![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোয়ালন্দ বাজারে দুটো জুতার দোকান ছিল সে সময়। বারেক মিয়া আর মালেক মিয়ার। দুই ভাইয়ের । মালেক চাচা খুব আড্ডাবাজ/বন্ধুবৎসল ছিলেন। কেরাম খেলার আসর বসতো ওনার দোকানের সামনে, ঝাপের নীচে। বিশ্ববিদ্যালয়ে এরশাদীয় অবকাশকালীন সময়ে এসে আমি নিজেও কখনো কেরাম খেলতাম, কখনো বা দাড়িয়ে দাড়িয়ে দেখতাম। যখন নিজে খেলতাম বুঝতে পারতাম না, কারন আমি নিজেই খেলার একজন অংশিদার। তবে যখন বাইরে দাড়িয়ে দেখতাম, তখন নজরে পড়তো যে ওদের অনেকেই খেলায় 'চুরি' করছেন। ছোটবেলা থেকেই কিছুটা স্পষ্টবাদী হওয়াতে প্রকাশ্যে বলে ফেলতাম, চাচা, চাচা আপনার প্রতিপক্ষ ঐ গুটিটা চুরি করেছে। জানতাম না যে এরই মধ্যে একই অপকর্মটা 'মালেক চাচা'ও সেরে ফেলেছেন!
তখন চাচা মুচকি হেসে বলতেন, 'ভাইস্ত্যা, কারে কমু কলোই চোর, নিজের মাথায় এক বোঝা'!
আজ সত্যিই ক্লিন পলিটিশিয়ান খোঁজার সময় এসে গেছে যার মাথায় কোনো 'কলোইয়ের বোঝা' নেই। আর এ দায়িত্বটা অবশ্যই নিতে হবে বাংলাদেশের কোটি কোটি তরুন যুবকদের যাদের পা'য়ের জুতার তলা ক্ষয় হয় কোনরকম একটা চাকুরী জুটিয়ে নিজের ও পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে, যে ছাত্রটি দিনভর ক্লাশ শেষে, বিকেলে টিউশনি করছেন, আর রাত জেগে পড়ছেন, বুকের মধ্যে একটা 'স্বপ্নের পাখী' পুষে রাখছেন!
জয় বাংলাদেশ!
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ রাত ৯:৪৮
ঢাকাবাসী বলেছেন: বিশ্ব সেরা দুর্ণীতিবাজ হিসাবে আমরা্ বহুকাল আনবিটেন, উন্নতির কোনই চান্স নেই!