![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার আগে আজ যেটা দরকার তা হলো খাঁচা ভেঙ্গে বের হয়ে আসা। নিজেকে শেকল মুক্ত করাটাই আজ প্রধান কাজ। যাতে আমরা সকলেই সত্য কথাটা বলতে পারি। হতে পারি আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, হেফাজত বা সিপিবির নেতা, কর্মী বা সমর্থক। হতে পারি আমি সরকারী বা বেসরকারী চাকুরীজীবি। হতে পারি রিকসাওয়ালা কিংবা গাড়ীওয়ালা। হতে পারি রাজরানী কিংবা ঘুটে কুড়ানি। "কাজটা ঠিক হয় নাই কিন্তু যেহেতু আমার নেতা বলেছে বা নেত্রী করেছে" সুতরাং ঠিকই করেছে। অথবা সমর্থন দিয়েই যেতে হবে না হলে চুপ করে থাকতে হবে, তা না হলে প্রতিপক্ষের লাভ হয়ে যাবে! এই দাসত্ব থেকে আমরা যতক্ষণ আমাদের নিজেদেরকে মুক্তি দিতে না পারবো ততক্ষণ এইসব লুটেরা রাজনীতিবিদেরা আমার আপনার রক্ত ঘামে অর্জিত সমস্ত উপার্জন, সম্মান লুটতেই থাকবে। সুতরাং আসুন আমরা শেকল মুক্ত হই। লাথি মেরে ভেংগে ফেলি এই পরাধীনতার শেকল। মনে রাখতে হবে এই মুক্তিটা কিন্তু অন্য কেউ এনে দেবে না, নিজেরটা নিজেরই করতে হবে। তাই আসুন নিজে আগে স্বাধীন হই, তারপর অন্যের, দেশের স্বাধীনতার কথা বলি। জয় বাংলাদেশ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৩
আব্দুল হালিম মিয়া বলেছেন: কিছু না লিখলেও কার্টুনের মাধ্যমে অনেক কিছুই বলে ফেলেছেন, ইউরো বাংলা। ধন্যবাদ আপনাকে।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০
জাহাঙ্গীর জান বলেছেন: সত্যিই,আগে নিজের স্বাধীনতা রক্ষা করা, প্রতিটি নাগরিকের কর্তব্য বটে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
ইউরো-বাংলা বলেছেন:
কিছু লিখলাম না, একটি কার্টুনই যথেষ্ট।