নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

সেই থেকে পরিচয় এবং ভাল লাগা। নাম তার 'ইমাজ উদ্দিন প্রামানিক', সম্ভবত এ বার দিয়ে সাত বার নির্বাচিত এমপি হলেন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

বরাবরই কট্টর ও খাটি সততা বজায় রাখা মানুষগুলোকে দেখলেই শ্রদ্ধায় মস্তক অবনত হয়ে আসে। সে রকমই একজন সৎ মানুষের গল্প। ১৯৯০ সালের সম্ভবত মে মাসের কথা। স্হানীয় সরকার মন্ত্রণালয় আয়োজিত নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের প্রশিক্ষন কর্মশালা চলছে শেরে বাংলা নগরের এলজিআরডি মিলনায়তনে। স্হানীয় সরকার মন্ত্রী নাজিউর রহমান মন্জু উদ্বোধন করলেন। আশে পাশের সবার সাথে পরিচয় পর্বের সময় শুরু হলো গল্প গুজব। আমার পাশেই একজন কাঁচা পাকা চুল, কিছুটা জীর্ণশীর্ন মুখাবয়ব, হালকা পাতলা গড়নের এক ভদ্রলোক। নওগার 'মান্দা' উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমাদের কার নির্বাচনে কত টাকা খরচ হয়েছে গল্প শুনে তিনি বললেন তার নিজের কোন টাকা পয়সাতো খরচ হয়ই নি, বরং তার পকেটে উল্টো চল্লিশ হাজার টাকা জমা পড়েছে। অর্থাৎ মান্দা উপজেলার জনগন চাঁদা তুলে তার নির্বাচনি খরচ জুগিয়েছেন এবং সব খরচের পর আরো টাকা বেচে গিয়েছে। সেই থেকে পরিচয় এবং ভাল লাগা। নাম তার 'ইমাজ উদ্দিন প্রামানিক', সম্ভবত এ বার দিয়ে সাত বার নির্বাচিত এমপি হলেন। মাঝে একবার উপজেলা চেয়ারম্যান(১৯৯০)। এবারকার গঠিত সংসদের কোন মুল্য না থাকলেও, একজন ইমাজউদ্দীন প্রামানিককে পাট ও বস্ত্র মন্ত্রী করাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ দিতেই হয়। ভাবতে ভাল লাগছে যে, গতবারও আমার সাথে থাকা উপজেলা চেয়ারম্যান আহাদ আলী সরকার ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন, এবার হলেন একজন পোড় খাওয়া, মাটি কামড়ে পরে থাকা যাকে বলে সত্যিকার তৃণমুলের নেতা, সততার আলোকে উজ্জল, প্রিয় মানুষ ইমাজ উদ্দীন প্রামনিক। অভিনন্দন আপনাকে। আশা করি সেই সততা আজ এত দীর্ঘ ২৩ বছর পরও ধরে রেখেছেন। সদুর কানাডা থেকে আপনার মংগল ও দীর্ঘজীবন কামনা করি, ইমাজ ভাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

শেরশাহ০০৭ বলেছেন: খুব ভাল মানুষ

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১

আব্দুল হালিম মিয়া বলেছেন: আসলেই তিনি একজন ভালো মানুষ। ধন্যবাদ ভাই।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

খেয়া ঘাট বলেছেন: এবার হলেন একজন পোড় খাওয়া, মাটি কামড়ে পরে থাকা যাকে বলে সত্যিকার তৃণমুলের নেতা, সততার আলোকে উজ্জল, প্রিয় মানুষ ইমাজ উদ্দীন প্রামনিক। অভিনন্দন আপনাকে।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

আব্দুল হালিম মিয়া বলেছেন: ধন্যবাদ, খেয়া ঘাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.