নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

দুরবীক্ষন যন্ত্র দিয়েও কাউকে খুজে পাওয়া মুশকিল হবে যিনি বা যারা 'এরশাদ পন্হী'! কি বিচিত্র!

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১১

'জন্ম হউক যথা তথা কর্ম হউক ভালো' নীতির আলোকে বিগত তিন দশকের শাষনামল অত্যন্ত নিরপেক্ষভাবে পর্যালোচনা করলে একথা আজ বলতেই হবে যে এরশাদ দুই নেত্রীর চেয়ে শতগুন ভালো প্রশাসক ছিলেন, কম স্বৈরাচার ও দুর্ণীতিবাজ ছিলেন অথচ যিনি সমাজের মৌলিক ঘুনেধরা কিছু কাঠামো ধরে টান দিয়েছিলেন যেটা দুই নেত্রীর পক্ষে সম্ভব হয় নি। উনারা শুধু গতানুগতিক সরকার চালিয়েছেন। কোন রিস্ক নিতে চান নি। যেমন, বহুজাতিক কোম্পানিগুলোর চোখ রাঙানী, লোভ লালসাকে উপেক্ষা করে ঔষুধ নীতি চালু করা ছিল অন্যতম। ডক্টর জাফরুল্লাহ সাহেবকে প্রশ্ন করলে এর ভালো উত্তর পাওয়া যাবে। এছাড়া উপজেলার বিকেন্দ্রিকরনতো আর একটা যুগান্তকারী পদক্ষেপ। বিশেষ করে একজন সুদক্ষ আমলার উপরে খবরদারী করার জন্য 'লেখাপড়া জানা কিংবা না জানা' একজন নির্বাচিত জনপ্রতিনিধি বসিয়ে দেয়া, তার বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) লেখা, থানার ওসি সাহেবের বার্ষিক পারফরমেন্স রিপোর্ট (এপিআর) লেখা যেগুলোর উপর উনাদের প্রমোশন নির্ভর করতো, দুইশত বছরের গোলামীর শাষনে অভ্যস্ত বাঙালী জাতির জন্য, সত্যিকার গনতন্ত্রের জন্য এটা ছিল অত্যন্ত গুরুত্বপুর্ন একটা বিষয়। বিস্তারিত আলোচনার জায়গা এটা নয়। এখানে শুধু যে কথাটা বলতে চাই সেটা হলো, রাজনীতিতে এরশাদের সফলতা না পাবার অন্যতম কারন হলো তার দল যারা করেন তাদের কেউ হলো বিএনপি পন্হী, কেউ আওয়ামী লীগ পন্হী! দুরবীক্ষন যন্ত্র দিয়েও কাউকে খুজে পাওয়া মুশকিল হবে যিনি বা যারা 'এরশাদ পন্হী'! কি বিচিত্র!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.