![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধুই 'জয় বাংলাদেশ' বলে জান দিয়ে দেয়ার লোকের সংখ্যা হাতে গোনা হবে বলেই মনে হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেমন পাকিস্তানি হায়েনাদের পক্ষ নেয়ার লোকের অভাব ছিল না ঠিক তেমনি যদি কোন দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ শুরু হয় তখনও তাদের পক্ষ নেবার লোকের এদেশে অভাব হবে না। একদল ফেলানী হত্যাকান্ডে, তিনবিঘা, বেরুবাড়ী, তালপট্টি, ছিটমহল, সীমান্ত হত্যাকান্ড, তিস্তা, ফারাক্কার বাধ নিয়ে মুখে কুলুপ এটে থাকে, অন্যদল পাকিদের রাজাকার প্রেমেও চুপ করে থাকে। আজ পাকিস্তান দুতাবাস ঘেরাও এ একটি দলকে বাত্তি দিয়েও যেমন খুজে পাওয়া যাচ্ছে না, অপর দলটিকে কাল ভারতীয় দুতাবাস ঘেরাও করতে গেলে হ্যারিকেন কিংবা হ্যাজাক বাত্তি দিয়েও খুজে পাওয়া যাবে না। মমতা ব্যানার্জি বলেই দিয়েছে, এক ইন্চি জমিও বাংলাদেশকে ছেড়ে দেয়া হবে না। অথচ এই মমতা কিন্তু একটা শব্দও করে নাই যখন ১৯৭৩/৭৪ সালে আমাদের বেরুবাড়ী নিয়ে যাওয়া হয় অথচ চল্লিশটি বছর পার হলেও বিনিময়ে তিনবিঘা দেয় না। হায়রে বাংলাদেশী বাঙালী, আর কতকাল? কিসের দাসত্ব করো তুমি? এদেশে পাকিস্তানের দালাল আছে, ভারতের পোষ্য আছে, আফসোস, আমার সোনার বাংলাদেশের কোন 'মজনু' নাই!
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৭
আব্দুল হালিম মিয়া বলেছেন: THANKS
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১
আল মামুনুর রশিদ বলেছেন: খাটি কথা বলছেন. বাংলাদেশের কোন দালাল নাই