নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় শক্তি কারা ও কিভাবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০

মুলত তৃতীয় শক্তি তারাই যারা দুর্নীতিকে ঘৃনা করেন, ছোট বড় সকলের জন্যই সমান আইনের শাষন চান, সন্ত্রাসমুক্ত শান্তিপুর্ন সমাজ চান, জীবনের কোন না কোন এক সময় পরিবারতন্ত্রের রোষানলের শিকার হয়েছেন, চাকুরী, রাজউক, তহশীল/ভুমি অফিস, বিদেশ গমন, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি ক্রয়, থানা পুলিশ, সচিবালয়, শিক্ষা অফিস, সরকারী বেসরকারী টেন্ডার, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি এমনকি রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে গিয়েও ঘুষ বিড়ম্বনার শিকার হয়েছেন এরকম লক্ষ কোটি জনতা, এর মধ্যে কেউ কেউ কোন রাজনৈতিক দলের সদস্য থাকতে পারেন আবার একেবারে আম জনতাও হতে পারেন।



কিভাবে এই বিশাল অথচ বিচ্ছিন্ন একটা জনগোষ্ঠি তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে দাড়াতে পারে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের বাইরে? হ্যা পারে। দরকার শুধু সঠিক ও দৃঢ় নেতৃত্ব। কোন তলোয়ার বাজী নয়, বন্দুকবাজী নয়, টাকা পয়সা বাজিও নয়, দরকার শুধু অতীতের ভেলকিবাজীর রাজনৈতিক অতীতের কথা ভুলে গিয়ে মহান মুক্তিযুদ্ধে নিজেদের গৌরবজনক বীরত্বের কথাগুলো জীবনে আর একবার শেষবারের মত নিজেকেই দঢ়তার সাথে স্মরণ করিয়ে দিয়ে, এরকমই আরও শতজনের সাথে কাধে কাধ মিলিয়ে, শর্টকার্টে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা পরিত্যাগ করে একসাথে জিপিওর সামনের জিরো পয়েন্টে দাড়িয়ে যাওয়া, বজ্র নিনাদে ডাক দেয়া ওদেরকেই যারা অধীর আগ্রহে সেই ডাকটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। এই তৃতীয় শক্তির সুত্র খুঁজতে কোন অনুবীক্ষণ যন্ত্রের দরকার নেই, দরকার শুধু একটা অনেষ্ট ও সিনসিয়ার ডাক। আছেন কেউ জীবনের যৌবনের পড়ন্ত কিংবা উঠতি বেলায়? আর ষড়যন্ত্র নয়, নয় কোন তত্বের কচকচানি, ঐক্যের নামে আর কোন বিভক্তিও নয়, লালপতাকা, সাদা পতাকা, হলুদ পতাকা, হাতুড়ি কাস্তে কিংবা মশাল মোমবাতি, টেলিভীষন যাই থাকুক আপনার হাতে কিংবা কাধে, শেষবারের মত কি একটা বার চেষ্টা করা যায় না?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

বাংলার ঈগল বলেছেন: ঘুনে ধরা জাতির আবার একতা !!! =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.