নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

অদ্যই ঝাপাইয়া পড়ুন নইলে কিন্তু লম্বা লাইনের পিছনে পরিয়া যাইবেন!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২

বাংলাদেশের রাজনীতিবিদদের একটা ধারনা যে মিথ্যা কথা বলা একটা রাজনৈতিক কৌশল। এই কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষ দলকে বেশ ঘায়েল করা যায় এবং নিজেরা ফায়দা লুটা যায়। যেমন ধরুন আজ কোন এক নেতা বলেছেন, এর আগে আরো অনেকেই বলেছিলেন, যে তাহারা ২০১৯ সালের ২৮শে জানুয়ারী পর্যন্ত ক্ষমতায় থাকিবেন। এই যে একেবারে দিন তারিখ বলে দেয়া, মানে হলো যে অন্যদলগুলোকে বুঝানো যে তারা খুব কনফিডেন্ট। কোন নার্ভাসনেস তাদের মধ্যে নেই। সুতরাং সবাই তাদের অনুগত থাকুন নইলে কিন্তু খবর আছে! সে খবরটা হলো, টেন্ডার পাবেন না, লাইসেন্স পাবেন না, সরকারী প্লট পাবেন না, রাস্তা পাবেন না, ব্রীজ পাবেন না, গম পাবেন না, ভিজিডি কার্ড পাবেন না, রেশন, ডিলারশীপ পাবেন না, স্কুল কলেজের এমপিও পাবেন না, টিউবওয়েল পাবেন না, রিলিফের গম, চাউল, ঢেউটিন পাবেন না, নুতন টিভি চ্যানেল, ব্যাংক, বীমা, সংবাদপত্রের অনুমতি পাবেন না, ব্যাংকের লোন পাবেন না, বিনা শুল্কে গাড়ী আমদানী করতে পারবেন না, রেল লাইনের উপর কাচা বাজার বসাতে পারবেন না, হাট বাজার, ঘাটের ইজারা পাবেন না, বিনা পয়সায় হলে খেতে পারবেন না, ভর্তি বাণিজ্য করতে পারবেন না, হলে সীট পাবেন না, লোভনীয় জায়গায় পোষ্টিং পাবেন না, কাজ না করে বেতন পাবেন না, কেরানীগিরি করে কোটিপতি হতে পারবেন না, বিনা যোগ্যতায় প্রমোশন পাবেন না, বিনা পুজিতে ইন্ডাস্ট্রি করতে পারবেন না, বিনা টিকেটে ট্রেন, ফেরী পার হতে পারবেন না, দৌলতদিয়া আরিচা ঘাটে পরে এসে আগে পার হতে পারবেন না ইত্যাদি ইত্যাদি।

সুতরাং যাহারা ন্যায় অন্যায়, ভালো মন্দ, হারাম, হালালে বিশ্বাষ করেন না, তাহারা অদ্যই ঝাপাইয়া পড়ুন নইলে কিন্তু লম্বা লাইনের পিছনে পরিয়া যাইবেন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.