নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

তাহলে তাদেরকে আদর্শিক ভাবে মোকাবেলা করুন, গা'য়ের জোরে নয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৬

ইহাই গনতন্ত্র। গনতন্ত্রের বৈশিষ্টই ইহা। আপনি যাকে জঙ্গীবাদ জঙ্গীবাদ বলে মুখে ফেনা তুলছেন, জনগন উহা গ্রহন নাও করতে পারে। আপনি যাকে নাস্তিক নাস্তিক বলে জাবর কাটছেন জনগনের বিচারে তাহা নাও টিকতে পারে। আর জনগন বিচারটা করে কখন? বাংলাদেশের মত দেশগুলিতে পাঁচবছর পর শুধুমাত্র নির্বাচনের সময়। আর উন্নত দেশগুলিতে প্রতি মুহুর্তে, প্রতিটা দিনে, প্রতিটা মাসে, প্রতিটা বছরে, নির্বাচনের বাইরেও নানাভাবে প্রকাশিত হয় ঐসব জনমত জরীপ। আর গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ও প্রতিজ্ঞাবদ্ধ রাজনৈতিক দলগুলো সেগুলো মাথা পেতে মেনে নেয়। ইনু ভাইদের গনতন্ত্র হলো উনাদের পক্ষে এলে সেটা গনতন্ত্র আর বিপক্ষে গেলে সেটা বিস্ময়কর! আর যদি আগে থেকে কোনভাবে টের পেয়ে যান যে জনগন বিপক্ষেই যাবে, তাইলেতো আর কোন কথাই নেই। জোর করে ভোট নিয়েও সেটার একটা সাফাই শব্দ লাগিয়ে দিবেন 'সাংবিধানিক' বলে।



কথা পরিস্কার, যদি গনতন্ত্র মানেন তাইলে জনগন যাকেই ভোট দেয় সেটা মেনে নেবার জন্য প্রস্তুত থাকেন কোন রকম তালবাহানা ছাড়া। আর যদি না মানেন, তাইলে সরাসরি ডিক্লেয়ার করেন যে আপনারা গনতন্ত্র মানেন না, স্বৈরাচার বা অন্য কিছুর জন্য লড়াই করছেন। ভন্ডামির দরকার টা কি!



আর হ্যা, কোন অশুভ শক্তি, দেশবিরোধী শক্তি যদি দেশে থেকেই থাকে আর তাদের যদি জনসমর্থনও থাকে তাহলে তাদেরকে আদর্শিক ভাবে মোকাবেলা করুন, গা'য়ের জোরে নয়। এবার দিয়ে ১৪ বছর ক্ষমতা ভোগ করলেন, তারপরও তাদেরকে আদর্শিকভাবে নির্মুল করতে পারলেন না। এখন প্রশ্ন জাগে মনে, আসলেই কি আপনাদের কোন আদর্শ টাদর্শ আছে কিনা, কোন কালে ছিল কি না!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৩

উড়োজাহাজ বলেছেন: পরিস্কার কথা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.