![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক দলগুলো কোন কথাটা যে কেন বলেন, কোন কাজটা যে কেন করেন তা সাধারনের জন্য বুঝতে পারা খুব সহজ নয়।তবে একটা কথা আজ খুব পরিস্কার বলেই মনে হয় যে এরা জনগনের বন্ধুতো নয়ই বরং শত্রুর ভুমিকায় অবতীর্ন হয়েছে।
দেখুন, ডাক্তার যখন রুগীর চিকিৎসা করেন, রোগ নির্ণয় করাটা খুব জরুরী। যে কারনে অনেক ডায়াগনসিস করে সঠিক রোগটি জেনে সে অনুযায়ী ঔষধ দিয়ে থাকেন। রাজনীতিকরা দেশের ও জনতার ডাক্তার বটে। তবে দেখুন তারা জনতার ডাক্তার হলেও তারা কিভাবে ভুল চিকিৎসা করে জনগন নামক রোগীকেই তারা মেরে ফেলছে।
বিরোধীদলের দাবি অনুযায়ী এখন বর্তমান প্রধানমন্ত্রী নিজেই সমস্যার মুল কারন, তিনি পদত্যাগ করলেই নাকি সমস্যার সমাধান হয়ে যায়। ডক্টর কামাল সাহেবও বলেছেন এক মিনিটেই সমাধান সম্ভব, ইংগিত দিয়েছেন ঐদিকেই। আর একটা সমস্যা হলো নির্বাচন কমিশন যারা বিরোধী দলের সমঝোতা ছাড়াই তফসিল ঘোষনা করেছেন, যে কারনে চলছে বিগত তিনদিনের অবরোধ।
এখন দেখুন কি চমৎকার খেলা! এরা অবরোধের নামে, রেললাইন উপরে ফেলছে, টেম্পু, সিএনজি, গণপরিবহন পুড়িয়ে দিচ্ছে, রিকসা ভাংগছে। এতে সরাসরি ক্ষতির সম্মুখিন হচ্ছে পাবলিক। যারা এ কদিনে মারা গেলেন, তারাও অতি সাধারন পাবলিক। এরা কেউই শেখ হাসিনা বা নির্বাচন কমিশনারদের আত্নীয় পরিজন নন, উনারা জীবনে কখনো ঐসব যানবাহনে পা দিয়েও দেখেন নাই, যে কারনে শেখ হাসিনা সেদিন ৮৪ ঘন্টার হরতালের পর বললেন, এতে তার কিছুই হয় নি, উল্টো খালেদা জিয়াকে প্রশ্ন করলেন, এগুলো করে তার কি লাভ হয়েছে?
সুতরাং এ প্রশ্নটা এখন এসেই যায় যে, রোগ যেখানে সেখানে কি চিকিৎসা হচ্ছে? জনগনের সম্পদ, জানমাল ধ্বংস করে জনগনের কি লাভ তিনারা করছেন? আশ্চর্যের বিষয় হলো, তারা কিন্তূ নির্বাচন কমিশন ঘেরাওয়ের কোন কর্মসুচি দেন নাই, গণভবন ঘেরাওয়ের কোন কথাও তাদের মুখে নাই। বোঝাই যায়, গরীবের বউ সকলেরই ভাবী। যত ঝামেলা, গরীব সাধারন মানুষগুলোকেই পোহাতে হবে যতদিন না তারা ঐক্যবদ্ধভাবে এই রাজনৈতিক ভন্ডগুলোকে সমুচিত জবাব দেন!
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭
ভিটামিন সি বলেছেন: আবারও লাইক।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
শাফা সিদ্দিকী বলেছেন: গরীবের বউ সকলেরই ভাবী ' মজা পেলাম ।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০০
নানাভাই বলেছেন: কি চমৎকার খেলা!