![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বার বার বলার চেষ্টা করি, অন্যায় সেটা যেই করুক সে অপরাধী। সেটা জামাত শিবির করুক আর ছাত্রলীগ, যুবলীগ করুক। ছাত্রদল, যুবদল করুক অথবা জাতীয় পার্টি করুক। হেফাজত কিংবা নেজামে ইসলাম করলেও সেটা অপরাধ, ঘাতক দালাল নির্মুল কমিটি কিংবা গণজাগরন মন্চ করলেও অপরাধ। ৭১ এর অপরাধও অপরাধ, ২০১৩ এর অপরাধও অপরাধ। এক অপরাধীকে বাচাতে অন্য অপরাধীকে আড়াল করাও একটা অপরাধ। অপরাধের মধ্যে যারা বড় ছোট খুজতে যান, ভেদাভেদ খুজতে যান আমি তাদের সাথে একমত নই। আর কোনটা অপরাধ কোনটা অপরাধ না সেটাও দেখার দায়িত্ব আদালতের। আপনি আমি নই। কোথাও অপরাধ হয়েছে বলে আইন শৃংক্ষলা বাহিনীর কাছে প্রতীয়মান হলে তারা সন্দেহভাজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করবে, সিদ্ধান্ত সেখানেই হবে।
দেশে যদি আইনের শাষন থাকতো তাহলে সকলের অপরাধের জন্যই একভাবে শাস্তি প্রয়োগ হতো। হেফাজতের সমাবেশে একজন নারী সাংবাদিককে ইসলামী নামধারি বর্বর মুর্খরা যখন লান্চিত করেছিল, দুঃখজনকভাবে তখন দেশের ভদ্রবেশী মুখোশধারী একটা মহলের মুখে তালা পরে গিয়েছিল, আর একটা মহল খুবই উচ্চস্বরে কোরাস গাইতে শুরু করেছিল। আর আজ ঠিক বিপরীত চিত্র। ঐ তথাকথিত নারীবাদী কোরাস গায়ক গায়িকাদের মুখে আজ তালা পরেছে। আর ফেসবুক ছেয়ে গিয়েছে সেই মুখোশধারী মহলের প্রচারনায় যারা সেদিন চুপটি মেরে ঘাপটি দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নারী উকিলের লান্ছিত হবার ছবিতে ফেসবুক ছয়লাব। আমি নিন্দা জানাই ওদের যারা মুখে নারী স্বাধীনতার শ্লোগান দিয়ে বেড়ায় অথচ একজন কালো কোট পরা নারীকে দিনের আলোয় জন্তু জানোয়ারের চেয়েও নির্মমভাবে লান্ছিত করে আর সাথে ধিক্কার জানাই সকল ভন্ড নারীবাদী, ইসলাম দরদি, জনদরদী একচোখা রাজনীতিজীবির নামে সমাজের নিকৃষ্ট জীবিদেরকেও। জেগে উঠো আম জনতা, রুখে দাও ভন্ডদেরকে!
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫
আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, মাহমুদুর রহমান সুজন।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
লেজারবিম বলেছেন: অাপণার কি মনে হয় ৮০মণ ঘি জুটবে এবং রাধা নাচবে ?
মামা : কোন দল করবো না স্বতন্ত্র থাকবো ।
ভাগিনা : আরে মামা তুমি দেখি ভুলে গেলে স্বতন্ত্ ও এখন একটা দল।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮
আব্দুল হালিম মিয়া বলেছেন: পৃথিবীর বড় বড় সভ্যদেশে আনুমানিক ৯০/৯৫ ভাগ কোন রাজনৈতিক দল করেন না। তারা শুধু ভোটের সময় সিদ্ধান্ত দেন ওদের বিগত দিনের পারফরমেন্সের উপর ভিত্তি করে। সুতরাং স্বতন্ত্রদের দল না করলেও চলবে। শুধু যখন যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলবে, আর যে ভালো কাজ করবে তাকে বাহবা দিবে। দ্যাটস ইট। দল করতেই হবে এমন কোন কথা নেই।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১
লেজারবিম বলেছেন: ভাই আপণার এই সহজ কথাটা বুঝতে বাংলাদেশীদের ৩০০-৪০০ বছর লাগতে পারে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
আব্দুল হালিম মিয়া বলেছেন: দুঃখজনক হলেও হয়তো ঠিকই বলেছেন, ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত