নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

ভন্ডদেরকে নিন্দা জানানোর ভাষাও নেই।

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামানের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। কারন তিনি ফেসবুকে কোন এক নেতা নেত্রী বা তাদের পরিবারের বিরুদ্ধে কি সব কুৎসা রটিয়েছিলেন। বেশ ভালো কথা। তাহলে, বিগত কয়েক দশক ধরে, নিদেন পক্ষে বিগত পাঁচ বছর যারা জনসভা, সেমিনার, সিম্পোজিয়ামের নামে নেতা নেত্রীদের একে অপরের চৌদ্দ গোষ্ঠির যে পিন্ডি এত দিন চটকালেন তাদের কি হবে??? আন্ডাও হবে না। এই যে স্ববিরোধিতা এটাকেই বলে গনতন্ত্রের নামে ভন্ডামি। একই দেশে আইনের দুই রকম কু-ব্যবহার। এ কারনেই দেশে আগামী দিনেও কোন শান্তি আসবে বলে আমি মনে করি না। কারন দেশটা কারো প্যাটারনাল, ম্যাটারনাল প্রোপার্টি নয়। আইন সবার জন্যই সমান হতে হবে, এর কোন বিকল্প নেই। ওয়াহিদ সাহেব যে নির্দোষ সেটা আমি বলছি না, কিন্তু আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না। এর পরিনতি অতীতেও কখনো ভালো হয় নি, এবারও হবে না। ফল ভোগ করতে হবে। কিন্তু দুঃখ লাগে, যখন এসব অপকর্মের জন্য ফল ভোগ করা শুরু করবেন, তখন নিজেদের অতীতের কৃতকর্মের আমলনামা কখনোই খতিয়ে দেখবেন না, দোষারোপ করবেন 'বায়বীয় বিষয়গুলোকে'। ভন্ডদেরকে নিন্দা জানানোর ভাষাও নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

উযায়র বলেছেন: বিগত কয়েক দশক ধরে, নিদেন পক্ষে বিগত পাঁচ বছর যারা জনসভা, সেমিনার, সিম্পোজিয়ামের নামে নেতা নেত্রীদের একে অপরের চৌদ্দ গোষ্ঠির যে পিন্ডি এত দিন চটকালেন তাদের কি হবে??? আন্ডাও হবে না

এই যে স্ববিরোধিতা এটাকেই বলে গনতন্ত্রের নামে ভন্ডামি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.