নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

নিজে ভুল করলে স্যরি, অন্য কেউ করলে গালি!

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

জব্বার ভাই রাজবাড়ী কলেজের ভিপি ছিলেন। ছাত্রলীগ, যুবলীগ পরবর্তীতে আওয়ামী লীগের নেতা ছিলেন, এখনও আছেন। অন্যদের থেকে উনার রাজনীতি একটু ভিন্ন, গনমানুষ কেন্দ্রিক। রেডক্রিসেন্টের কয়েকবার জেলা সেক্রেটারী থাকার সুবাদে টুকটাক জিনিষপত্র নিয়ে গরীব মানুষের সাহায্য সহযোগীতা করতেন। আমার খুব ছোটবেলায় বংগবন্ধু যখন গোয়ালন্দে আসেন তাকে দেখেছি নেতৃত্বের অগ্রভাগে থেকে কাজ করতে। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও যখনই তিনি জনগনের স্বার্থে কাজ করতেন তার পক্ষে সমর্থন দিতে কার্পণ্য করি নি আবার যখন খারাপ কাজ করতেন তার বিরুদ্ধে জনমত সংগঠিত করতেও বিন্দুমাত্র কুণ্ঠিত হই নি। ১৯৮৫ সালে বাইশ দল ও জামাতের ভুল বিরোধিতা, বোমা ফাটানো ও তার জীবনের প্রতি হুমকি উপেক্ষা করে যখন উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত নিলেন, আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হলেন, তার পাশেই শুধু দাড়ালাম না, তাকে নির্বাচনে বিজয়ী করতে সর্বাত্নক সাহায্য সহযোগীতা করলাম। আবার বছর কয়েক পরে যখন তিনি প্রতিশ্রুতি মোতাবেক নিজেকে দুর্ণীতি মুক্ত রাখতে ব্যার্থ হলেন, তখন তার বিরুদ্ধেও কথা বলেছি, প্রতিবাদ করেছি, জনতার চাপে স্বয়ং তার বিরুদ্ধে নির্বাচনে দাড়িয়ে বিজয় লাভও করেছি। সেটা এক ভিন্ন ইতিহাস।



সেই প্রিয় জব্বার ভাই এক সময় ভলিবল খেলতেন। খেলার মাঠে কেউ কোন ভূল করলে গালি দিতেন স্টুপিড, ইডিয়ট বলে। আবার কিছুক্ষণের মধ্যে যখন তিনি নিজেই সেই একই ভুল করতেন, বলতেন স্যরি!



মাঠের চারিদিকে জনগন যারা খেলা দেখতেন তাদের মধ্যে গুন্জন উঠতো। সমালোচনা হতো। নিজে ভুল করলে স্যরি, অন্য কেউ করলে গালি! তবে কেউ বলার সাহস পেত না।



আজ আমাদের রাজনীতি, সমাজ সর্বক্ষেত্রে এই ডাবল ষ্টান্ডার্ড চলছে। এর থেকে বের হয়ে আসতেই হবে। সত্যিকার সভ্য ও গনতান্ত্রিক সমাজ বিনির্মান করতে হলে, অন্যে ভুল করলে যে শাস্তি নিজের ভুলেও একই শাস্তি মাথা পেতে নেবার অভ্যাস করতেই হবে। এর কোন বিকল্প নেই।





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: নিজে ভুল করলে স্যরি, অন্য কেউ করলে গালি!

সহমত।এভাবেই চলছে সব। স্বর্থান্ধ সব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.