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

দেশের এ সংকটময় সময়ে দেশের মানুষ কম বেশি সকলেই চিন্তিত। তবে একটু বেশীই চিন্তিত একটা চিহ্নিত মহল। যারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, খাদ্যে বিষ মিশিয়ে কোটি কোটি টাকার মুনাফা অর্জন করে আর বড় অংকের চাদা ঠাদা দিয়ে প্রভাবশালী মহলের মূখ বন্ধ রাখে। তারা বার বার আতংকের সাথে বলছেন, আর যাই হোক তৃতীয় শক্তিকে ক্ষমতায় দেখতে চান না। আর এদিকে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, এবার আর ১/১১ নয়, ২/২২ হতে পারে! প্রশ্ন হলো, ভেজাল ব্যবসায়ীরা যে কারনে আতংকিত, যে কারনে (ভয়ে) তৃতীয় শক্তিকে চান না, ক্ষমতার লড়াইয়ে দেশের প্রথম ও দ্বিতীয় শক্তিকে কেন তারা সেই একই কারনে ভয় পান না? বিবেকবান সকলের কাছে এ প্রশ্নটার উত্তর খুজে দেখার অনুরোধ রইলো।



ফুটনোটঃ খাদ্যে ভেজাল দেয়া আর একসাথে লক্ষ লক্ষ লোককে হত্যা করা সমান কথা। তাহলে, একজনকে হত্যা করলে যদি ফাসি বা মৃত্যুদন্ড হয়, মিলিয়ন মিলিয়ন মানুষকে তিলে তিলে হত্যা করলে তাদের কতবার ফাসি হওয়া উচিত? ভাবুন এবং ভাবতে থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.