নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

কেনো, আগে কইলে কি হইতো?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

আপনার বাড়ী কোথায়?

রাজাপুর।

রাজাপুর! এটা কোথায়?

খানখানাপুর।

সেটা আবার কোথায়?

বালিয়াকান্দি উপজেলায়।

এটা কোন জায়গায়?

রাজবাড়ী জেলায়।

রাজবাড়ী জেলা! কোথায় যেন সেটা?

বৃহত্তর ফরিদপুর জেলায়।

ওহ আচ্ছা, তাই বলো, সেটাতো ঢাকা বিভাগেই! মানে ঢাকার মানুষ তোমরা! তা বেশ। আমিও ঢাকার। তা আগে কইবা না তুমি ঢাকার ছেলে!



কেনো, আগে কইলে কি হইতো? আমি কি ভুল কইছি?



না, ভুল কও নাই। তয়, এতক্ষণ অনুবিক্ষণ যন্ত্র দিয়া রাজাপুর খুজে সময় নষ্ট করা লাগতো না। ঢাকার মানুষ হিসেবে মানে আমরা একই এলাকার মানুষ হিসেবে অনেক আগেই এক সাথে বসে চা টা খাইয়া ফালাইতাম! তাছাড়া রাজাপুর কেমনে যাও? ঢাকা হয়ে রাজবাড়ী যাও, তারপর যাও বালিয়াকান্দি, তারপর রিকসা ভ্যান নিয়ে খানখানাপুর হয়ে পৌছুবে রাজাপুর! তাইলে, আগে ঢাকার অবস্হাটা যাচাই করাই ভালো, কি বলো!



(ভাবার্থঃ তত্বকথা বাদ দেন, সরাসরি কামের কথায় আসেন। গনতন্ত্র, বাক ব্যাক্তির স্বাধীনতা, সামাজিক মুল্যবোধ, সুশাষন তথা আইনের শাষনের কথা বলেন আগে, পরে ওই শব্দগুলারে ভাইঙ্গা চুইড়া তাত্বিক রচনাবলী লিইখেন!)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.