নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

জানি, এই সব স্তাবকদেরকে তিনি ভালো করেই চিনেন।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৬

ছাত্রলীগ ছাড়া কাউকে চাকরি না দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলদলের আহবায়ক অধ্যাপক ড. আব্দুল আজিজ!



সরকার যদি সত্যিই তা করেন তাহলে দেখা যাবে দেশের সংখ্যাগরিষ্ঠ ছাত্র জীবনে কখনো চাকুরী পাবে না। অর্থাৎ মনে হচ্ছে তিনি বেশ কয়েকটা এজেন্ডা সামনে নিয়ে এই কথাগুলো বলেছেন। মুল এবং ভয়ংকর এজেন্ডাটা হতে পারে দেশে যাতে একটা বিরাট বিশৃংক্ষলা শুরু হয়ে যায়, দেশটাতে বিভক্তের রাজনীতির বিষবাস্প আরো ছড়িয়ে পড়ে।



আর এটা কারা চায়? যারা আমাদের উন্নতি চায় না, যারা আমাদের রপ্তানি শিল্প ধ্বংস করতে চায়, যারা আমাদেরকে সীমান্তে প্রতিনিয়ত পাখীর মত গুলি করে মারে, বর্বর নির্যাতন করে, কাঁটাতারে ঝুলিয়ে রাখে। যারা আমাদের ক্রিকেট টিমকে অবজ্ঞা করে, যারা আমাদের দেশের উপর দিয়ে বিনা শুল্কে ট্রানজিট চায়, যারা তাদের কুরুচিপুর্ণ সাংস্কৃতিক আগ্রাসন জোর করে চাপিয়ে দেয় অথচ আমাদের রেডিও টিভিকে সেদেশে প্রবেশ করতে দেয় না, যারা বিগত চল্লিশ বছর যাবৎ তিনবিঘা, তালপট্টি জবরদখল করে রাখে, সীমান্তের নদীতে আমাদের জেলেদেরকে দেখা মাত্র গুলি করে, জোর করে ফসল কেটে নিয়ে যায়, তিস্তা, গঙ্গার পানি শুস্ক মৌসুমে আটকিয়ে রাখে, বর্ষায় ছেড়ে দিয়ে ডুবিয়ে দেয় তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেই কি তিনি মাঠে নেমেছেন! নাকি সরকারকে খুশী করতে, অতিরিক্ত তৈল মর্দন করছেন!



তবে জানি, বঙ্গবন্ধুর কন্যা এতটা বোকা নন যিনি কয়েকবার মণ কে মণ ইলিশ পাঠিয়েও যাদের মন পান নি, বিগত ছয় বছরে তিস্তা চুক্তি সই করাতে পারেন নি, উচিত কথা বলতে অনেক সময়ই ভয় পান না, তিনি এই সব স্তাবকদেরকে ভালো করেই চিনেন।



সুত্রঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.