![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) আপনি সরকারী বা বেসরকারী প্রাথমিক স্কুলের শিক্ষক, ভবিষ্যত গড়ার কারিগর, সারাটা মাস হাড় ভাংগা পরিশ্রম করছেন, অপেক্ষা করছেন কখন মাসটা শেষ হবে, বেতন তুলবেন, নিজের সন্তানদের জন্য দুটো ভালো মন্দ বাজার সওদা করবেন। মাস শেষে স্বল্প বেতনের ওই টাকাগুলো যখন তুলতে গেলেন উপজেলার শিক্ষা অফিসে কিংবা সরকারী কোন অফিসে, তখন আপনার একান্ত অনিচ্ছা সত্বেও, দাঁতে দাঁত চেপে রেখে আসতে হলো বেতনের একটা অংশ। ঘুষ না দিয়ে বের হতে পারলেন না ওই সরকারী অফিস থেকে! হ্যা, আমি আপনাকেই বলছি। আপনিই দেশের তৃতীয় রাজনৈতিক শক্তির একজন সিংহপুরুষ। অপেক্ষা শুধু আপনার সিংহের মত গর্জনের। আসুন গর্জে উঠি। (চলবে)
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
স্কুলের শিক্ষকদের বেতন তুলতে এখন আর ঘুশ লাগেনা ..