![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতে ইসলাম আবার শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে। বিগত পাঁচ বছরের দলগুলোর সমাবেশের স্হানগুলো বিশ্লেষন করলে দেখা যাবে হাতে গোনা দু একটা সমাবেশ হয়েছে সেখানে, অন্তত আমার মনে পড়ে না। ব্যাতিক্রম হলো সরকারের শেষ দিকে এসে ইসলামি ছাত্র শিবির, শোলাকিয়ার ইমাম মাওলানা মাসুদ সাহেবদের একটা সমাবেশ আর ছিল হেফাজতে ইসলামের সেই মহাসমাবেশ। আমার ধারনা, পৃথিবীর কোন সভ্য দেশের রাজধানীতে অর্থনৈতিক, বানিজ্যিক প্রাণকেন্দ্রের কোন এলাকায় রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি দেয়ার প্রশ্নই আসে না। অথচ বাংলাদেশে দেয়া হচ্ছে। তারপরের ফলাফল সকলেরই জানা। সুতরাং আমার এ উপসংহারে পৌছানো অবান্তর হবে না যে, যারা হাজারো সমাবেশের জায়গা থাকতেও মতিঝিলকে বেছে নেয়, আর যারা সেটাকে অনুমতি দেয় উভয়েরই এখানে একটা কু মতলব থাকে। বলা বাহুল্য এদের কু মতলবের অবশ্যম্ভবী মর্মান্তিক ফল ভোগ করে দেশের জনগন।
দেশের সকলেরই রাজনৈতিক, সভা সমাবেশ করার অধিকার রয়েছে। সরকার ও হেফাজতে ইসলামকে বলবো, সমাবেশ করুন, করতে দিন তবে মতিঝিলে নয়, অন্য কোথাও। হতে পারে সোহরাওয়ার্দী উদ্যান, কিংবা মানিক মিয়া এভেনিউ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
বেকার সব ০০৭ বলেছেন: আপনার কথা হেফাজতে ইসলাম শুনবে আমার মনে হয় না। যদি না শুনে আগামী ১৭ তারিক সকাল - সন্ধা হরতাল চলবে
৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই আমি সেই আমি বলেছেন: এই হেফাজতিদের কিছুতেই ঢাকায় সমাবেশ করতে দেয়া যাবে না । পদ্মার কোন ধু ধু বালুচরে এদের সমাবেশ করতে দেয়া যেতে পারে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
রানার ব্লগ বলেছেন: হেফাজতে ইসলামকে কোন ভাবেই সমাবেশ করতে দেয়া উচিৎ হবে না, আশা করি টাক বার বার বেল তলায় যাবে না, আর ওই দিন আমিও হেফাজতের মিছিলে বাধ্য হয়ে ছিলাম কারন তারা মোটা মুটি রাস্তা বন্ধ করে তাদের মিছিল নিয়ে যাচ্ছিল, তার ফলে আমাকেও ওই মিছিলের সঙ্গে চলতে হয়েছিল, আমি দেখেছি মিছিলে জামাত শিবিরের সন্ত্রাসীদের দারা পরিচালিত হতে, সাধারন ছাত্রদের গাইড দিয়ে নিয়ে যাচ্ছিল ওই কুখ্যাত শিবিরের পান্ডারা।