নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I have a dream...

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

আব্দুল হালিম মিয়া

আব্দুল হালিম মিয়া › বিস্তারিত পোস্টঃ

উপজেলা নির্বাচনের সর্বশেষ ধাপ অতীতের ভোট ডাকাতির রেকর্ড ছাড়িয়ে গেল!

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৫

এবারের উপজেলা নির্বাচনের সর্বশেষ ধাপ শুধু মনে করিয়েই দেয় নাই, অনেক খানি ছাড়িয়ে গেছে এরশাদের আমলের ১৯৮৬ এর সংসদ নির্বাচনের কিছু ভোট ডাকাতির চিত্র।



আর বিগত ৫ই জানুয়ারীর সংসদ নির্বাচনতো শতভাগ টেক্কা দিয়েছে এরশাদ আমলের ১৯৮৮ সালের ভোটার বিহীন এবং খালেদা জিয়ার ১৯৯৬ সালে ভুয়া সংসদ নির্বাচনকে।



এখন প্রশ্ন ও কৌতুকবোধটা হলো, সকল বিবেকবান মানুষেরা কি একটু স্মরণ করবেন বিশেষ করে স্বঘোষিত ছাত্রনেতারা কি একটু মনে করবেন যে তখন মানে এরশাদের আমলে ওইসব অন্যায় কাজগুলোর বিরুদ্ধে আপনারা সমালোচনার কেমন তরবারীটা চালিয়েছিলেন আর সে তুলনায় এখন কতটুকু মুখ খুলছেন!



এরশাদ একটা কাশি দিলেও আপনারা হই হই রই রই করে উঠেন, জাত গেল জাত গেল বলে চিল্লায়া উঠেন, অথচ অন্যরা তার থেকে হাজার গুন বেআইনী কাজ করলেও মুখে তালা মেরে বসে থাকেন!



এরশাদের আমলে একটা খুন হলে, একটা ছিনতাই হলে, একটা ব্যালট বাক্স ছিনতাই হলে, একটা দুর্ণীতি হলে স্বৈরাচার পতনের জন্য আন্দোলন হয়, ইতিহাস হয়, বিশ্ববেহায়া হয়, ছয় বছর জেল হয়, কোটি কোটি টাকা জরিমানা হয়, জেলখানায় তার বাথরুমের মধ্যেও ক্যামেরা লাগানো হয় আর এখন সবার মুখে স্কচ টেপ লাগানো, আর চোখে কালো আলকাতরা লাগানো চশমা।



তবে এটা বুঝি, কেমনে কিছু মানুষ 'ধরি মাছ না ছুই পানি করে', 'নিরাপদ অবস্হান করে', 'গা বাচিয়ে' পত্রিকা, টিভিতে হাইলাইটেড হওয়া যায়, নিজেকে 'অমুক আন্দোলনের গরম নেতা' হিসেবে বেচা বিক্রি করে সারা জীবন পার করে দেয়া যায় সেই হিসাবটা মাথায় রাখলে রাজনৈতিক বাজারের অন্যতম 'পঁচা মাল' অথচ সফট টার্গেট 'এরশাদ' নিয়ে কিছু বলে টলে, লিখে টিখে, হিরো টিরো হবার আকাংখা কার না হয়! সস্তা বলে কথা!



না এরশাদকে নিয়ে কোন সাফাই গাইছি না। এরশাদ তার শাষনামলে অবশ্যই কিছু যুগান্তকারী কাজ করেছেন যার প্রশংসা অবশ্যই করতে হবে।

আবার তার পতনের পর বিগত ২৩ বছরে সে প্রমান করেছে তিনি কোন রাজনীতিবিদ নন। তিনি আর যাই হোক, কোন আদর্শবান মানুষ তিনি নন। তাকে ফলো করে সমাজে কোন ভালো মানুষ তৈরীও হবে না।



অবশ্য ভালো মানুষ তৈরী করার, তাদেরকে ফলো করার আর কোন আদর্শবান মানুষ এ যুগে হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া মুশকিল বৈকি!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই মাগুরা উপ-নির্বাচন নিয়ে আওয়ামীলীগ মূখে ফেনা তুলে ফেলত!!!!!

আজ শত মাগুরার জন্ম দিয়ে তারা সেই কলংক মেখে নিয়েছে!শতগুনে!

এরশাদ স্বৈরাচার - আর চলমান এই অবস্থাকে প্রকাশ করতে বোধকরি নতুন শব্দ লাগবে!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.